পাতা:ভারতী ১২৮৪.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እbሥ9 -- স্বাস্থ্য । -- (ভারতী কা ১২৮৪ fস্বাধিয়া আদিলেন । আহার করিবার সময় দৈবক্রমে গলায় জল বাধিয়া গেল, আধঘণ্টা ধরিয়া কাশিতে কাশিতে নেত্র অশ্রু জলে ভরিয়া গেল । বাসর-ঘরে বলিয়া আছেন এমন সময়ে একটা অীরস্থল আসিয়া | তাহার গায়ে উড়িয়া বসিল । অমনি লাফইয়া বাপাইয়া, হাত পা ছড়াইয়া, মুখ বিকটাকার করিয়া তাহার শালীদের ঘাড়ের উপর গিয়া পড়িলেন। আবার দুইটি চারিটি কান মল খাইয়। ঠিক স্থানে আসিয়া বসিলেন। একটা কথা ভুলিয়া গিয়াছি, স্ত্রী-আচার করিবার সময় পণ্ডিত মহাশয় এমন উপযুঁপরি হাচিতে লাগিলেন, যে চারি দিকের মেয়ের বিব্রত হইয়া পড়িল । বাসর ঘরের বিপদ হইতে কি করিয়া উদ্ধার হইবেন এবিষয়ে পণ্ডিত মহাশয় অনেক ভাবিয়া ছিলেন, সহসা নিধিকে মনে পড়িয়াছিল, কিন্তু নিধির বাসর-ঘরে যাইবার কোন উপায় ছিল না । যাহা হউকৃ ভাল মানুষ বেচারী অতিশয় গোলে পড়িয়া ছিলেন। শুনিয়াছি দুটি একটি কি কথার উত্তর দিতে গ্লিয়া স্মৃতি ও বেদান্ত স্বত্রের ব্যাখ্যা করিয়া ছিলেন। এবং যখন তাহাকে গান করিতে অনুরোধ করে, অনেক পীড়াপীড়ির পর গাহিয়া ছিলেন “কোথায় তারিণী মাগো বিপদে তারহ সুতে।” এই তিনি মনের সঙ্গে । গাহিয়া ছিলেন তাহাতে আর সন্দেহ নাই। ভট্টাচাৰ্য্য মহাশয় রাগিণীর দিকে বড় একটা : নজর করেন নাই, যে স্বরে তিনি পুতি পড়িতেন, সেই স্বরেই গানটি গাহিয়া ছিলেন । যাহা হউক অনেক কষ্টে বিবাহ-রীত্রি অতি | বাহিত হইল । স্বাস্থ্য । অতঃপর যে সকল শারীরিক নিয়ম প্রতিপালিত হইলে জনসাধারণের স্বাস্থ্য রক্ষণ হুইতে পারে এই প্রস্তাবে যথাসাধ্য ঐ সকল নিয়ম প্রকাশ করিতে চেষ্টা পাইব । এতদুপলক্ষে উপদেশ বাক্য আমাদের সকলের তুষ্টিকর না হইলেও হইতে পারে। কিন্তু ঐ গুলি যে তাহাদের স্বাস্থ্য রক্ষার | বিশেষ উপযোগী হইবে তাহ বলা বাহুল্য। আমাদের জীবিত-কাল চারি ভাগে বিভক্ত। ১ম শৈশব, ২য় যৌবন, ৩য় প্রৌঢ়, পৰ্য্যন্ত শৈশব বা বাল্য কাল, তাহার পরই যৌবন কাল । ১৬ হইতে ৩৫ বৎসর পর্য্যস্ত ঐ কালের সীমা । ৩৫ বৎসর হইতে পঞ্চাশ পর্য্যন্ত প্রৌঢ়াবস্থা । তাহীর পর বাদ্ধক্য । স্ত্রীলোকের পুরুষ অপেক্ষ কিঞ্চিৎ অগ্ৰে ধেীবন-সীমায় উষ্ঠীর্ণ হইয়া থাকে। . পূৰ্ব্বোক্ত চারি প্রকার অবস্থানুসারে স্বাস্থ্যের পৃথক পৃথক নিয়ম আছে। সুতরাং আমরাও তদনুসারে উহার এক একটি অবস্থার নিয়ম পৃথক করিয়া বলিব। ইহাতে কোন কোন স্থানে পুনরুক্তিদোষ ঘটলেও ঘটতে ।