পাতা:ভারতী ১২৮৪.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী কা ১২৮৪) ን›b” | বিশেষতঃ কি করিয়া সৃহ করিতে হয়—বৃদ্ধ হইতেহর-অবশেষে দিতে হয় তাহ আমীদিগের জানা উচিত। কতকগুলি পদার্থ আছে যাহা স্বাস্থ্য জনক—এবং কতকগুলি জনি জনক। যাহ পরীক্ষা করিয়া জানি য়াছ তোমার ধাতে সহ হয়, তাহাই অল্প পরিমাণে আহার করিবে যাহা পরিপাক করা যায়.তদ্ভিন্ন আর কিছুই উপকারী নহে। l বলিতেছেন-লাফনৃটেনের একটা অতি | নিকৃষ্ট আখ্যায়িকারও নিকটে উহা ঘেঁসিতে | পারে না । এই সময়ে আমি বলিলাম লাফনৃটেনের রচনাবলীর যে একটি নুতন | সংস্করণ প্রকাশিত হইয়াছে, তাহাতে কতকগুলি নুতন আখ্যায়িকা যোজিত হইয়াছে। লাফণ্টেনের রচিত বলিয়া একটি আখ্যা য়িকা আমি উইদিগের নিকট আবৃত্তি | কোন ঔষধে পরিপাক হয় ?—ব্যায়াম। কিসে ক্ষয়-গ্রস্ত বলের ক্ষতি-পূরণ হয় ?— নিদ্রা। কিসে অচিকিৎস্য রোগের উপশম হয় ?—ধৈর্য্য । শ্রমশীলতা —“আমার যদি ১০০ টা শরীর থাকিত, আমি সকল গুলিকেই মৃত ব্যক্তির গ্রন্থ-সমালোচনা – সুপ্রসিদ্ধ ফরাসি-কবি কর্ণেই সম্বন্ধে ভণ্টেয়ার বলিয়াছিলেন—“তোষামোদে তাহার কি উপকার, সত্য কথা কহিলেই বা তাহার কি হানি হইতে পারে ? আমি তোষামোদ করিবার ভার গ্রহণ করিয়ছি, নাজনহিতকারী কাৰ্য্যে প্রবৃত্ত হইয়াছি ?-- কর্ণেই অপেক্ষা সত্য প্রার্থণীয়। মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধার অনুরোধে, জীবন্ত | উচিত নহে।” অন্ধ সমালোচনা—“আমি অধুনা , |শাহার করিতেছি। লামই হুদারের নব| ব্যক্তিদিগকে প্রতারণ করা আমাদিগের 鯊 ক্লাস্ত করিয়া ফেলিতাম।” তন প্রসিদ্ধ পণ্ডিতগণের সহিত একদিন প্রকাশিত আখ্যায়িক সম্বন্ধে সকলেই যৎ পরোনাস্তি নিদা করিতেছেন। তাহার করিলাম। আবৃত্তি করিবামাত্র সক- { লেই একেবারে মোহিত হইয়া গেলেন-- বলিতে লাগিলেন “ইহা লামটের রচনা- ৷ : | প্রণালী অপেক্ষ কত বিভিন্ন —কেমন | প্রাঞ্চল —কেমন পরিপাটা –লাফন্টেন যে ইহার লেখক, প্রত্যেক কথাতেই তাহার প্রমাণ পাওয়া যাইতেছে।” যখন এই সব কথা হইতেছিল আমি তখন মনে মনে । হাসিতেছিলাম। কেন না,–ঐ আখ্যায়িকাটি বাস্তবিক লামটের প্রণীত—লাফণ্টে নের নহে । - মিতব্যয়িতা –মিতবায়িত বদান্ততার আকর । স্বরুচি —ম্বন্ধটি সহজে উপার্জিত । হয় না । ইহার উপার্জনে প্রথমে কষ্ট বোধ হয়—মুখ বোধ হয় না। কতকগুলি খেলা ! আছে যাহাতে কতকটা ব্যুৎপত্তি নাঙ্কগ্নিলে, { আমোদ হয় না। ইহাও তজপ । প্যারি | নগরে এরূপ অনেক বিদেশীয়দিগের সহিত | আমার পরিচয় হইয়াছে যাহার র্যালীল ও ! দানসের রচণা-প্রণালীর বিভিন্ধুত্ব বুঝিতে | পারেন না। তাহার “জমিদ’ল ক্রয় ক | . | বিয়া নূতন উপন্যাসগুলি জয় করেন। আমি | Wo