পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জন্মাষ্টমী বিশ্বে আজি ওতঃপ্রোত তড়িতের সঘন স্পন্দন, বিদ্যুতের দৌত্য চলে মিলাইতে ছিন্নভিন্ন মেঘে ; অন্ধ-করা অন্ধকারে বন্ধ দৃষ্টি, যামিনী গহন, বন্দীর মন্দিরে হার ক্ষুব্ধ ঝঞ্চা আছাড়িছে বেগে । লুপ্ত যত গতিপথ ভর বরষার অশ্রধারে, জাগে উপবাসী চিত্ত বিশ্বাসের বিত্ত বুকে করি’,-- গতিহীন মুক্তিহীন প্রব্যথিত শৃঙ্খলের ভারে,— আনন্দের নাহি লেগু, জাগি তৰু যাপিছে শঙ্করী। এলে কি এলে কি ওগো গুপ্তচারী শিশু যাদুকর ? মধুদৈত্য অধিকারে মোহ-ঘেৰু মধুরা নগরে ? প্রাচীরের হের ফের,—লোহার ক্যাট ভয়ঙ্কর,— তা সবে ভেঙে কি এলে আপথের মাঝে পথ ক’রে ? 参 এলে কি আনন্দরূপ । পুলকিয়া সুপ্ত নীপবন ফণীফণ-ছত্রশিরে শাস্ত শিশু আনন্দে-নির্ভয় । রাখালেরে কোল দিতে আচারীর নাশিতে পারণ এস তুমি দর্পহারী ! এস প্রেমী ! এস সৰ্ব্বজয় ! এস আলো-কর কালে ! এস ফিরে কালিনীর কুলে, বাজাও मूहर्गौ তব,—যমুনা উজান যাহে বয়,— এস রাস-নৃত্যে ফিরে দোলে ফুলে ঝুলনায় ঝুলে , এস তুমি হে কিশোর। রিক্ত শাখে এস কিশলয় । এস ইঙ্গ-মৰ্য-হাতী। ন বেদ কর উচ্চারণ ! নিয়ম-দারুণ দেশে হোক ফিরে তারুণ্যেয় জয় ; ভয়-পাণ্ডু পাওবের এস বন্ধু! এস জনাৰ্দ্দন । এস পাঞ্চজগুধারী কংসের বংশের চিরভয় ।