পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৮শ বর্ষ, যষ্ঠ সংখ্যা লিথিয় লোকের দেশানুরাগ উদীপিত করিয়াছিলেন ; তাহার পর ৬/রাজনারায়ণ বস্থ হিন্দুমেলার কল্পনা করিয়া শু vনবগোগাল মিত্র তাহ অনুষ্ঠানে পরিণত করিয়া এই স্বদেশী ভাবের প্রবাহে খুব একটা ঢেউ তুলিয়াছিলেন। বলিতে গেলে, পূৰ্ব্বে, *আদিব্রাহ্মসমাজই স্বদেশী ভাবের কেন্দ্র ছিল। যখন কেশব বাবু ও তাছার দলবল আদি ব্রাহ্মসমাজকে ত্যাগ করিলেন, তখন নবগোপাল বাবু আদি ব্রাহ্মসমাজের পতাকা গ্রহণ করিয়া, সংবাদপত্রাদিতে লিখিঞ্জু ও মৌখিক বক্তৃতা করিয়া আসিমাজের পক্ষ সমর্থন করিতে লাগিলেন। . স্বদেশী ভাব প্রচার করিবার জন্ত পিতৃদেবের অর্থসাহায্যে National paper aixo as Raifa . সাপ্তাহিক বাহির হইল। কতকগুলা “মড়া খেগে|” ঘোড়া লইয়া তিনিই প্রথম বাঙ্গলী সার্কসের স্বত্রপাত কুরেন। আজ CR Bose circus an Ffs = cqą stą Bei তাহারই পরিণতি । তিনি এত করিলেন, এখন তাহার কেহ নামও করে না । ইহ! বড়ই আক্ষেপের বিষয়। র্তাহার একটা স্মৃতিচিহ্ন থাকা খুবই আরগুক।” ” এই সময়ে ক্যাথর" (Cathrin), নামে একজন ফরাশী yহেমেন্দ্রনাথের নিকট কোনও একটি কায কৰ্ম্মের জন্ত আসিয়াছিল। হেমেন্ত্রবাবু তাহাকে ত্রিশটাকা বেতনে পাচক নিযুক্ত করিলেন । সে পাক ও করিবে શાક পড়াইবে । একবার হেমেন্দ্রনাথ সপরিবারে বোলপুর গিয়াছিলেন। জ্যোতিরিন্দ্রনাথও তাছাদের সঙ্গে ছিলেন । “efeel ( no a Mrs. Asutosh জ্যোতিরিন্দ্রনাথেৰ জীবনস্মৃতি 'একরূপ যন্ত্র প্রস্তুত করিল। QტWბ Chaudhuri ) তখন দুই বৎসরের শিশু । ক্যাথরাকেও সঙ্গে লওয়া হইয়াছিল । বাঙ্গলা মতে আমাদের ব্রাহ্মণ যাহা রাধিত— ক্যাথরাও তাঁহাই খাইত। তাহতে সে কিছুমাত্র অসন্তুষ্ট ছিল না—তবে ভাতের পরিমাণটা তার অনেক বেশী ছিল । সে আমাদের সঙ্গে ফরাশীতেই কথা বলিত, ফরাশীতেই গল্প করিত্ব । তাহার কারণ সে ফরাশী ভিন্ন আর কোন ভাষাই জানিত না। আমাদের বিলাতী থান খাইবার ইচ্ছা হইলে সেই রাধিত ।” সে অল্প খরচে নানাবিধ ডিস প্রস্তুত করিতে পারিত । সে আবার অবসরমত প্রতিভাকে দোলও দিত। তাহার জন্ত গাছে সে একটা দোলন টাঙ্গাইয়াছিল। 'দোল দিতে দিতে সে “হাপ্লা—হাপলা—” করিয়া সোল্লাসে চীৎকার করিত । সে আবার সেজদাদাকে জিম্‌ষ্ঠাষ্টিকৃও শিখাইত। ক্যাথর বোলপুরে থাকিতে থাকিতে সেখানকার খোয়াড় হইতে কতকগুলি ফটিক-পাথর জম করিয়াছিল। তারপর এক একটা কাঠি বেশ পরিষ্কার করিয়া তাহাতে ঐ সব পাথরগুলি 'স্কলার মত করিয় . বলাইয়া কলিকাতার King Hamilton, corifiai sista প্রত্যেকটা বোল টাকা হিসাবে কিনি। লইল। এই সব পাথর আমরা কতবার দেখিয়াছি, কিন্তু তাহার দ্বারা যে কোনও কার্য হইতে পারে, এ অামাদের মাথায় কখনও আসে নাই। কিন্তু সে একজন সামান্ত অল্পশিক্ষিষ্ঠ ইয়ুরোপীয়,—পাথরগুলিকে কেমৰ কাযে লাগাইল! শুধু কাষে