পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ԵԵ উপাধিতে ভূষিত করেন। ইনি পরে কিছুদিন ভারতের প্রধান সেনাপতি ছিলেন। ইহার মৃত্যুতে বিলাতের ছোট বড় সকলেই গভীর শোক প্রকাশ করেছিলেন । সেল্টপল ভারতী । ভাঞ্জ, ১৩২১ গির্জায় ইহাকে রাজসম্মানে সমাধিস্থ করা হয়েছিল। কলকাতার এই মূৰ্ত্তিটর স্তায় তাহার আর একট প্রতিমূৰ্ত্তি লওন• সহরে ওয়াটারলু প্লেসে স্থাপিত আছে। স্থান-মাহাত্ম্য অধুনা শিক্ষিত জগতে স্থান-মাহাত্ম্য বলিয়া একটা জিনিষের অস্তিত্ব খুব কম লোকই স্বীকার করিবে। কিন্তু অনেক সময় স্থান বিশেষে এমন সব ঘটনা ঘটতে দেখা যায় যে পার্থিব বিজ্ঞান তাহার কোনো মীমাংসা করিয়া দিতে পারে না, অথচ তাহা অবিশ্বাস করিবারও জো নাই । এই স্থান-মাহাত্মা আমাদের চিরকালই লোকে বিশ্বাস করিয়া আসিয়াছে এবং এজষ্ঠ প্রতিবৎসর যাত্রীর সংখ্যাও কিছু কম হয় না। তারকেশ্বর এ সম্বন্ধে একটি বিশেষ উল্লেখ যোগ্য স্থান । অনেকেই হয়ত গুমিল্লা আশ্চৰ্য্য হইবেল যে ইংরেজদের ভিতরও এ বিশ্বাসের অভাব মাই। ইংলুণ্ডে বছদিন হইতে কোন কোন স্থানে,রোগ-শাস্তির জন্ত রুগ্ন-যাত্রীদ্রের সমাগম হইয়া থাকে। এই সকল স্থানের ভিতর সেইণ্ট উইনফ্রাইডের কুপ ( well of St, winefride»ʻ*érasi «r ** সম্বন্ধে লগুন ম্যাগাজিনে একটি প্রবন্ধ বাহির হইয়াছে, ভাহা হইতে পাঠকদিগকে ইহার কিছু বিবরণ সংকলন করিয়া দিতেছি। গত বারো শত বৎসর ধরিয়া এই কূপ • অনেক রোগীকে আরোগ্য করিয়া আসিতেছে ርቫርሣ. এবং এখনো করিতেছে। ইহার খ্যাতি পূর্বের চেয়ে এখন অনেক বাড়িয়াছে বই কমে নাই ; কারণ গত কয়েক বৎসর যাবৎ আরোগ্যের সংখ্যা আশ্চৰ্য্য রকম বৃদ্ধি পাইয়াছে। বিশিষ্ট ডাক্তারগণ ইহা দেখিতেছেন কিন্তু এই আশ্চৰ্য্য ব্যাপারের কোনো কারণ নির্দেশ করিতে পানিতে ছেন না । ইহ ওয়েলস প্রদেশের একটি পৰ্ব্বতোপরিস্থ হালি-ওয়েল সহরের পাদদেশে অবস্থিত। অধুনা এই কুপের উপর যে একটি বৃহৎ গির্জ দেখিতে পাওয়া যায় তাহ পঞ্চদশ খৃষ্টাম্বের শেষভাগে নিৰ্ম্মিত হইয়াছিল। একটি ঝরণা হইতে এই কুপে সৰ্ব্বদা জল আসিতেছে। ঠিক আমাদের চন্দ্রনাথের সীতfকুণ্ডের মতন। তবে সীতাকুণ্ডের মত সেখানে আগুন জলিয়া উঠে না । ইহার छण अठि प्रष् ७६१ औङकांtण७ ७श खबिन्ब्र! श्ांश्च न] । কুপের পাশেই অতি সুন্দর কারুকার্ধ্যনিৰ্ম্মিত সেণ্ট, উইনফ্রাইডের একটি নব

  • নিৰ্ম্মিত প্রতিমূৰ্ত্তি রক্ষিতৃ। পিউরিটানরা

युषन विट्झांशै। इब्र उषन ईशंद्र थॉफ्रैंौन মূৰ্ত্তিটি উছাদ৷ মই করিয়া ফেলিয়াছিল ।