পাতা:ভারতী ১২৮৪.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* | ভারতী আ ১২৮৪) কুমীরপাল । 'ు কোমল শরীরে বাকল পরিয়া, এলায়ে নিবিড়"কেশ, ' লভিবারে পতি মনের মতন কত ন সহিলে ক্লেশ ! ,灣 ছেলেবেলাকার সর্থীদের সব | এখনোত মনে আছে, ভয় হয় বড় পতির সোহাগে ভুল তাদের পাছে !" কত কি কহিয়া হুরষে-বিষাদে চলিল অtলয় মুখে, কাদিয়া বালিকা পড়িল ঝাপায়ে আকুল মায়ের বুকে । হাসিয়া কাদিয়া কহিল রাণী, চুমিয়া উমর অধর খানি, “আীয় মা জননি তায় মা কোলে, আজ বরষের পরে । কুমারপাল হিন্দুধৰ্ম্ম পরিত্যাগ করত - | জৈন ধৰ্ম্মে দীক্ষিত হইয়া জৈম সম্প্রদায়ের সমূহ উন্নতি সাধন করিয়াছিলেন । জৈন ইতিৱত্ত সমূহ কুমারপাল ও হেমসুরির { গুণমুবাদে পরিপূর্ণ রহিয়াছে। এই প্রস্তাব পাঠে পাঠকবর্গ দেখিতে পাইবেন যে, জৈনগণ অতি স্কনিয়মে প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনী লিপিবদ্ধ করিতেন। আমরা বিবিধ দুষ্প্রাপ্য জৈন ঐতিহাসিক গ্রন্থ বহু পরি শ্রমে সঙ্কলনে প্ৰৱৰ্ত্ত হইয়াছি এবংজমে ক্রমে তাহা পুরাতত্ত্বপ্রিয় পাঠক মহোদয়গণকে । উপহার প্রদান করিব । জৈন মাহাত্মা-প্র 's اسسسسسستعجم) ستص كمستعمجتتسسسسسسسسه. কুমারপাল। দুখিনী মাতার নয়নের জল তুই যদি মাগো না মুছবি বল তবে উমা আর, কে আছে আমার এ শূন্য অর্ণধার ঘরে ? সারাটি বরষ যে দুখে গিয়াছে কি হবে শুনে সে ব্যথf, বল্‌ দেখি উমা পতির ঘরের সকল কুশল কথা ।” এত বলি রাণী হরষে অাদরে উমারে কোলেতে লয়ে, হরষের ধারা বয়ষি নয়নে পশিল গিরি অtলয়ে । " আজিকে গিরির প্রাসাদে কুটারে উঠিল হরষ-ধনি, - কত দিন পরে মেনকী মহিষী পেয়েছে নয়ন-মণি ! কাশক গ্রন্থনিচয় ভবিষ্যৎ বাক্য ও পুরাণের ন্যায় অলৌকিক বিবরণে পরিপূর্ণ, এজন্য তাহার মত এ সকল প্রস্তাবে গ্রহণ করিব নী । আমরা কেবল জৈন ঐতিহাসিক প্রবন্ধের সারাংশ আলোচনায় প্রৱন্ত হুইলাম। ] সোমসুন্দর সুরির শিষ্য জিনমগুলেপা- { ধ্যায় কুমারপাল-প্রবন্ধ রচনা করেন । ইহার সংক্ষেপ বিবরণস্থলে গ্রন্থকার লিখি য়াছেন - ( ' .' : °ਾਲ਼ শেলুঙ্কাৰশৈঙ্কমেক্তিকস্য মহোঁজমঃ। শ্ৰীহেমচন্দ্র স্বরাজপদ । পদ্মোপসেবিনঃ “... ... ( )

.*.* *