পাতা:ভারতী ১২৮৪.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

==ा"ज्ञ===रूक==== ভারতী আ s२४8) ജ്ഞ بیبی জ্ঞান, নীতি ও ইংরাজী সভ্যতা । _ ృ\9ల জন্য তিনিও প্রথমে আল্লাউদ্দীন প্রভূতি { অত্যাচারী মুসলমানের ম্যায় ধৰ্ম্মান্ধ হইয়া হিন্দুদিগের মন্দির সকলচুর্ণ করিয়া সেই সেই স্থানে মসজিদ স্থাপনে সচেষ্ট হইয়াছিলেন। কিন্তু বুদ্ধিমান আকুবর আপনার এই ভ্রম শীঘ্রই বুঝিতে পারলেন। তিনি দেখিলেন যে, স্পষ্টতঃ এরূপ হিন্দুদিগের ধৰ্ম্মের উপর অত্যাচার করিলে স্বীয় রাজত্ব রক্ষণ করা কঠিন হইয়া উঠিবে। এই জন্য তিনি প্রকাশ্যে ধৰ্ম্মসম্বন্ধে অপক্ষপাতিত দেখাইয়। ভিতরে ভিতরে হিন্দুধৰ্ম্মের বন্ধন শিথিল করিবার চেষ্টায় প্রবৃত্ত হইলেন । } তিনি নানা প্রলোভন দেখাইয়া স্বীয় পরিবার| भन्दा রাজপুত-মহিলাগণের সহিত বিবাহপ্রথা' প্রবর্তিত করিতে লাগিলেন। destuction, and with every just claim; and like these, he constructed a Mumba for the Koran from the altars of Eklinga.” Tod's Rajasthan Vo I–P. 324. + Oodoy-‘le gros was the first of his race who gave a daughter in marriage to a Tatar. The bribe for which he bartered his honour was splendid; for four provinces yeilding 200,000 LS of anumal revenue, were given in exchange for Jod Bae at once doubling the fisc of Marwar. With examples as Amber and Marwar, and with less power to resist the tamptation, the minor chiefs of Rajasthan with a brave and numerous vassalage, were transformed into Satraps of Deli, Do-P. 335. __ை. سلسنذ চতুর আকবর এই এক রাজনীতির বলে রাজপুতদিগের রাজ্যসম্বন্ধীয় স্বাধীনতা ও ধৰ্ম্মের উপর অলক্ষিত ভাবে এবং বিনা আড়ম্বরে জয় লাভ করিলেন। কাহারও স্বাধীনতা হরণ করা যদি বিষম অনিষ্টজনক কাৰ্য্যমধ্যে গণনীয় হয়, তাহা হইলে আকৃবর শা রাজপুত জনসমাজের যে বিষম অনিষ্ট সাধন করিয়াছিলেন তাহাতে আর সন্দেহ নাই। তাহার পূর্বে কোন মুসলমান সম্রাট বাহুবলে রাজপুতদিগকে সম্পূর্ণরূপে পরাস্ত করিতে পারেন নাই আকবর শ৷ বুদ্ধিবলেই তাহাদিগের স্বাধীনতা হরণ করিতে সমর্থ হইয়াছিলেন। র্তাহার বুদ্ধিবল না থাকিলে তিনি এই অনিষ্ট সাধনে কখনই কৃতকাৰ্য্য হইতে পারিতেন না । সেকন্দর শা—নেপোলিয়ন প্রভৃতি রাজদস্যগণ র্যাহারা মানব-মণ্ডলীর স্বাধীনতা অপহরণ করিয়াছিলেন, বাহুবলের সহিত র্তাহাদিগের বুদ্ধি-বল না থাকিলে কখনই কৃতকাৰ্য্য হইতে পারিতেন না । ng বকল সাহেব বলেন জ্ঞানের উন্নতিতেই পৃথিবীর মঙ্গল সাধিত হয়, তাহাতে নীতির প্রায় কোন হস্ত নাই । তাহার দৃষ্টান্ত-স্বরূপ তিনি এই কথা বলেন যে,ইউরোপে যে এত যুদ্ধ-বিগ্ৰহ কমিয়াছে তাহার কারণ বারুদের আবিষ্কার,আড্যানন্মিথ কর্তৃক বার্তা-শাস্ত্রের মত-পরিবর্তন এবং বাষ্পীয় শকট ও অর্ণব

“Akber was the real founder of the empire of the Moguls, the first successful, conqueror of Rajpoot independence.”—Do-P. 324.

T