পাতা:ভারতী ১২৮৪.djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4 }য়ানা বন্ধ করিতে বাধ্য হইলেন। বাদ্যের অভাবে বিবাহের উৎসব ভঙ্গ হইল ও আমার গৃহের স্ত্রীগণের হৃদয়ে কিরূপ আঘাত লাগিল তাহা বুঝিতেই পার। এক | মিনিটের জন্য এই বাদ্য র্তাহার মাডামের 1শ্রতিককশ বোধ হইবে এই আশঙ্কায় সাহেব আমার সমুদয় কুল-কামিনীকে বিষাদে মগ্ন করিতে কিঞ্চিস্থাত্র ও কুষ্ঠিত হইলেন না। এইরূপ স্বার্থপরতা দেখিয়৷ ইংরাজদের প্রতি আমাদের অশ্রদ্ধা হয়। তাহার! আমাদের রীতিনীতি এত অলপ জানেন ও সেই অনভিজ্ঞতা-নিবন্ধন সময়ে সময়ে এমত অদ্ভুত নিয়ম জারী করেন যে আমাদের রথ মনক্ষোভ জন্মানো ভিন্ন আর কিছুই তাহার উদ্দেশ্য বোধ হয় না। তাহার দৃষ্টান্ত দেখ—এক পাদুকা লইয়া মধ্যে মধ্যে কত গেলযোগ উপস্থিত হয়। তাহারা ভদ্র সমাজে গেলে টুপি খুলিয়া যান, আমরা মস্তক আৱত রাখি কিন্তু তাহারা মনে করেন যে বড়লোকের সঙ্গে সাক্ষাৎ করিতে গেলে অনারত পদে যাওয়া আমাদের ভদ্ররীতি। এই সকল ভাবিয়া চিন্তিয়৷ এইক্ষণে র্তাহারা নিয়ম করিয়াছেন যে ইংরাজ-মহলে বুট পরিয়! যাইবার বাধা নাই কিন্তু দেশীয় পাদুকা ব্যবহার নিষিদ্ধ। জান ত পারসীরা কেমন রাজভক্ত, তাহা l দের আপনাদের রাজ-ভক্তির কতই গৌরব

  • #উপস্থিত হন। গিয়া দেখেন প্রবেশের

ভারতবর্ষীয় ইংরাজ । করে! সে দিন পুনার গবর্ণরের এক দর{ বারে এক জন সন্ত্রান্ত পারসী পুরোহিত श्रश्लषठि नाऎ-श्वश्र्ङ्गींद्र बtक्षा ङिनि । (ভারতী অ ১২৮৪ দেশীয় পাদুকা পরিয়া গিয়াছিলেন। দ্বারপাল-কর্তৃক নিষিদ্ধ হইয়া তিনি প্রাইবেট সেক্রেটরির নিকট বলিয়া পাঠান। তাহার উত্তর-দেশী জুতা পরিয়া যাইতে গবৰ্ণর সাহেবের হুকুম নাই! অনেক কাকুতি মিনতিতে কিছুই ফলোদয় হইল না। একে পারসী,তাহাতে পারসী, পুরোহিত, তিনি এ অপমান গ্রাহ না করিয়া রাজদ্বারে যাইবার | উপায় চিন্তা করিতে লাগিলেন । র্তাহার দুৰ্দ্ধমনীয় রাজভক্তি কিছুতেই পরাজিত হইবার নহে, কি করেন, অবশেষে তাহার এক বন্ধুর নিকট হইতে এক জোড় ইংরাজী বুট ধার করিয়া গবর্ণর সাহেবকে সেলাম করিয়া আসেন । আমরা ত ইংরাজদের পদানত প্রজ। কিন্তু তাহার এদেশীয় রাজা-রাজড়ার সঙ্গে মধ্যে মধ্যে যেরূপ ব্যবহার কমরম তাহা দেখিয়া অবাক হইতে হয় । যোধপুরের রাজাকে রাজদরবার হইতে কিরূপে বহিস্কৃত করা হইয়াছিল তাহা তোমার মনে থাকিতে পারে। সে দিন এক মহারাষ্ট্র পত্রে আর একটা বিবরণ পাঠ করিলাম তাহা এই ;—সম্প্রতি বোম্বায়ের গবর্ণর সাহেব কোম্বলপুর পরিদর্শন করিতে যান ও তদুপলক্ষে কোহলাপুর মহারাজার প্রাসাদে এক দরবার হয় । মহারাজা ও দরবারে নিমন্ত্রিত সৈনিক ও অন্যান্য ভদ্র লোক আসন গ্রহণ করিলে দক্ষিণ মহারাষ্ট্র-সম্প কীয় জনৈক ইংরাজ সৈনিক পুরুষ দরবারে আসিয়া উপস্থিত হন। তঁহাক্ষে দেখিবা মাত্র মহারাজ আসন হইতে উঠিয় তাহাণ কে বিনীত ভাবে সেলাম করেন । মহা