পাতা:ভারতী ১২৮৪.djvu/৪১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o-o-o- I. - . . . . - -" " -- - - l- من: *8・レ করুণা ৷ (ভারতী চৈ ১২৮৪ | o | মার বোমা জানিয়া অন্যে যদি আমার জন্য অশ্লবিস প্লন করে, তাহা হইলে বেদনার | উপশমের কথা দূরে থাকুক, অনেক সময়ে o f ইবেদনাকেই প্রকৃত পক্ষে সুখকর রলিয়। ੋਜ হয়। যখন মনোবেদনায় অস্থির হইয়া একেল সংসার মধ্যে উম্মত্তের ন্যায় | जम* করিতে থাকি, যখন শরতের ছিন্ন পল্লবের ন্যায় বায়ুতাড়নে ইতস্ততঃ প্ৰ ক্ষিপ্ত হই—যখন আমার আর্তনাদ কেবল দিক-মণ্ডলেই ধ্বনিত হইতেছে, দীর্ঘশ্বাস বায়ুতেই মিশাইতেছে, অশ্রলহরী বালুকাতেই শুখাইতেছে, তখন যদি কোন ব্যথার ব্যৰ্থী আসিয়া আমার দুঃখে দুঃখ প্রকাশ করে, অামার দীর্ঘনিঃশ্বাসে তাহার নিঃশ্বাস মিশায়, অামার অশ্রুতরঙ্গে অশ্রাতরঙ্গ ঢালিয়া দেয়, তখন হে পৃথিবি "তোমার ৱাক্ষসী মূৰ্ত্তিও কি বিনোদ বেশ ধারণ কিম্ভ হয়, সংসারে এই অশ্রুতে অশ্রুর অশ্রুর উত্তরে কেবল মাত্র তিরস্কার बां বিরক্তিই প্রতিদান পাওয়া যায়। পত্নীহার অরক্রিয়ুস যখন প্রেতলোকে যমরাজার কাছে নিজের দুঃখের কথা বলিয়াছিলেন তখন নৃশংস যমরাজের গণ্ডস্থল ভিজাইয়া | “লৌহময় অশ্রলহরী” প্রবাহিত হইয়াছিল, কিন্তু মর্ত্যলোকের, কোন কোন পিশাচ | পিশাচীদের চক্ষুদ্বয় এমন বজায়সে নি। ৰ্ম্মিত, যে ভগ্ন-হৃদয়ের অনর্গল অশ্রুলহ রীতে অশ্রু মিশান দূরে থাকুক, তাহাতেই তাহারা ঘৃণার হাস্য, উপেক্ষার কটাক্ষ বর্ষণ করিতে কিছুমাত্র সঙ্কুচিত হয় না। এমন স্থলে এমন সময়ে অনেক বার বৃদ্ধ রাজী লিয়রের মত আপনার চক্ষু বলপূর্বক উৎপাটন করিয়া ধূলির সঙ্গে | বিমদিত করিয়া ফেলিতে ইচ্ছা করে যেন । আর এক বিন্দুও অশ্রজল নিপতিত না হয়, কিন্তু-ভগ্নহৃদয়ের অশ্রু থামিবার নহে, পাষাণ হৃদয়ের মমতাও পাইবার নহে, সুতরাং হে পৃথিবি তোমারই জয় ! | প্ৰতুত্তর কি দুর্লভ। অশ্রুতে অশ্রু মিশান কুঙ্ক অনেক সময়ে অনেক স্থলে দূরে থাকুৰ

«  , και

  • , *

সমস্ত দিন মেঘ-মেঘ করিয়া আছে, মহাদেবের পূজা করিতে গিয়াছে। কঁদিয়া কাটিয়া প্রার্থন করিল, যেম তাহাকে আর —£3= করুণ । o o একাদশ পরিচ্ছেদ। to অধিক দিন এরূপ কষ্টভোগ করিতে মা ! i যন্ত্রণ যেন আর কেহ ভোগ না করে। } कक्रय थार्थना कब्रिन, छांदोब अब्रवं★,J {