পাতা:ভারতী ১২৮৪.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করুণ । (ভারতী অj১২৮৪ সময় মুচকিয়া হাসে, কথা কহিবার সময় | মৃদ্ধস্বরে কথা কছে, আবার অধিক লোক1 জন থাকিলে মূলেই কথা কহে না, সে কাহারে কথায় সায় দিতে হইলে “ হঁ৷ ” বলিত বটে, কিন্তু সায় দিবার ইচ্ছা না থাকিলে হাও বলিত না, নাও বলিত না। এমহেন্দ্র নরেন্ত্রের মনের উপর যে অমন আধিপত্য স্থাপন করিবে তাহা কিছু আশ্যর্য্যের বিষয় বটে । মহেন্দ্রের সহিত গদাধরের বড় ভাব হইয়াছিল। ঘরে বসিয়} উভয়ে মিলিয়া দেশাচারের , বিরুদ্ধে নিদারুণ কাল্পনিক সংগ্রাম করিতেন। স্বাধীন বিবাহ, বিধবাবিবাহ প্রভৃতি প্রসঙ্গে মহেন্দ্র সংস্কারক মহাশয়ের সহিত উৎসাহের সহিত যোগ দিতেম, কিন্তু বহুবিবাহ নিবারণ-প্রসঙ্গে - | র্তাহার তেমন উৎসাহ থাকিত না। এভাবের তাৎপর্ঘ্য যদিও গদাধর বাবু বুঝতে পারেন | | নাই,কিন্তু আমরা এক রকম বুঝিয় লইয়াছি। | গদাধর ও স্বরূপের সঙ্গে মহেন্ত্রের যেমন বনিয়া গিয়াছিল, এমন নরেন্দ্র ও তাহার দলবলের সহিত হয় নাই। মহেন্দ্র ইহাদের নিকট ক্রমে তাহার দুই একটি করিয়া মনের কথা বলিতে লাগিল, অবশেষে মোহিনীর সহিত প্রণয়ের কথাটাও অবশিষ্ট রহিল না । এই প্রণয়ের কথাটা শুনিয়া স্বরূপবাবু অত্যন্ত উন্মত্ত হইয়া | উঠিলেন। তিনি ভাবিলেন মহেন্দ্র তাহার প্রণয়ের অন্যায় প্রতিদ্বন্দী হইয়াছেন, অনেক দুঃখ করিয়া অনেক কবিতা লিখি o }লেন, এবং আপনাকে একজন উপন্যাস s o নাটকের নায়ক কল্পনা করিয়া মনে মনে একটু তৃপ্ত হইলেন। গদাধর কোন প্রকারে মোহিনীর পারিবারিক অধীনতা-শৃঙ্খল ভগ্ন করিয়া তাহাকে মুক্ত বায়ুতে আনয়ন করিবার জন্য মহেন্দ্রকে অনুরোধ করিলেন। তিনি কহেন, গৃহ হইতে আমাদের স্বাধীনতা শিক্ষা করা উচিত, প্রধমে পারিবারিক-অধীনতা হইতে | মুক্তিলাভ করিতে শিখিলে ক্রমশ আমর। স্বাধীনতা-পথে অগ্রসর হইতে পারিব । ইংরাজী শাস্ত্রে লেখে “Charity begins at home” তেমনি গৃহ হইতে স্বাধীনতার স্বরু। ংস্কারক মহাশয় নিজে বাল্যকাল হইতেই ইহার দৃষ্টান্ত দেখাইয়া আসিতেছেন, বারো | বৎসর বয়সে পিতার সহিত বিবাদ করিয়া তিনি গৃহ হইতে নিরুদ্দেশ হন, ষোল বৎসর । বয়সে শিক্ষকের সহিত বিবাদ করিয়া ক্লাস ছাড়িয়া চলয় আসেন, কুড়ি বৎসর বয়সে তাহার স্ত্রীর সহিত মনান্তর হয়,এবং তঁহাকে তাহার বাপের বাড়ি পাঠাইয়া নিশ্চিন্ত হন এবং এইরূপে স্বাধীনতার সোপানে সোপানে উঠিয়া সম্প্রতি ত্রিশ বৎসর বয়সে নিজে সমস্ত কুসংস্কার ও প্রেজুডিসের অধীনত হইতে মুক্ত হইয়া অসভ্য বঙ্গদেশের নির্দয় R , দেশাচার-সমূহকে বক্তৃতার ঝটিকায় ভাঙ্গিয় । ফেলিবার চেষ্টায় আছেন। কিন্তু গদাধরের সহিত মহেন্দ্রের মতের ঐক্য হইল না, এমন কি মহেন্দ্ৰ মনে মনে একট অসন্তুষ্ট হইল, গদাধর আর অধিক কিছু বলিল মা, ভাবিল, আরো দিনকতক যাক, তাছার পরে পুনরায় এই কথা তুলিব। -. |