পাতা:ভারতী ১২৮৪.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ૨૯૦ তারতবর্ষীয় ইংরাজ।


وسیمییابReser

ভারতী ନୌ $२६y 8 অপেক্ষা অধিক দুরবস্থা আর.কি হইতে পারে ? বিদেশীয় রাজার স্বাৰ্থ এই যে, প্রজাগণ নিঃসত্ব ও দুৰ্ব্বল হইয়া তাহার উপরেই সম্পূর্ণ নির্ভর করিতে শিখুক, প্রজারাও যদি সেই দিকেই ধাবিত হয়, তাহারা যদি সেই স্রোতের প্রতিকূলে সন্ত রণ করিতে না চায়,তবে তাহদের উদ্ধারের আর উপায় নাই। ইংরাজদের নিকট হইতে আমরা যে সকল উপকার প্রাপ্ত হইয়াছি, তাহার জন্য কৃতজ্ঞ হও, আমি না ? বলিব না, কিন্তু ভাই, তাই বলিয়া তোমরা স্বজাতির প্রকৃত অবস্থা বিস্মৃত | হুইও না । রোগী যদি রোগের যাতন অনুভব করিতে না পারিয়া আপনাকে সুস্থ মনে করিয়া কাৰ্য্য করে, ত নিশ্চয় জেনে তাহার আসন্ন কাল উপস্থিত। জাতির পক্ষেও এই নিয়ম। তুমি ভাই যাই বল, আমি ত কখনই মনে করিতে পারি ন; যে, গণ্ডের উপর আবার বিস্ফোটক, একে পররাজ্য, তাহাতে আবার ইংরাজদের উদ্ধত স্বভাব, তাহাদের ও আমাদের মধ্যে ভাবের অমিল । তাহাদের জাতীয় স্বার্থপরতা, অঙ্কু দারতা, অহঙ্কার দেখিয়া আমাদের বিদ্বেষীনল সততই প্রজ্বলিত থাকে। ইহা যেন তাহতে রাজার স্বার্থ এবং প্রজার স্বার্থ পরস্পর-বিরোধী। সুতরাং রাজ-ভক্তির মূলেই কুঠারাঘাত। দেশীয় বাণিজ্য ব্যব{नाछद्र डीहछि हईन भाक्षशैत्र शहैप्ट : H হাহাকার উঠে। আমাদের মধ্যে উচ্চ ইংরাজ-রাজ্যে আমাদের সুখের পরাকাষ্ঠী ৫ মনে থাকে যে, আমাদের যেরূপ অবস্থা, : শিক্ষা প্রচার হইলে রাজপুরুষদের ভয় হয়। পাছে আমরা তাহদের সমকক্ষ হইতে সাহসী হই, পাছে তাহাঁদের অধিকৃত উচচ কৰ্ম্মস্থান গুলি অধিকার করিয়া লই । ইংরাজ-রাজ্য হইতে আমাদের ইস্টানিটের তুলনা করিলে বেশীর ভাগ কি দাড়ায়, তাহু নির্ণয় করা সহজ নহে। এই সম্বন্ধে মহাত্মা সর টমস্ মারোর নিম্ন-লখিত হৃদয়-ভেদী কথা গুলি আমাদের প্রণিধান যোগ্যঃ-- ব্রিটিয রাজ্য হইতে এদেশীয় লোকদিগের লাভালাভ তুলনা করিয়া দেখিলে দেখা যাইবে যে, লাভের ভাগ যত অধিক হওয়া উচিত তাহ হয় নাই। বাহিরের যুদ্ধ বিগ্রহ অথবা আভ্যন্তরীণ বিপ্লবাদি হইতে | তাহারা স্বরক্ষিত সন্দেহ নাই, তাহীদের ধন প্রাণ পুৰ্ব্বাপেক্ষা অধিক সংরক্ষিত, কর্তৃপুরুষদের দ্বারা তাহীদের ধিম পরাধে দণ্ড অথবা অর্থপহরণের সম্ভাবন নাই, আর তাহদের করষ্টার ও অপেক্ষাকৃত লঘু। কিন্তু আর একদিকে দেখ, তাহা দের জন্য যে সকল আইল হইতেছে,তাহার রচনাতে তাছাদের কোন হস্ত নাই ও কনিষ্ঠ পদের কৰ্ম্মচারীদের যতদূর সম্ভব তদ্ভিন্ন সেই সকল আইন জারী করিবারও তাছাদের অধিকার নাই। সিধিলু তথবা সৈনিক ৰিভাগের উচ্চ পদবীতে আরোহণে তাহার অসমর্থ। যাহার দেশের প্রাচীন কর্তা ও নেতা, তাহার হীন পরাধীন জাতিরূপে, দাস ও অনুচরবূপে সৰ্ব্বত্র পরিগণিত। ।