পাতা:ভারতী ১২৮৪.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ভারত আ :২৪) | সুধীরে নিশার আঁধার ভেদিয়া ফুটিল প্রভাত-তারা । হেথা হোথী হতে পার্থীরা গাছিল ঢালিয়। সুধার ধারা । মৃদুল প্রভাত-সমীর পরষে কমল নয়ন খুলিল হরষে, হিমালয় শিরে অমল আভায় শোভিল ধবল তুষার জট । খুলি গেল ধীরে পূরব দ্বার বরিল কনক কিরণ ধার শিখরে শিখরে জ্বলিয়া উঠিল, রবির বিমল কিরণ ছটা । গিরি-গ্রাম আজি কিসের তরে, উঠেছে নাচিয়া হরষ ভরে, অচল গিরিও হয়েছে যেমন : অধীর পাগল পার । তটিনী চলেছে নচিয়া ছুটিয়া, কলরব উঠে আকাশে ফুটিয়া ঝল্প ঝর ঝর করিয়া ধনি ঝরিছে নিঝর ধারা । তুলিয়া কুসুম গাথিয়া মালা, চলিয়াছে গিরি-বাসিনী-বালা, অধর ভরিয়া মুখের হাসিতে "মাতিয়া মুখের গানে । জিতের সহিত সাক্ষাৎ ব্যতীতও আরেী | খ্যানের কোন সম্পর্ক নাই, অথচ মধ্য কিছু প্রধান ঘটনা ঘটবে। ইন্দ্রজিংবধ হইতে একটা বিষম গণ্ডগোল বাধিয়া গেল । নামক ঘটনার সহিত উপরি-উক্ত উপা --سبِینِیْبَتِr<pxتِبّتیس سب আগমন । W52ー মুখে একটি ও নাহিক বাণী শবদ-চকিত মেনকা রাণী তৃষিত নয়নে আকুল হৃদয়ে, চাহিয়া পথের পানে । আজ মেনকার আদরিণী উমা : আসিবে বরষ পরে । . তাষ্টতে আজিকে ছরষের ধনি উঠিয়াছে ঘরে ঘরে । অধীর হৃদয়ে রাণী আসে যায়, কতুবা প্রাসাদ শিখরে দাঁড়ায়, কন্তু বসে ওঠে, বাহিরেতে ছোটে এখনো উমা মা এলোনা কেন ? হাসি হাসি মুখে পুরবাসী গণে অধীরে অসিয়া ভূধর ভবনে, কই উমা কই বলে উমা কই, তিলেক বেয়াজ সহেন যেন । , বরষের পরে আসিবেল উম রাণীর নয়ন তারা । ছেলেবেলাকার সহচরী যত হরষে পাগল পারা । , ভাবিছে সকলে আজিকে উমায় দেখিব নয়ন ভোরে। আজিকে আবার সাজায তাহয়