পাতা:ভারতী ১২৮৪.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

॥ डाबली बाभ्रva) } নাই যাহার উপর পরস্পরের প্রতি সৌহার্দ্য । স্থাপিত হইতে পারে। যে যাহাকে দেখিতে । পারে না, তাহার চলন বাকা, ইংরাজ ও দে{ শীয়-মধ্যে এই রূপ সম্বন্ধ। ইংরাজ এদেশকে কখনই আপনার বলিয়া মনে করিতে পারেন না। ইহার জল বায়ু তাহার সহ্য হয় না, ইচ্ছা করিলেও এদেশে অধিক কাল বাস করিতে অক্ষম । পিতা-মাতা, পুত্র কন্যাকে অল্প বয়সেই আপনাদের ভারতগৃহ হইতে বিযুক্ত করিয়া ইংলণ্ডে প্রেরণ করিতে বাধ্য হন। মাতা ভারত হইতে ইংলণ্ডে, ইংলণ্ড হইতে ভারতে যাতায়াত করিয়া জীবন যাপন করেন। স্বামীকেও নিতান্ত একলাটী রাখিতে পারেন না-- -সপ্তানগণেরও মধ্যে মধ্যে তত্ত্বাবধান আবশ্যক । পিতাও হয়ত অনতিকাল বিলম্বে ‘লিবর’ রোগে আক্রান্ত হইয় তাহার স্ত্রী পুত্র পরিবারের সহিত গিয়া মিলিত হন । এদেশে তাহারা অর্থ উপার্জন করিতে অসেন, অর্থ সঞ্চয় করিয়া স্বদেশে প্রস্থান করেন । এ দেশ কৰ্ম্ম-ক্ষেত্র, স্বদেশ্ন ভোগালয়-এ দেশে আয়, সে দেশে ব্যয়—শরীর এখানে, মন ওখানে—সুতরাং দেশীয় ও ইংরাজ মধ্যে প্রণয়-বন্ধন কি রূপে প্রত্যাশা করা যাইতে পারে? . আমি বলিয়াছি ইংরাজের যেখানেই যাক, তাহদের জাতীয় ক্ষুদ্র ভাব পরিত্যাগ করিতে পারে না । এ দেশে তাহীদের আ | ! চার ব্যবহারে ইহার ভুরি ভুরি প্রমাণ প্রাপ্ত । } হওয়া যায়। যৎকালে নিদাৰতাপের জাতি ইংরাজের তাহাদের বনাতের কোট পাণ্টলুন পরিধান করিয়া গ্রীষ্মের কষ্ট দ্বিগুণিত করে। প্রখর রৌদ্রের সময় তাহারা মহা । সাজ সজ্জা করিয়া পরস্পরের সহিত দেখা । সাক্ষাৎ করিতে বাহির হয়। এ দেশে সকল । ঋতুতে বিশেষতঃ গ্রীষ্মকালে বিশুদ্ধ সুশী- { তল বায়ু সেবনের সময় প্রাতঃকাল ৫টা | হইতে ৭টা পৰ্য্যন্ত; কিন্তু রাত্রের খান-পিন । নৃত্য-গীত আমোদ-প্রমোদে রাত্রি জাগরণ করিয়া উষার সঙ্গে সঙ্গে গাত্ৰোথান করা { কলেবর হইয়া ত্ৰাহি জাহি করিতেছে, তখন | চুর আমিষ ভক্ষণ, সুরাপান শরীরের উপ- { যোগী নহে, ইহা সকলেই স্বীকার করিবে । ] ভারতবাসীদের অনেকেই নিৰ্বামিষাশী, উ- { দ্ভিদ-ভোজী, কোন কোন জাতির তণ্ডুলমাত্র | জীবনের একমাত্র অবলম্বন ; এই রূপ মিতাহার এ দেশে স্বাস্থ্য রক্ষার; প্রধান উপায় ; কিন্তু ইংরাজদের আহাবের রীতি দেখিলে বোধ হয় না যে, তাহারা উষ্ণ দেশে বাস । করিতেছেন। প্রাতঃকালে ৬টা ৭টার সময় ! চা, রুট, মাখম, ডিমসিদ্ধ প্রভৃতি ছোট হtজরি’—৯টা ১০টার সময় মদ্য মাংস সমেত । ‘বড় হাজরি’—২টার সময় ঠাণ্ড গরম মাংস মিষ্টান্ন ফলারের টিফিন— ৪টা ৫টার সময় চা বিস্কিট ইত্যাদি--৭৮টার সময় মদ্য | মাংসের ভূরি ভোজন, সময় বিশেষে মধ্য | রাত্রির সপর-এই ত তাহাদের পানাহারের } নিয়ম, পানীয় মধ্যে ব্রাণ্ডি আর সোডা সৰ্ব্ব গ্রগণ্য। ইহার অর্থ জনৈক ফরাসি 1শষে সমস্ত প্রাণী আকুল মন্থয্যের ঘর্ষাক্ত পরিব্রাজক Count Gobiet „D’Almeida -