পাতা:ভারতী ১২৮৪.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী শ্রী ১২৮৪ ) -o-o: গঞ্জিকা" । vళ আছে উঃ । আৰার ওই ও মুড়ায় এক দীর্ঘ ঈ-কার নিশান খাড়া করিয়া আছে ইস ইহাতে আমার বোধ হয় এই যে, ঐ নাজটাতে ভর করিয়া আর ঐ নিশানটা একট লাফ মারিবে তাহীর উদ্যোগ করি| তেছে। শতাব্দী উনবিংশ বই নয় কিন্তু उहात्र ८वश्न छम...क्षाश्रष्क झाँड़ाहेच्चा जेठैআছে । সে যাহা হউক আমি একটা কথা জিজ্ঞাসা করি, উনবিংশ শতাব্দী যিনি হউন না কেন তাহার পিতামহ প্রপিতামহ তস্য প্রপিতামহের আমলে নল নামে এক জন রাজা ছিলেন কি না ? তাহার রখ রেলগাড়ি অপেক্ষ শতসহস্র গুণ অধিক বেগে চলিত কি না ? এখন তুমি হঁ। বলি য়াই নিশ্চিন্ত, কিন্তু প্রকৃত কথাটা শুনিলে হা করিয়া চাহিয়া থাকিবে। সে মল রাজাও নহে, পাদ সাও নহে, সে নল গঞ্জিকার হুকার নল ! ৱক্তাস্তটা কি তবে শোনা হউক।-এই ধূমুরহস্য গ্রন্থে নলোপাখ্যান নামে স্বতন্ত্র একটা অধ্যায় আছে; তাহাতে এইরূপ লিখিয়াছেন যে, মান্ধাতার আমলের কোন রাজা শনির নিকট হইতে | উপদেশ পাইয়া রথ এবং গঞ্জিকা উভয়ই | এক সঙ্গে চালাইতেন। তাহার হস্ত অশ্বচালনেই ব্যস্ত—সুতরাং হকা-ধারণে অসমর্থ; { একটা ত উপায় কল্প চাই—এজন্য তিনি রথমধ্যে রহৎ এক ধূমযন্ত্র স্থাপন পূর্বক 1নলযোগে গঞ্জিকা টানিতেন; ইহারই জন্য } তিনি নলরাজা নামে বিখ্যাত হইয়াছিলেন; आब अंशंब उारी विनि, उिनि प्रब थांब्रम شیمیدانستند تا --------"

  • _* -

o -- বিষয়ে তাহাকে সৰ্ব্বদ শাসন করিতেন । বলিয়া দময়ন্তী নামে বিখ্যাত হুইয়াছিলেন। গঞ্জিকা-ধূম-যন্ত্র নলরাজার রথের ইষ্টম এঞ্জিন; তা’র প্রবল-প্রতাপে সে রথ এমনি ! | দ্রুতবেগে চলিত যে,রেলগাড়ি তাহার কাছে তৃতীয় শ্রেণীর ছক্র গাড়ি বলিয়াও গণ্য হইতে পারে না । উনবিংশ-শতাব্দীর যিনি । প্রধান বাহন তাহারই যখন এই দুর্দশ, তখন অন্যে পরে কী কথা । অতএব আমি গঞ্জিকা বিষয়ে ইতি পূৰ্ব্বে যাহা বলিয়াছি তাহা অকাট্য । যেহেতু এমন সজ্জন-সমারোহু অতি দুলভ, আপনার যদি অনুমতি করেন তবে ধূমরহস্য গ্রন্থে গঞ্জিকার গুণ-বর্ণনা, এবং গঞ্জিকার একটা ভেদ-জ্ঞাপক তালিকা যাহা লিপিবদ্ধ আছে তাহার বাঙ্গলা অনুবাদ করিয়া আপনাদিগকে শুনাই ।” সকলে । উহাতেই সম্মত হইলেন । অতঃপর বাচ | স্পতিমহাশয় পুথি উদঘাটন করিয়া বলিতে । আরম্ভ করিলেন । “গঞ্জিকার কত গুণ তাহ শ্রবণ কর ; যিনি গৰ্ব্বে স্ফীত হইয়া ফণা ধরেন,গঞ্জিকা র্তাহার ঈশের মূল ; যিনি কাজকৰ্ম্মে ক্লান্ত । হইয়া আরাম ইচ্ছা করেন গঞ্জিকা তাহার। তাকিয়া বালিশ, যিনি চক্ষু থাকিতেও অন্ধ, গঞ্জিকা তাহার অঞ্জন-শলাকা; যিনি হাস্যরস চান গঞ্জিকা তাহার কামধেন্থ ; যিনি । অলপ আয়াসে অধিক মূল্যের উপদেশ চান, { rগঞ্জিক তাহার কম্পতরু ! যদি জিজ্ঞাস। : কর যে গঞ্জিক কয় প্রকার, তবে তাহার ; উত্তর এই যে, উনপঞ্চাশ প্রকায় ; কিন্তু ; க_