পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬১ উপর কি-প্রভাব : প্রকটিত করিতে পারিয়াছি ?”

莽 療 赛 এই মাত্র আমি যে-শাস্তিবাদীর সহিত সাক্ষাৎ করিয়া আদিলাম, তিনি শান্তিকাদীদিগের মধ্যে সৰ্ব্বাপেক্ষা কম শান্ধি প্রবণ ! আর তিনি আপনার ছবি তুলাইতেই ব্যস্ত । তাহার পর যে শাস্তিবাদীর সহিত সাক্ষাৎ হইল, তাহার শান্তির বিভ্রম-মোহটা চুটিয়া । গিয়াছে। এখন, কেবল একজনের দর্শন বাকী রহিল—তিনি ইংরেজ,—Mr. Thomas Barclay, fsf olylfitrix Restfāচেম্বার-অফ কমাসের সভাপতি এবং “হৃদ্যতমূলক সন্ধি” স্থাপনের প্রকৃত উদ্যোগী । Bedford-হোটেলে তাহার সহিত সাক্ষাং হইল । তিনি সেখানে চা-পানের জন্ত আমাকে নিমন্ত্রণ করিয়াছিলেন। লোকটি বেঁটেথেটে, চটুপটে, চঞ্চল-প্রকৃতি, গ্যাটাগোটা, দাড়ীওয়াল, একটু খঞ্জ । একটা টেবিলের সম্মুখে উপবিষ্ট । র্তাহার সঙ্গে একজন মহিলাও সেইখানে বসিয়া আছেন । Barclay তাহার মন হইতে কোন আশা অন্তৰ্হিত হইতে দেন নাই, এবং ভবিষ্যতের উপর তাছার বিশ্বাসও অক্ষুণ্ণ ছিল। লোকটি খুব ব্যস্ত ও কাজের লোক। তিনি অকেজো গোড়াপত্তনের কথা লইয়া সময়ের অপৰ্যয় করেন তিনি চায়ের পেয়লtয় চচলিলেন, একটি মাখন-মাথা তোষ-রুটি গ্রহণ করিলেন এবং দোলন-টেকিতে বসিয়া আনন্দে দুলিতে লাগিলেন । তিনি বলিলেন ;-বিভিন্ন আকারের ভারতী ಕಿಸಕಿ, ११९४ শাসন-তন্ত্রের বাহিরে, গণতন্ত্রপ্রধান দেশসমূহের শিল্পী, বণিক ও শ্রমজীবিদিগকে লইয়া, এমন একটি শক্তিশালী দল গড়িয়া তুলিতে চাই যাহারা যুদ্ধের বিরুদ্ধে একটা আন্দোলন খাড়া করিয়া তুলিতে পারিবে । আমার দৃঢ় বিশ্বাস,দেশ রক্ষার্থ ধৰ্ম্মযুদ্ধ ছাড়া আর কোন যুদ্ধে প্রবৃত্ত হইবার পূৰ্ব্বে, সকল দেশেরই অধিকাংশ লোক সৰ্ব্বপ্রকার শান্তিময় উপায় অবলম্বন করিবার জন্য কৃতসংকল্প যুদ্ধবিগ্রহ গণতন্ত্রের অমুকূলে কখনই কিছু নিম্পত্তি করে নাই। যুদ্ধ কেবল সরকারী ঋণ বাড়াইয়াছে মাত্র, অর্থাৎ প্রত্যেকের দেয় রাজকর বাড়াইয়াছে । আমিই গfতুস্ত্র-মণ্ডলীকে এই মংলবটা দিয়াছি যে, তাগদিগের হাতেই তাহাদিগের অন্তজাতীয় ফলাফল নির্ভর করিতেছে । পররাষ্ট্রীয় রাষ্ট্রনীতিপরিচালন এখন আর বিকৃতস্নায়ু, নারীপ্রকৃতি, শুধু পাঁচ ঘটিকার চা-প্রভৃতির নিমন্ত্রণ আমুন্ত্রণে পটু সেই সব উচ্চ শ্রেণীর লোকের কাজ নহে । মধ্যে মধ্যে র্তাহার সেই সঙ্গিনী মহিলাটি একটু মাথা নাড়িয়া, অথবা একটা ইংরাজি শব্দ প্রয়োগ করিয়া তাহার কথায় সায় দিতেছিলেন। তাহার কথা আর ফুরায় না—অবিরাম গতিতে চলিয়াছে।–“আমি ব্যবসায়ী লোকদিগকে বিশ্বাস করি :– ইহার বেশ খাটি-কাজব শ্বের ভিতর দিয়া তাহীদের চরিত্র পরিশোধিত হয়— তা ছাড়া উহার বেশ কাজের, লোক । • এই জন্তই আমি ব্যবসুায়ী লোকদিগকে আহ্বান করিয়াছি। যেমন আমার মতে, তেমনি " তাছাদের মতেও যুদ্ধ-ঞ্জিনিযট