পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ψδο ο তাহাকে গৃহেই পড়াইবার ব্যবস্থা করা হইবে । চৌধুরী-বংশের মর্য্যাদা বড়, ন, ছেলের আবার বড় ! বিপিনের চতুর্দিকে নিষেধের প্রাচীর তুলিয়া তাহার দৃষ্টি একেবারে রোধ করিবার আয়োজনে তাহার অভিভাবকদের কিছুমাত্র শৈথিল্য ছিল না। বাহিরের খবর দিয়া মধ্যে মধ্যে যা গোল ঘটাইত নবকিশোর । এইজন্ত এই খাচার পার্থী ও বনের পার্থীর মধ্যে একটি বড় ঘনিষ্ঠ যোগ জন্মিয়াছিল । নিরেট নিষেধের প্রাচীরের ছোট ছোট ঘুলঘুলি দিয়া বিপিনের মনের উপর যেটুকু বাহিরের আলো আসিয়া পড়িতেছিল তাহারই সম্মুখে ঝুঁকিয়া পড়িয়া সে আপনার সমস্ত বুদ্ধিটিকে মেলিয়া ধরিতেছিল ; ইহাতে তাহার মন সচেতন হইয়া তাহার আশেপাশের তুচ্ছতম ঘটনাও ত্যাগ করিত না । তাহাতে তামসিক পরিবারের মধ্যে থাকিয়া সে এমন সব বিষয়ে জ্ঞান লাভ করিতে লাগিল যাহা তাহার বয়সে তাছার জানা উচিত ছিল না । অথচ তাহার শাস্ত প্রকৃতি ও নবকিশোরের স্বচ্ছ দৃপ্ত চরিত্র তাহাকে এজন্ত সঙ্কুচিত করিয়াই তুলিত । এইরূপ বিরুদ্ধ ভাবের মধ্যে বড়মানুষের আহ্বরে ছেলে বিপিন বৰ্দ্ধিত হইয়া বড়ই ভাৰপ্রবণ ও আবেগুময় হইয়াছিল। প্রতি পদে পরের খেয়াল-মত চলিতে চলিতে এবং কথায় কথায় রফ মানিত্ত্বে মানিতে তাহার মন পরের উপর এমন নির্ভরশীল হইয়া উঠিয়াছিল যে সে নিজের চেষ্টায় কোনো কাজই করিতে পারিত না ; কিন্তু কোনো গতিকে তাহার ইচ্ছাশক্তি छब्रउँौ 贛 একাকী বিদেশে পাঠাইতে 歌 আধাঢ়, ১৩২১ একবার উত্তেজিত হইয়া উঠিলে তাহাকে রোধ করা দুঃসাধ্য হইয় উঠে। নবকিশোর ছিল তাহার ইচ্ছাশক্তিকে উদ্বোধিত করিয়া দিবার পাও। বিপিন প্রাইভেটে এণ্টান্স পাশ করিতেই নবকিশোর বিপিনকে কলিকাতায় যাইয়া পড়িবার পরামর্শ দিতে লাগিল । বিপিনের পিতার অনেক আপত্তি ও তাহার মাতার অজস্র অশ্র অগ্রাহ করিয়া বিপিন গে। ধরিয়া রহিল সে কলিকাতায় পড়িতে যাইবেই। বিপিনের পিতা হরিবিহার হাঙ্ক ছিপছিপে ছোটখাটো গৌরবর্ণ লোকটি ; আপনার খেয়াল-মত নেশা ভাঙ করিয়া চোখ বুজিয়া ঝিমাইতেই ভাল বাসিতেন, কোনো ঝঞ্ঝাটে থাকিতে চাহিতেন না। জমিদারী দেখিত দেওয়ানজী, সংসার দেখিতেন গিরি, আর র্তাহীকে দেখিত র্তাহার খানসাম গোলোক, সুতরাং তিনি ছিলেন নিশ্চিন্ত নিঝঞ্জাট। সুতরাং বিপিনকে দু চার বার বারণ করিয়া শেষে “তোমাদের যা খুলী কর” বলিয়া তিনি একেবারে সরিয়া গেলেন। কিন্তু গিল্লির অশ্রু কিছুতেই , বারণ মানিতেছিল না। বিপিনের ম৷ যেদিন মারা যান সেদিন যে তিনি বিপিনকে তাহারই হাতে হাতে সঁপিয়া দিয়া গিয়াছিলেন। বিপিনকে কোলে পাইয়াই প্রথম তিনি ম হইয়াছিলেন ; আজ এই আঠার বৎসর যাহাকে কোল-ছাড়া করেন নাই অীজ তহিকে তাহার মন ভাঙিয়া পড়িতেছিল। বিপিনেরও মন অত্যন্ত ব্যাকুল হইতেছিল, কিন্তু বন্দীদশা হইতে