পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৩৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮৭ বর্ষ; চতুর্থ সংখ্যা বা কতকগুলি শ্রমিক পিপীলিকার সহিত মিলিত হইয় তাহুদের সাহায্যে এক নুতন গৃহ নিৰ্ম্মাণ করিয়া নুতন সংসার পাতে, আবার সময় সময় নিজে একাকীই একটি গৃহের সংস্থান করিয়া লয়। কিন্তু একাকী ংসার পাতিয়া কোনও পিপ্পীলিকাকেই সফল মনোরথ হইতে দেখা যায় না । এমনও অবগু দেখা গিয়াছে যে পিপীলিকা রাণী বিবাহের পর নিজের পাখ নিজে ছেদন করিয়া নিজের পরিশ্রমে গৃহনিৰ্ম্মাণ করিয়া তাহাতে ডিম্ব প্রসব করিয়৷ সেগুলি তা দিয়া ফুটাইয়াছে। কিন্তু পরবর্তী (larva) অবস্থায় সেগুলির উপযুক্তরূপ যত্ন নিয়া তাহাদিগকে বাসাইয়া তোলা কখনই একটি পিপীলিকার কৰ্ম্ম নহে । এরূপ স্থলে শ্রমিক পিপীলিকাদের সাহায্য না লইলেই নয়। এক একটা পিপীলিকাপরিবার দীর্ঘ কাল ধরিয়া নিজ অস্তিত্ব বজtয় রাখিয়া १८क ।। ७३ डांशष्म९ मtश मृषा नूठन রাণীর আবগুক হয়। কিন্তু অন্ত পরিবারের কোনও নুতন রাণী আসিয়া যে সহজে তাহদের গৃহে আমল পাইবে তাহার জো নাই। লবক কখনও রাণীশূন্ত পরিবাবে নুতন “রাণী ভৰ্ত্তি করিতে গিয়া কৃতকাৰ্য্য হন নাই । মেককুক একবার একটি রাণীকে অন্ত নূতন পরিবারে ভৰ্ত্তি করিষ্ঠ দিতে পারিয়াছিলেন। তিনি "রাণী’টকে এরূপ ভাবে ঐ পরিবারে কিছুদিন আবদ্ধ রাখিয়া शिप्शन cय उांशरनग्न डिउग्न नृष्टि दिनिभग्न হইতে পারিত। তারপর ক্রমে তাহদের ইদয়ে ভালবাস জন্মে । বিশেষ ভাবে পরিচয় পিণীলিকা vరిఫే পায়রীতে জোড়া বাধিতে হইলে যাহ। করিয়া থাকি । কিংবা একদল হাসের ভিতর নুতন একটিকে আনিয়া ভৰ্ত্তি করিতে হইলে • যে উপায় অবলম্বন করি । নানা প্রকার কীট পোকা পিপীলিকার খাদ্য । এ সকল কীট পোকাকে , অধিকাংশ স্থলে ইহার নিজেরাই সংহার করিয়া থাকে । মৃত অবস্থায় পাইলে ত তাহদের বিশেষ সুবিধাই হয়। কীট পোকা ছাড়া মধু এবং ফল খাইতেও উহার বেশ ভালবাসে । আর এমন কোন মিষ্টদ্রব্য কিংবা প্রাণীদেহ নাই যাহার খোজ পাইলেই পিপীলিকার সারি আসিয়া উপস্থিত না হয় । এতদ্ব্যতীত পিপীলিকার দুগ্ধপানের স্লোভও বেশ প্রবল । পিপীলিকার দৈনিক জীবন বড় চমৎকার । সে সম্বন্ধে আমরা একজন বৈজ্ঞানিকের কথা নিম্নে উদ্ধত করিয়া দিলাম । সেদিন স্বৰ্য্য, উঠিবার অব্যবহিত পূৰ্ব্বেই কয়েকটী শ্রমিক পিপীলিকা বিবরের বাহিরে আসিয়া উপস্থিত হইয়াছে। ইহাদের মধ্যে একটী পিপীলিকার কার্য্য কলাপই আমরা বিশেষভাবে লক্ষ্য করিয়াঁছি এবং উহাকে আমরা উহার জাতীয় নাম অনুসারে ফরমিক (formica) বলিয়াই অভিহিত করিব। আজ ফরমিক বড়, ব্যস্ত। 'রোজই অবশু তাকে এইরূপ ব্যস্ত দেখা যায়। বাসগৃহের প্রয়োজনীয় সংবন্ধনের জন্ত রাস্তাঘাট স্ববঙ্গ ইত্যাদি তৈয়ার করিতে হইবে—খাদ্য ংগ্ৰহ করিয়া তাহ সঞ্চয় করিয়া রাথিতে • হইবে—শিশুদের তত্ত্ব লইতে হইবে, গাভী দোহাইতে হুইবে —এ ছাড়াও কত অসংখ্য ংগ ধায়। ঠিক আমরা নূতন পায়রাতে কাজ যে তাহার ও তাহার শত সহস্ৰ