পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

८४५ द१, झुठौग्न ग९थji বেতনে নিযুক্ত থাকিত—একজন ইংরাজ ও একজন বাঙ্গালী ডাক্তার। গুরুতর রোগ না so S.

  • :
  • * 器岛 岑

জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর হইলে সাহেব ডাক্তারকে কখনও ডাকা হইত না। সাহেব ডাক্তারের উপর তখন সকলের অসীম বিশ্বাস ছিল । সৌভাগ্যক্রমে এখন সে বিশ্বাস অনেকটা চলিয়া গিয়াঁছে । বাঙ্গাণী বড় ডাক্তারের অধীনে একজন অল্প বেতনের হাতুড়ে ডাক্তারও থাকিতেন। তিনি বাড়ীতে অষ্টপ্রহর হাজির থাকিতেন এবং বড় ডাক্তারের যে সব ব্যবস্থা করিয়া যাইতেন, এই হাতুড়ে ডাক্তারটি সেই অনুসারে নিজের হাতে ঔষধপত্র দিতেন • এবং ঠিক ঠিক সময়ে সেবন করাইতেন । জ্যোতিবাবুদের আমলে পীতাম্বর নামে একজন বৃদ্ধ এই ছোট ডাক্তার ছিলেন । . জ্যোতিরিন্দ্রনাথেব জীবনস্মৃতি 》e ছেলেরা তাহাকে খুব ভালবাসিতু, তাহার নিকট সকলে গল্প শুনিতেন। র্ত্যহার বগলে, কাপড়ে মোড়া থোপকাটা একটা টিনের বাক্স থাকিত। সেই সব খোপে নানা রকম বঙেব মলম থাকিভ। ছেলেদের ফোড় পাচড়া হইলে এই সব মলম লাগান হইত। ছেলেদেব ভুলাইবার জন্তই বোধ হয় এইরূপ নানা রঙের মলম তিনি রাখিতেন। জ্যোতিবাবুদের সময়ে এ বাড়ীতে বাঙ্গালী ডাক্তার ছিলেন শ্ৰীযুক্ত দ্বারিকানাথ গুপ্ত এবং সাহেব ডাক্তার ছিলেন ঐযুক্ত বেলি । ডাক্ত বিদেব সম্বন্ধে জ্যোতিবাবুব স্মৃতি এইরূপ —“আমাদেব জর হইলে দ্বারিবাবু প্রথম দিন আসিয়াই দীর্ঘচ্ছন্দে বলিতেন :cs–otol assis Castor Oil– aề cētoin নাম শুনিলেই আমাদের আতঙ্ক উপস্থিত হইত। তার চিকিৎসায় একটা ধরা-বাধা নিয়ম ছিল ; ফলে এইরূপ চিকিৎসার নিয়মেষ্ট তিন দিন বড় জোর সাত দিনের মধ্যেই আমরা খাড়া হইয়া উঠিতাম । চিকিৎসার ঔষধ যেমন তিক্ত, পথ্যও তেমনি অরুচিকর ছিল। “জল সাবু” “চিনির মুড় কী” “এলাচ দান।” ইত্যাদি। তখন ব্রাহ্মণেৰ দোকানের খট্রখটে একরকম বিস্কুট চইত, কখন কখন সেই বিস্কুট। আর তৃষ্ণ পাইলে গরম জল । ৮ প্লারিকানাথ গুপ্তের জরের ঔষধই এখন “ডি, গুপ্তর মিক্‌শ্চার –চলিত কথায় ডি, গুপ্ত ঔষধ নামে বিখ্যাত । শুনিতে পাই বেলি সাহেবের ব্যবস্থাপত্র অনুসারেই দ্বারি বাবু নাকি জরের এই ঔষধ প্রস্তুত করিয়াছিলেন। “ডাক্তার বেলি অতি সদাশয় লোক ছিলেন । রাত্রে কেহ তাহাকে ডাকিতে গেলে,