পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Վ)ԳՅ তথায়, ; তপস্তা করিতেন,—সন্ন্যাসীদল তাহাদের চরণ দর্শন করিয়া চলিয়া গেল কিন্তু লাইকা গেল না,—সে একজন সন্ন্যাসীর চরণ ধরিয়া তাহার শিষ্যত্ব প্রার্থনা করিল —হাসিয়া তিনি সম্মত হইলেন। " তখন সে সেইখানেই থাকিল। সন্ন্যাসী প্রশ্ন করিলেন “তুমি কি চাও বৎস ?—” লাইক বলিল “দয়া করিয়! আপনি যাহ। শিক্ষা দিবেন তাহাই ! সন্ন্যাসী বলিলেন, “বিদ্যা ত তুমি অনেক আয়ত্ত করিয়াছ দেখিতেছি—আমার নিকট তুমি কি চাও তাহাই বল!” লাইকা অধোমুথে বলিল—“বেছ ? বিদ্যাও ভার প্রভু, আমি এমন কিছু চাই যাহাতে এই জগতের সমস্তই ভুলিতে পারি ?” সন্ন্যাণী হাসিলেন, বলিলেন “জগতে s: কোন ব্যথা পাইয়াছ বৎস ?—ভাল আমি তোমার পূর্ববৃত্তান্ত জানিতে চাই না,— কিন্তু আসক্তির জালায় যদি সংসার ত্যাগ করিয়া থাক—তবে সে মোহবন্ধন মুক্ত হওয়া কঠিন,—তবু চেষ্টা কর অবশুই সফল মনোরথ হইবে।” লাইকা থাকিল।-দুই বৎসরকাল সে সন্ন্যাসীর পরিচর্য্যা ও র্তাহার উপদেশ গ্রহণ করিল . কিন্তু "কোথায় শাস্তি ?—কোথায় সে অনাসক্ত অথচ সকলেরই দুঃখে সমান ব্যথাশীল নিৰ্ভীক প্রাণ ?—এ আত্মস্থথেচ্ছায় জর্জর—কাতর অশ্রুবিবর্ণ প্রাণ লইয়া সে কোথায় লুকাইবে ? এ পৰ্ব্বত গুহ্রাও যে তাহার পক্ষে সেই রাজপুরীর ভাই ভীষণ । এ মায়াবাদী সংসারত্যাগী অশ্রহীন সন্ন্যাসীর সঙ্গও যে লাইকার উপযোগী নয় । ভারতী শ্রাবণ, ১৩২১ যাহাদের নিকট প্রেম মায়া,-স্নেহ মায়া,— ভক্তি মায়া—কোমলতা দৌৰ্ব্বল্য,-মাধুরী , অর্থহীনতা, আর তাছার চিরপ্রিয় সঙ্গীতের নাম, স্নায়ু দুৰ্ব্বলকারী—অকারণ ভক্তিজনক প্ৰলাপ কাকুলি—; তাহারা কি করিয়া লাইকার হৃদয়প্রভু গুরুপদে অভিষিক্ত হইবেন ? লাইকা ভীত চিত্তে ভাবিল এ দুই বৎসর কাল সে কি করিয়া এ পাষাণের বিরাট ভার বক্ষে লইয়া বাচিল ?—কেমন করিয়া এতদিন এ “প্রেম বিমুখের সঙ্গ” সহ করিল ? —কি আরামের এ গিরিগুহা—ক’ত শুষ্ক এ জীবন যাত্ৰ ! তখন সে বিনীত ভাবে গুরুর নিকট আপনার কর্তব্যচুতির কথা জানাইল । বলিল, সে বালিকা পত্নীকে ত্যাগ করিয়া পলাইয়া আসিয়াছে, এতদিনে সে বুঝিয়াছে এই নারীর দীর্ঘনিশ্বাসই তাহার সকল বেদনার মূল,—তাহার অশ্রু মুছাইতে না পারিলে বোধ হয় সেই পরম দয়ালের নিকট সে ক্ষমা পাইবে না । সুতরাং সে ফিরিতে চায় ।” . সন্ন্যাসী আবার হাসিয়া নিঃশব্দে সন্মতি জানাইলেন। লাইকাও দ্বিরুক্তি না করিয়া চলিয়া গেল। গিরিসঙ্কটের नृथ उांशत्र অসহ হইয়াছিল-সে বক্রমুখে গোদোয়ানার পথ ধরিল । চারিদিকে জনকোলাহল,—কান্নাহাসি —কলহউৎসাহ-শোক ও মুখ —কি উত্তেজনা—কি সমপ্রাণতা ! এই হৃৎতন্ত্রীংস্পৰ্শী বিশ্ববীণা মুখরিত সংসার ছাড়িয়া লাষ্টক কোন মূৰ্ছিত জগতে বাস করিতে