পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩১৭.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yశి রক্ষা করুন প্ৰভু ! আমি আপনার আশ্রয় চাই, বিচার চাই ।” “কার বিরুদ্ধে, কি সম্বন্ধে ?” “আমার প্রভুপত্নী ডাচেসের বিরুদ্ধে ! তিনি আমাকে একটা নীচ লোকের সহিত বলপূৰ্ব্বক বিবাহ দিবেন।” রাজপুত্র তাহার দিকে ফিরিয়া একটু হাসিলেন। তিনি ডাচেসকে চিনিতেন । "তার আর ভাবনা কি ফিলিপ । যে তোমাকে বিবাহ করিবে আমি তাকে উচ্চপদ দিব ।” তার পর হাসিভর চোখে বলিলেন —“চসার যদি আজ আমাদের সঙ্গে থাকিত তাহা হইলে তোমাকে বিবাহ করিবার পূৰ্ব্বে তাহাকে চসারের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করিতে হইত নিশ্চয় । রমণীর আরক্তিম মুখখানি শাদা হইয় গেল । ভীতচিত্তে ফিলিপ জিজ্ঞাসা করিল-—“চসার কি.আপনার সহিত প্রত্যাগত হন নাই ?” “সে কি ? তুমি কি তবে তার অপমৃত্যুর কথা শোন নাই ?” लांब्राउँौ । বৈশাখ, ১৩১৭ রমণীর কণ্ঠ হইতে একটা অক্ষই কাতরধ্বনি বাহির হইল। পরক্ষণেই জ্ঞানহারা হইয়া গেল । যখন জ্ঞান হইল ফিলিপ দেখিল তাহাকে একটা দোলায় করিয়া বহিয়া লইয়া যাইতেছে ও পাশ্বে একজন নগ্নশির সুসজ্জিত পুরুষ তাহার অনুসরণ করিতেছে। চক্ষু খুলিয়াই ব্যথিত রমণী একটি দীর্ঘনিশ্বাস ত্যাগ করিল। পরক্ষণেই দুৰ্ব্বল বাহুদুইটি প্রসারিত করিয়া আশ্বস্ত-চিত্তে বলিয়া উঠিল—“আ—আঃ জিয়ফ্রে, তুমি তবে বেঁচে আtছ ! তোমার তবে কোন দুর্ঘটনা হয়নি ?” চসীর আকুল আবেগে নত হুইবামাত্র, প্রেমহীন ফিলিপার দুৰ্ব্বল দুইটি বাহু তাছার কণ্ঠদেশ জড়াইয়া তাকে প্রাণপণে বক্ষোপরি বদ্ধ করিয়া ধরিল ! উদ্বেলিত কবি-হৃদয় হইতে দুই বিন্দু তপ্ত অশ্রু ঝরিয়া আজ র্তাহাব বহুদিনের মিলন বেদনাকে সার্থক করিল। শ্ৰীসুরেন্দ্রনাথ ভট্টাচাৰ্য্য। বিবিধ। নূতন বেলুন । ফেব্রুয়ারি মাসে ইংলণ্ডের সৈন্তবিভাগের কর্তৃপক্ষগণ একটি নুতন বেলুন বাতাসে “ভাসাইরাছেন।” ইহাকে ইচ্ছমত চালন করা যায় এবং এত গোপনে ইহার নিন্মাণ কাৰ্য্য সম্পাদিত হইয়াছে যে কারখানার লোক ব্যতীত অস্ত কেহই ইহার বিন্দুবিসর্গও জনিত না। এই বেলুটি লম্বায় ১৩০ ফুট এবং দেখিতে একটি • চুরুটের স্থায়। তবে লেজের দিকে দুইটি ক্ষুদ্রায়তন বেলুন ( balloonets) আছে। বেলুনের খোলসটি রবারে নিৰ্ম্মিত, নীচের নৌকাখানি ধাতুনির্মিত । এপ্লিনগুলি একশত *Co. Cocol (100 horsepower) চলে এবং দুই পাশ্বে আলুমিনিয়ম নিৰ্ম্মিত দুইটি চাক! আছে । ইহার অক্ষদণ্ডে সংযোজিত এবং ইচ্ছা অনুসারে ইহাদের উচুনীচু করা যায়। দুইটা গুল দ্বারা চালকের সুবিধা করিয়া দেওয়া হইয়াছে । কর্ণেল ক্যাপার, লেফটেনাণ্ট ওয়াটারলে, ম: ম্যাকওয়েড, এবং মিঃ গ্ৰীণকে লইয়। বেলুন উড়ি-ত আরম্ভ করে। শেষোক্ত ব্যক্তিই বেলুনের এfন নিৰ্ম্মাত । ধীরে ধীরে ইচ্ছামত উঠতে উঠিতে চাকে বেলুনকে সহস্ৰষ্টট উদ্ধে উঠাইয় অৰ্দ্ধৰন্টার "ধা .প্রায় পঞ্চদশ মাইল ভ্রমণ করিয়া ভূমি পর্ণ