পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృ98 ঐ ছোট তরফের মেজবাবু উ আমাদের দাদাবাবুদেরই বয়সী ; এর মধ্যে তিন তিনটে বিয়ে করেছে। তার ওপর আবার রঘুনাথ দেওয়ানের বিধবা ভাজ কালীতারাকে ও ত বাড়ীতে এনে রেখেছে । . ষ্ট্র মা শুনছি কি না যে তাকেও না কি বিয়ে করবে ! ওম বিধবার আবার না কি বিয়ে হয় ! বড়লোকে ইচ্ছে করলে কি না কবতে পাবে ! একেই ত বলে জমিদাবী চাল! আর আমাদের দাদীবাবুব, কথা নেই বার্তা নেই কারুর সঙ্গে, রাতদিন, মুখে বইয়ে লেগে রয়েছে। রাত্তির দিন যদি কাগজই ঘাটলে उभूइबी গোমস্তায় আর জমিদাবে তফাংট। রইল কোথায়? হবার ম৷ বলিল—আমাদেব দাদাবাবুর চাল ত দাদাঠাকুব হতেই বেগড়াল ; সে উঠতে বললে ೪ರೆ, বসতে বললে বসে ! আমি শুনেছি নিজের স্বফর্ণে, দাদীবাবুকে সলা দেওয়া হয়— ছেলে মেয়ের অপৃপ বয়সে বিয়ে দিতে নেই, বিধবার বিয়ে দিতে হয়, আমোদ আহলাদ করা খারাপ !........ শুনেছ একবার কথা। রাজার বেটাকেফকিরীর পরামর্শ!..ম, তুমি দাদাবাবুকে দাদাঠাকুরের সঙ্গে আর ধেশী মিশতে দিয়ে না। রাণী বলিলেন–বিপিন ত মান শুনবে ন, ও যে নবকিশোরকে, একেবাবে ভাইয়ের মতন দেখে । জ্ঞানবুদ্ধি হলে আপনিই সামলে যাবে, বাঘের বাচ্চ বাঘই হবে। , বন্ধুবিচ্ছেদের চেষ্টায় অকৃতকাৰ্য্য হইয়া হাবার মা ক্ষুঃ মনে জিজ্ঞাসা করিল – ছা! রাণীমা, দাদাবাবুর কবে আসবে ? গিরিরাণী মাতৃগর্বে উৎফুল্প হইয় তা ভারতী s জ্যৈষ্ঠ, ১৩২১ বলিলেন—এইবার বিপিনের শেষ এগজামিন ; অঘ্রাণ মাসে এগজামিন দিয়ে বাড়ী আসবে। হাবার মা বলিল—ওমা ! তবে কি এবার পূজোর সময় দাবাবু বাড়ী আসবে না? • - - - - e. তবে দাদাঠাকুর এখন আসবে কেমন করে ? t গিন্নি বলিলেন—ন, নবকিশোর বিপিনের সঙ্গেই আসবে ; এখন আসবে না । , হালার মা বলিল—ন, আসবে। ভটচৰ্য্যি মশায় বলছিলেন । আমি তেল নিয়ে আসতে আসতে শুনে এ tম । গিন্নি উৎসুক হইয়া জিজ্ঞাসূ করিলেন— কি বলছিলেন ভটাচার্য্যি মশায় ? হাবাব মা বধিল-ছোট খুড়িমার বোনঝি এখানে আসবে কিনা ! ছোট খুড়িমা ভাবছিল যে কে তাকে নিয়ে আসবে, তাই ভটচাৰ্য্যি মশায় বল্লেন যে তাব আর ভাবনা কি, নবকিশোর নিয়ে আসবে iখন । গিরি বিস্মিত হইয়া বলিলেন—ছোট বেী এর বোনঝি ? সে এখানে আসবে বুঝি ? হাবার মা এতবড় একটা নুতন খবর গিরিকে প্রথমে শুনাইবার স্বযোগ পাই৷ আনন্দে ও গৌরবে স্ফীত হইয়। বলিল— $ম ! সবাই শুনেছে আর যার পর নাই তুমি কাণ্ড থানা শোননি বুঝি রাণীমা ? খুড়িমার 'বোন যে মারা গেছে ! বিধবা বোনঝি তাই এখানে আসবে বলে মাসিকে f5ಗಿ, দিয়েছে । এ খবর সবাইকে জানালে আর যার বাড়ীতে থাকবে তাকেই না জানিয়ে সব ঠিকঠাক করে ফেলা হল! ওম, খুড়িমার ত ভ্যালা অীকেল যা হোক |