পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৪৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, পঞ্চম সংখ্যা দৃপ্ত - সর্বদাই সেখানে দেখিতে পাওয়া ፵፪ ! এখন এই অত্যাশ্চৰ্য্য কুপের ইতিহাসটা এইরূপ — থষ্টীয় সপ্তম শতাব্দীতে বিয়োনো নামে একজন ধৰ্ম্মাত্মা সেখানে আসিয়া বাস করিতে লাগিলেন। তিনি থিউত নামে একজন দলাধিপতির অনুমতি লইয়া সেখানে একটি গির্জা প্রস্তুত করিলেন । এই থিউত্তের উইনফ্রাইড বলিয়া একটী কন্যা ছিল। তাছার জন্ম সপ্তম শতাব্দীর প্রথম ভাগে। থিউত র্তাহার কন্যার শিক্ষার ভার বিয়োনোর উপর অর্পণ করিলেন। ". একদিন রবিবারে উইনফ্রাইডের শরীর ভাল না থাকায় তাহার মাতাপিত সকলেই, উপাসনার জন্ত গির্জায় গেলেন, কিন্তু অসুস্থ বলিয়া তিনি একা বাড়ীতে রহিলেন । এমন সময় রাজ এলেনেয় পুত্র কারাদক আসিয়া সেই বাড়ীতে উপস্থিত হুটুল। পাপমতি কারাদক তাহাকে নানা প্রলোভল দেখাই তে লাগিল। কিন্তু উইনফ্রাইড কিছুতেই সন্মত না হওয়াতে কারাদক ভয়ানক চটিয়া গেল । ইহা দেখিয়া উইনফ্রাইড তাহার পিতার কাছে ছুটিয়া যাইবার জন্ত অগ্রসর হইলেন কিন্তু কারাদক তৎক্ষণাৎ তাহাকে ধরিয়া ফেলির তরবারি দ্বারা তাহার মস্তক দ্বিখণ্ডিত করিয়া ফেলিল। ১১৩৭ খৃষ্টাব্দে শ্রজবেরির এবট রবার্ট এই কুপের যে ইতিহাস লিথিয়া গিয়াছেন তাহার পাণ্ডুলিপি অক্সফোডের বডলিয়ান লাইব্রেরীতে রক্ষিত আছে। তাছাতে এইরূপ লেখা আছে যে উইনফ্রাইডের মস্তক যেখানে পড়িল সেই স্থানের মাটি ফুড়িয়া স্থান-মহাত্ম্য & g - 8సి' * একটি জলধারা বাহির হইল এবং তাহাই আজও পর্যন্ত বহিয়া যাইতেছে। তিনি আরো লিখিয়াছেন, “র্তাহার দেহ হইতে যে-রক্ত " ধারা বাহির হইল তাহ পৰ্ব্বত বাহিয়৷ নীচে পতিত্ব হইতে লাগিল ও পৰ্ব্বঙ্গের সেই সকল পাথর লালে-লাল হইয়া উঠিল । সেই সকল রক্তবর্ণ পাথর দেখিয়া মনে হয় যেন ঠিকই রক্ত মাখা। পাথরগুলি, হইতে লাল দাগ কিছুতেই উঠানো যায় না। ঐ সকল পাথরে যে-সকল শৈবাল জন্মে তাহাতে ধুপ ধুনার গন্ধ পাওয়া যায়।” • এই সকল পাথর আজে বর্তমান স্বাছে। অনেক সময় লালদাগ গুলি, ঠিক রক্তের দাগ বলিয়া মনে হয় । ক্লিন্তু এখন আবিষ্কার হইয়াছে উহা একপ্রকুর ক্ষুদ্র ক্ষুদ্র শৈবাল হইতে স্বঃ। নর্থ-ওয়েলসে এই রকম শৈবাল মাঝে মাঝে অনেক দেখা যায়। কিম্বদন্তী এই যে বিয়োনোর আকুল প্রার্থনায় উইনফ্রাইড আবার জীবন লাভ করিয়া ৯৬৬০ খৃষ্টাব্দে কুমারী অবস্থায় ইহলীলা সম্বরণ করেন। শ্রুজবেরিতে তাহাকে গোর দেওয়া হয়। কিন্তু অষ্টম হেন্‌রি যখন ইংলণ্ডের ধৰ্ম্মকে. পোপের কর্তৃত্ব হইতে বিচ্ছিন্ন করলেন তখন তিনি ছোট, বড় অনেক মঠ ধ্বংস করিতে আদেশ দিয়াছিলেন। সেই সময় তাহার দেহু তাহার গোরস্থান হইতে তুলিয়া ফেলিয়া দেওয়া হয়। অধুন তাহার শুধু একটি অঙ্গুলি মাত্র এই কুপ-মঠে রক্ষিত আছে বলিয়া কল্পিত । সেখানে তাহার শবাধারের একটি কাষ্ঠখণ্ডও झझिल्ल|tछ् । বহু প্রাচীন কাল হইতে সেন্ট উইন-'