পাতা:ভারতী ১২৮৪.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇన8 I প্রস্থত হইতে পারে, তাহার জন্ত উভয় জাতিরই যত্ন ও চেষ্টার আবশ্যক। ইংরা{ জেরা আমাদিগকে অনেক বিষয়ে শিক্ষা দিতে পারে। তাহারাও আমাদের নিকট অনেক শিক্ষা লাভ করিতে পারে । বিশেস্বতঃ ইংরাজমহিলা আমাদের স্ত্রীগণ হ ভারতবর্ষার ইংরাজ । কিন্তু এ দেশীয় ইংরাজ মহিলারা কোন বিষয়ে আমাদিগের স্ত্রীগণের আদর্শ হইতে | পারেন না । এ দেশে ইংরাজদের গার্হস্থ্য বিধানের আমরা কিছুই দেখিতে পাই না। যদি এ দেশীয়দিগের সহিত র্তাহাদের মমতা থাকিত, তাহা হইলে তাহাদের সময় কাটাইবার জন্য বৃথা আমোদ অন্বেষণ করিতে হ ইত না, কিন্তু এক্ষণে কি দেখা যায়? ইংরাজ রমণীগণ কিরূপে সময়ক্ষেপ করেন ? স্বামী সমস্ত দিবস কাজ কৰ্ম্মে ব্যাপৃত থাকিয়া মুখালাপে বঞ্চিত ও শ্রাস্ত ক্লাস্ত হইয়। সন্ধার সময় গৃহে প্রত্যাগমন করেন। স্ত্রী | একাকিনী সময়ের ভার বহন করিতে থা} কেন। সমস্ত দিনের মধ্যে ঘরের বাহির হইবার উপায় নাই। সস্তানগণ ১৫ বৎসর য়ঃক্রমে শিক্ষার জন্ত ইংলণ্ডে প্রেরিত হয়, তিনি তাহার সস্তান হইতেও বিযুক্ত। বৎ সরের মধ্যে কয়েক মালু হয়ত তিনি স্বামী হইতে দুরে কোন পৰ্ব্বত প্রদেশে বাস করেন, স্বামী সত্ত্বেও তাহাদের বৈধব্য-যন্ত্রণ • ভোগ করিতে হয় । কোন বিশেষ জন-ছিতকর কার্য হন্তে নাই যে, তাহতে মনো

  • এই রূপ বিধবাকে ইংরাজিতে grass

ইতে অনেক বিষয়ে শিক্ষা পাইতে পারেন। ; '_வ نشان میدانستهاست تک-تت (छांज्जउँौ woনিবেশ করিয়া সুখী হইবেন। স্বামীর অগাধ ধন-কোষ তাহার হস্তে রহিয়াছে, এমন | কোন ভোগের সামগ্রী নাই যাহা তাহার । দুঙ্গাপ্য, ইচ্ছামত আপনার সমুদয় প্রবৃত্তি । চরিতার্থ করিতে পারেন, অথচ তিনি সুখী । নহেন। যে গরীব. প্রজাপুঞ্জ দ্বারা তিনি পরিবেষ্টিত, তাহদের অস্তিত্বের প্রতিও | তিনি সন্দিহান। এই অবস্থায় তিনি ষে । আমাদের মহিলাগণের আদর্শ ও উপমাম্বল । হইবেন এরূপ আশা করা বৃথা । ইংরাজ ও ভারতবর্ষীয়দের সম্বন্ধে পুৰ্ব্বে | ল্লিখিত ফরাসিস্ পরিব্রাজক আপনার সদ্য- | offs Hogs& L'Inde et Himalaya গ্রস্থে যাহা লিখিয়াছেন, তাহ উদ্ধ ত করিয়া | এই প্রস্তাবের উপসংহার করি । so “আমার ভারতবর্ষে অবস্থিতি কালে অনেক ইংরাজ আমাকে জিজ্ঞাসা করিয়াছে, কি ! দেখিয়া তোমার সকল অপেক্ষ আশ্চৰ্য্য বোধ হইল ? আমি ইহার উত্তরে বলিতে পারিতাম, { এ দেশে তোমাদের দেখিয়া, বিশেষতঃ তো । মরা এখানে এত দিন তিষ্ঠিয় রহিয়াছ তাহা । দেখিয়া । বিবেচনা করিয়া দেখিলে এ কথা । যামান্ত প্রশংসার কথা নয়, কেন না ৬,০০০ রের অনধিক ইউরোপীয় সৈন্ত দ্বারাবণী | ভূত ২৫ কোটি হিন্দুর উপর যে দুৰ্দ্ধৰ্ষ অ ! টল রাজত্ব স্থাপন, ইহাতে শুদ্ধ প্ৰজাগণের । অসাধারণ সহিষ্ণুত প্রকাশ পায় তাহা । নহে, কিন্তু ইহা হইতে ইংরাজদিগের প্রভাব:| শালী অথচ বিচক্ষণ শাসনপ্রণালী উপলব্ধি | করা যাইতে পারে। সৌভাগ্যক্রমে এই | রূপ জয়লাভের উপযোগী যে সকল গু৭, ' '

- , § -

-*