পাতা:ভারতী বৈশাখ-আশ্বিন ১৩২১.djvu/৫৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ 8२ উপকার প্রাপ্ত হইবার সুযোগ ছাড়ে 키 || পিপীলিকাদের এই গাভী রক্ষণাবেক্ষণের বিষয় দুইজন বিখ্যাত বিশেষজ্ঞের পরীক্ষিত দুইট বৃত্তান্তের এস্থানে ভাবানুবাদ ক্ষরিয়া দিতেছি। - gi .. স্তার জন লবক (२) दtणन, “श्रामांब ংগৃহীত পিপীলিকুগাভীর ডিমগুলি যখন ফুটিল তখন ভাবিলাম ইহার Lasius flavus জাতীয় পিপীলিকা। দেখিলাম ছোট থাকিতেই ইহাঁর গৃহের বাহিরে আসিবার জন্ত ব্যস্ত হইয়াছে। “মধ্যে মধ্যে সাধারণ পিপীলিকারাও এগুলিকে বাহিরে নিয়া, আসিত। আমি ইহাদিগকে ঘাসের মূল থাইতে দিলাম কিন্তু তাহা বৃথা হইল। কয়েক দিন প েই সেগুলি মৃত্যুমুখে পতিত হইল। আমি পুনরায় ডিম্ব ংগ্ৰহ করিলাম, পুনরায় সেগুলি ফুটিল। কিন্তু এবারও আৰু সম্পূর্ণ কৃতকাৰ্য হইতে পারিলাম না। তবে এবার পূর্বকার অপেক্ষা .অনেকটা কল লাভ করিয়াছিলাম। ১৮৮ খ্ৰীষ্টাব্দে মার্চের প্রথম ভাগে ডিমগুলি ফুটিতে আরম্ভ করে "শাম্বার প্রস্তুত L, Flavus জাতীয় পিপীলিকাগৃহের নিকট একটা কাচের বাক্সে কতকগুলি নানাজাতীয় সঙ্গীৰ উদ্ভিদ বুঙ্কিত হইছিল। এই সকল উদ্ভিদ সাধারণত্ত পিপীলিকা বিবরের আশে পাশে দৃষ্ট হইয়া থাকে। পিপীলিকার কতক গুলি শিশু গাভীকে এই উদ্ভিদগুলির নিকট (*) Ants Bees & Wasps. (*) Geistesleben dér Thiare - छ[ब्रडी श्रांशिन, २०२४ আনয়ন করিল। কিছুকাল পরেই একটি ডেইজি (daisy) গাছের পাতার উপর কতকগুলি পিপীলিকাগাভী দেখিতে পাইলাম। পিপীলিকার সেই উদ্ভিদের চারিদিক ঘিরিয়া মাটীর প্রাচীর প্রস্তুত, করিয়া সেগুলিকে স্বরক্ষিত করিল। এইরূপে গ্রীষ্মকাল অতীত হইল । ৯ই অক্টোবর তারিখে দেখিতে পাইলাম গাভীগুলি অনেক ডিম্ব প্রসব করিয়াছে। ডেইজি গাছটি লক্ষ্য করিয়া দেখিলাম তাহীতে অনেক নুতন গাভী রহিয়াছে । একই প্রকার ডিম্বও অনেকৃষ্ণুলি সেখানে দেখিতে পাইলাম।” পিপীলিকার যখন নিজ গৃহে গাভী প্রতিপালন করে তখন সেগুলি যে সেখানে ডিম্ব প্রসব করিবে তাহাও নিশ্চিত । কিন্তু দেখা যাইতেছে এই গাভীজাতীয় প্রাণীর ঠিক্‌ পিপীলিকা গৃহে বাস করে না ; পিপীলিকা-গৃহেরু সন্নিকটে ইহাদের খাছ-উদ্ভিদের মূলে ইহাদের স্থান নির্দিষ্ট হয়। এই স্থানেই ইহারা ডিম্ব প্রসব করে এবং এই ডিম্ব গুলিকে পিপীলিকার নিজ গৃহে লইয়া গিয়া লেখানে যত্নসহকারে সেগুলিকে উদ্ভিদের মূলে রাথিয় मिर्ज़ यांब्र' • . বুকনীর (৩) বলিতেছেন : “আমার বাগ নে রোপিত দুইটি ash বৃক্ষের চারার মধ্যে একটি পাঁচ ছয় বৎসরের ভিতর পূর্ণায়তন লাভ করিল ; কিন্তু অন্তটি প্রতি বৎসর মুকুলিত হইবার সময়ে লক্ষ লক্ষ পিপীলিকা-গাভী কর্তৃক আজাতি


۔ت۔