পাতা:ভারতী ১২৮৪.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতীকী ১২৮৪) | حساسیت করুণ । ›ፃፃ . অমুকুল, কারণ নীরবে সকল প্রকারের গল্প শুনিয়া যাইতে ও বিশ্বাস করিতে পল্লীতে I পণ্ডিত মহাশয়ের মত আর কেহই ছিল না । এই গুণে বশীভূত হইয়া নিধি মাসের f মধ্যে প্রায় দুই শত বার করিয়া তাহার এক বিবাহের গল্প শুনাইতেন। গল্পের ডাল পাল৷ ছাটিয়া চুটিয়া দিলে সার মৰ্ম্ম এইরূপ দী ড়ায়-নিধিরাম ভট্ট বর্ণ পরিচয় পৰ্য্যস্ত শিখি য়াই লেখা পড়ায় দাড়ি দিয়াছিলেন, কিন্তু চালাকির জোরে বিদ্যার অভাব পূরণ করিতেন। নিধির বিবাহ করিবার ইচ্ছা হইয়াছে ; কিন্তু এমন শ্বশুর পৃথিবীতে নাই, যে নিধির ; মত গোমুখকে জানিয়া শুনিয়া কন্যা সম্প্রদান করে। অনেক কৌশলে ও পরিশ্রমে ੱੇ স্থির হইল। আজ জামাতাকে পরীক্ষা করিতে আসিয়াছে। অদ্বিতীয় চতুর নিধি দদীর সহিত পরামর্শ করিয়া একটি পান্ধী আনাইল এবং চাপকান ও শামল পরিয়া গুটি কতক কাগজের তাড়া হাতে করিয়া কন্তা-কর্তাদিগের সম্মুখেই পান্ধীতে চড়ি: লেন। দাদা কহিলেন “ও নিধি, আজ যে তোমাকে দেখতে এয়েচেন ।” নিধি কহিলেন “না দাদা, আজ সাহেব সকাল সকাল আসবে, ঢের কাজ ঢের লেখা পড়া আছে, আজ আর হোচ্চে না ।” কস্তা-কর্তারা জানিয়া গেল যে, নিধি কাজ কৰ্ম্ম করে, লেখা পড়াও জানে। তাহার পর দিনেই বিবাহ হইয়া গেল। নিধি ইহার মধ্যে একটি কথা চাপিয়া যায়, আমরা সেটি সন্ধান পাইয়াছি; পাড়ার একটা এন্টেন্স ক্লাসের ছাত্র তী হকে লিগ দিছিল যে, যদি তোমাকে জিজ্ঞাসা করে কোন কলেজে পড়, তবে বলিও বিষঙ্গ কলেজে।” দৈবক্রমে বিবাহসভায় ঐ প্রশ্ন করায় নিধি গম্ভীরভাবে উত্তর দিয়াছিল বিষাক্ত কলেজে ! ভাগ্যে কন্তা-কৰ্ত্তারা নিধির মূর্খতাকে রসিকতা মনে করে তাই সে যাত্রায় সে মানে মানে রক্ষা পায় { নিধি আসিয়াই মহা গোলযোগ বাধাইয়া দিলেন। ওরে ও-ওরে তা—এ ঘরে একবার, ও ঘরে একবার, এটা ওন্টাইয়া, ওটা পাণ্টাইয়া, দুই একটা বাসন ভাঙ্গিয়া, দুই একটা পুথি ছিড়িয়া, পাড়া শুদ্ধ তোল পাড় করিয়া তুলিলেন। কোন কাজই করিতেছেন না অথচ মহা গোল, মহা বাস্ত ;ੱਚੋਂ জুতা চট্‌ চট্ট করিয়া এবর ওঘর, এবাড়ি ওবাড়ি, এপাড়া ওপাড়া করিতেছেন, কোন খানেই দাড়াইতেছেন না,উৰ্দ্ধশ্বাসে ইহাকে দ্র একটি উহাকে দুই একটি কথা বলিয়া আবার সই স্ট্র করিয়া গুরু মহাশয়ের বাড়ি প্রবেশ করিতেছেন । ফলট। এই, সন্ধ্যার সময় গিয়া দেখিব, সাৰ্ব্বভৌম মহাশয়ের বাড়ি যে কে সেই, তবে পূৰ্ব্বে একদিনে যাহা পরিষ্কৃত হই ত, এখন এক সপ্তাহেও তাহা হইবে না। যাহা হউক, গৃহ পরিষ্কার | করিতে গিয়া একটি গুরুতর ব্যাপার ঘটা . ছিল, বঁটার অামাতে, লোক জনের কোলtহলে তিন ঘর বোলল তা বদ্রোহী হইয়া উঠিল। নিধিরামের নাক মুখ ফুলিয়া উঠিল, চটি জুতা ফেলিয়া, টিকি উড়াইয়া, | ক্টোচার কাপড়ে পা জড়াইতে জড়াইতে, চৌকাটে হুকুট খাইতে খাইতে, পণ্ডিত