পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ハ○ ৩৮শ বর্ষ ] ক্রোতের ফুল (v) so মালতী খুড়িমার ঘরে গিয়াই বলিল— মাসিম, আমায় একখানা কাপড় দাও ত । —এখন কাপড় কি করবি ? নাইবি • নে ? —নাইব ত। নাইবার ঘর কোনদিকে ? —এ কি তোর কলঙ্কেত যে ঘরের মধ্যে জলের কল আছে ? পুকুর ধরবার এ মতো ঘর ত হয় না । মালতী এ বাড়ীতে আসিয়া এতক্ষণে লুসিল। সে হাসি চাপিয়া বলিল-পুকুর নাইবা ধরল ; পুকুরজলের ঘড়া ধরবার मउन झुन्न उ आएझ् । இ —তোলাজলে নাইবি কি ? চ পুকুর দেখিয়ে দিয়ে আসি ? —না মাসিম, আমি চাকর-বাকরদের সামনে পুকুরে নাইতে পারব না। —পুকুরে নাইবি নে ত তোকে জল তুলে দেবে কে ? তোর মাসির চোদট 5tङ्झशैिौ खरक् नििन ? ভাদ্র, ১৩২১ [ ৫ম সংখ্যা —আমাকে পুকুর দেখিয়ে দেবে চল, আমি জল তুলে আনছি। খুড়িমা বিস্মিত হইয়া বলিলেন-তুই জল তুলবি কি বলিস্ ? —তুললামই বা । আমাদের যখন চাকরদাসী নেই, তখন নিজের কাজ নিজে করলামই বা ? খুড়িমা জোরে মাথা নাড়িয়া বলিলেন— না না, ওসব ছোটলোকপনা এখানে খাটবে না। এ জমীদারের বাড়ী, এখানকার আদবকায়দা মেনে তোকে চলতে হবে। এমনিই, ত•তোর জন্তে যতদূর, মাথা হেঁট হবার তা হয়েছে...•••••o মালতী হাসিয়া, গিল—এ ত ভারি চমৎকার জমিদারী আদবকায়দা দেখছি। পুরুষের সামনে নাইতে লজ্জা নেই, আবরুর জন্তে জল তুললেই মৰ্য্যাদা নষ্ট । মালতীর হাসি ও পণ্ডিতপন দেখিয়া খুড়িমার পিত্ত জলিয়া গেল। রুক্ষ স্বরে বলিলেন--এক দণ্ডেই তুই যে জালাতন করে’