পাতা:ভারতী ১২৮৪.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ভারতী ભો >२४8) তবজ্ঞান কতদূর গ্রামাণিক। SATLLLLSAMAMAMMAMMA AMMMMMS Հ8\) একটু ঘোর ফের করিয়া না বলিলে তাইদের বোধগম্য হইবে না । প্রজ্ঞ সকল-যুক্তিরই প্রমাণ সাধন করে, সুতরাং প্রজ্ঞার প্রমাণ সাধন করিতে পারে এমন যুক্তি সন্তবে না । প্রজার প্রামাণিকতা প্রকারাস্তরে হৃদয়ঙ্গম করিতে হইলে তাহার একমাত্র উপায় এই যে, প্রজ্ঞা হইতে যে সকল যুক্তি দোহন করিয়া পাওয়া যায়, সেইগুলি কতদূর প্রামাণিক তাহাই অবধারণ করা । যুক্তি কাহাকে বলে ? না যোগ করা। প্রজ্ঞাকে বিষয়-বিশেষে যোগ করিবার (নৈয়ায়িক ভাষায় বলিতে হইলে ব্যাপক সত্যকে বাপ্য বিষয়েতে যোগ করিবার ) পদ্ধতিকেই যুক্তি কহে। প্রজ্ঞার প্রয়োগপদ্ধতিকেই যুক্তি কহে । প্রজ্ঞা-মূলক যুক্তি কিরূপ তাহ নিয়ে প্রদর্শন করিতেছি। সকলেই অবগত আছেন যে, একটা গোল ক হইতে খ-য়ের দিকে ( ক—খ ) তাড়িত হইল, তাছা যদি দ্বিতীয় কোন কিছু দ্বারা চালিত অথবা বাধিত না হয়, তবে তাহ সমান বেগে ক-খ এই সরল | রেখায় ধাবিত হইবে । ইহার কারণ কি ? কারণ এই যে, চালক অথবা বাধক বস্তুর অভাবে বেগের হ্রাস-বৃদ্ধি হইতে পারে না ; কেন পারে না ? না যেহেতু কারণের অভাবে কাৰ্য্য হইতে পারে না । কারণের অভাবে কাৰ্য্য হইতে পারে না,এই যে একটি কথা,এটি প্রজ্ঞার কথা,বিশুদ্ধ জ্ঞানের কথা; চলন্ত গোলাটি ঐ প্রজ্ঞা-তত্ত্বটির অন্যথাচরণ করিতে পারে লা । কার্য্যতঃ অমর। -o কোন বস্তুকে অনস্ত কাল নিরবচ্ছিন্ন সমান বেগে চলিতে দেখি নাই দেখিব না। সুতরাং উপরিউক্ত সত্যটির প্রত্যক্ষ প্রমাণ অসম্ভব; প্রজ্ঞা-মূলক যুক্তিই উহার একমাত্র প্রমাণ, তদ্ভিন্ন আর দ্বিতীয় প্রমাণ সন্তবে না । দ্বিতীয়তঃ প্রজ্ঞা-মূলক যুক্তি দ্বারা ইহাও সমর্থিত হইতে পারে যে, গোলাটি ক হইতে খ-য়ের দিকে তাড়িত হইলে দ্বিতীয় কোন চালক অথবা কোন বtধক বস্তুর অভাবে ক—খ এই সরল রেখাতেই চলিবে, বক্র রেখাতে চলিবে না। যথা:– (কSধ) ক এবং খ য়ের মধ্যে একটি-বই সরল রেখা সন্তবে না । কিন্তু ও-দুয়ের মধ্যে এই সমতল কাগজে ঐ দুটি ( এবং তদ্ভিন্ন অসংখ্যটি ) অবিকল সমান বক্ররেখা অঙ্কিত হইতে পারে । ক হইতে খয়ে পৌছিতে হইলে গোলাটির পক্ষে দুটি রেখাই ঠিক সমদূর, সম কোণ, সমবক্র, সর্বপ্রকারেই সমান ; সুতরাং একটিকে ছাড়িয়া অন্যটিতে যাইবার একেবারেই কারণভাব ; কারণভাবে কাৰ্য্য হইতে পারে না ; সুতরাং গোলাটি বক্র-রেখা-ছুটির কোনটিতেই চলিতে পারে না ; সুতরাং তাহ সয়ল রেখাতে চলিবেই চলিবে । দেখ কারণভাবে কাৰ্য্য হয় না, এইমাত্র প্রজ্ঞাবলেই আমরা স্থির-নিশ্চয় করিতে পারি তেছি যে, গোলাটি কথিত অবস্থায় সরল ভিন্ন বক্রপথে কখনই চলিবে না। কম্টির মতে পরীক্ষাসাধ্য ভবিষ্যৎ বাণী প্রামাণিকতার প্রধান একটি লক্ষণ। } প্রজ্ঞার ভবিষ্যৎবাণী পরীক্ষার প্রয়োজন i;