পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ ৰঘঁ, প্রথম সংখ্যা চিত্রকরগণ ছায়া-মুষমার রহস্য আবিষ্কাবে মনোনিবেশ করেন নাই। শারীর-বিদ্যা শিখিবার জন্ত, বা চিত্ররচনার মাপজোখ যাহাতে নিতুল z; GF GG Michaelangelo অ্যানাটমির রহস্যানুসন্ধানে প্রবৃত্ত इंन नाहे । তাহার এ সব বিদ্যার অনুশীলন করিয়াছিলেন প্রকাশের একটা ভালোর কম পন্থা নিৰ্দ্ধারণের জন্ত । কিন্তু অনেক অক্ষম চিত্রকর উপায়েব মধ্যে ডুবিয়া গিয়া একেবারেই ভুলিয়া যান ।

鬱 উদ্দেশ্যেব কথাট 豪

  • চতুর্থ শতাব্দীতে চীনদেশে জনৈক চিত্ৰকৰ ছিলেন। তিনি আবার কবিও ছিলেন । একদা তিনি তাহার সংগৃহীত কতকগুলি চিত্র একটি বক্সে ভরিয়া তাহার বন্ধুর নিকট গচ্ছিত রাখেন। বাক্সেব তালা বন্ধ করিয়া তিনি তাহার উপর শীলমোহর করিয়া দেন। চিত্রগুলির উপব বন্ধুব লোভ জন্মিল। সে বাক্সেব তলদেশেব তক্তা খুলিয়া ছবি গুলি আত্মসাৎ করিল। বাকু খুলিয়া চিত্রকর দেখিলেন বাক্সেব মধ্যে এক খানি ছবি ও নাই,— সব লোপ পাইয়াছে। চিত্রগুলি যে চুরি গিয়াছে এ সন্দেহ তাহার হইল না—তিনি বিস্ময় প্রকাশ ও করিলেন না। তিনি বলিলেন, সুন্দর ছবি অলৌকিক জীবের নিকট যাতায়াত কবে? মানুষ যেমন করিয়া অমরলোকে যাত্রা করে ছবিগুলিও তেমনি আকৃতি পরিবর্তন করিয়া উড়িয়া গেছে। চীনাদের ধারণার জগৎ আমাদের হটতে কত বিভিন্ন তাহা দেখাইবার জন্যই এই ক্ষুদ্র, গল্পের উল্লেখ করিলাম।

আট-প্রাচ্য ও পাশ্চাত্য 曾 .তুলিকাব শেষ পোচ লাগাইয়াছিলেন অমনি >)* প্রাচ্যদেশে এই বিশ্বাস প্রচলিত ছিল যে, শিল্পী শক্তিশালী হইলে বিশ্বের জীবনী শক্তি তাহার দখলে আসিত। তাহাতে তাহার অঙ্কিত চিত্রে প্রকৃত জীরনের "স্বষ্টি তাহার চিত্রের গণ্ডি ভাঙিয়া শূন্তে ছুটিয়া যাইত ! এবং ডাগনের চিত্রে ওস্তাদ যেই তাহা বজ্রনাদে কক্ষের ছাদ বিদীর্ণ’ কবিয়া ਚੋਂ ਚੋਢਿਸ਼ গিয়াছিল ! • চীনের সর্বশ্রেষ্ঠ ওস্তাদ-চিত্ৰকবের জীবন-অবদান সম্বন্ধে যে গল্প শুনা যায় তাহার আদর্শ যে মহান সে বিষয়ে কাহাবো সন্দেহ হইবে না । চিত্রকর শ্লেষ বয়সে দেওয়ালের গায়ে একখানি দৃশুচিত্র রচনা করিয়া উহ! সম্রাটকুে দেখাইবার জন্ত তাহাকে আহবান করিয়া আনিয়াছিলেন। সম্রাট যখন বিস্ময়ুমুগ্ধ মেত্রে চিত্রের প্রতি চাহিলেন তখন ওস্তাদ বলিলেন--পশ্চাতে আরো সৌন্দর্ঘ্য আছে। এই বলিয়া তিনি হাততালি দিলেন। অমনি চিরমধ্যস্থ পাহাড়ে একটি গুহা প্রকাশিত হইল, চিত্রকব তন্মধ্যে প্রবেশ করিয়া চিবদিনের জন্ত অদৃশু হইলেন । দেওয়ালেব উপরেব চিত্র ধীরে ধীরে মিলাইয় গেল, শূন্ত দেওয়ালে চিত্রের চিত্বমাত্র রহিল নী, .. *" 數 চিত্রকে প্রাচ্যদেশীয়েরা সেই অপার্থিব পদার্থই প্ৰলিয়া ভাবিতেন যাহা চিত্র করের ব্যক্তিত্বকে একেবারে অভিভূত করিয়া তাহাকে তাহার নিজের ' জীবন , অপেক্ষ এক মহত্তর ও অধিকতর শক্তিশালী জীবনের মধ্যে নিমুজ্জিত করিয়া দিত।