পাতা:ভারতী ১২৮৪.djvu/৪২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী চৈ ১২৮৪ } উদ্ভিদ । আকার খৰ্ব্ব বলিয়া বোধ হয়। কেবল দক্ষিণ অস্ট্রেলিয়া ও কালীফৰ্ণিয়া দেশে এই নিয়মের ব্যতিক্রম দৃষ্ট হয়। তথায় শীতের অত্যন্ত প্রাচুর্ভাব হইলেও অতি বিশাল হই প্রকার বৃক্ষ জম্মিয় থাকে। আবার কোন কোন শীতপ্রধান দেশস্থ সমুদ্রের শৈবাল, গ্রীষ্মপ্রধান দেশীয় সমুদ্রজাত শৈবাল অপেক্ষা অধিক বড় হয়। ভূপৃষ্ঠের উদ্ভিদ ব্যতীত গিরি-গহবরে স্থানে স্থানে | যে সকল ভিন্ন ভিন্ন ব্লক্ষের দেহাবশেষ দৃষ্টিগোচর হয়, সেই সকল রক্ষ পৃথিবীতে আর কোথাও দৃষ্ট হয় না। পূৰ্ব্বোত্ত | দেহাবশেষের মধ্যে, যে গুলি অতি ਯੋ | দিন তদবস্থা প্রাপ্ত হইয়াছে সুতরাং পৰ্ব্বতের নূতন স্তরে অবস্থিত, সে গুলির সহিত এক্ষণকার ভূপৃষ্ঠস্থিত রক্ষের অনেক দেীসাদৃশ্য আছে। আর যে গুলি অনেক দিন হইল তদবস্থাপন্ন হইয়াছে, তাহাদের সহিত বর্তমান উদ্ভিদের সাদৃশ্য অতি অলপ । এমন কি কোন কোন স্থলে উহt দিগকে সম্পূর্ণ ভিন্ন জাতীয় বৰিয়া বোধ হয়। ফলতঃ যে উদ্ভিদ যত প্রাচীন,বর্তমান উদ্ভিদের সহিত তাহার ততই প্রভেদ দৃষ্ট হইয়া থাকে। কিন্তু বৰ্ত্তমান ও প্রাচীন রক্ষে যতই প্রভেদ থাকুক না কেন উহাদের उ९०खि झुक्कि 3 दिनप्°न्न निम्नभ। यक् । অর্থাৎ উভয়ই আলোক উত্তাপ ও জলের সাহায্য সাপেক্ষ । উদ্ভিদের আকার নানাবিধ । তরু, আকার ইহা কাহারও অবিদিত নাই। কিন্তু ভূমণ্ডলে যত প্রকার উদ্ভিদ আছে তাহার সহিত তুলনা করিলে এই কয়েকটি নাম অতি অলপ বলিয়া বোধ হয়। বর্ষাকালে ছাদ ও আলিশার উপর স্থানে স্থানে যে সকল কৃষ্ণ, হরিৎ ও শ্বেত বর্ণের পদার্থ জন্মিয় থাকে তাহাও এক এক প্রকার উদ্ভিদ বিশেষ। এরূপ উদ্ভিদ শুদ্ধ ভারত-l বর্ষেই যে কত শত আছে তাহ বলা যায় ন । এতদ্ভিন্ন আমাদের দেশে ক্ষুদ্র ক্ষুদ্র পুষ্করিণী বা জলাশয়ে যে এক প্রকার পান | জন্মে তাহাও পূর্বোক্ত উদ্ভিদের অন্যতর ! sদ, লতা, তৃণ প্রভৃতির যে ভিন্ন डिझ নিদর্শন। দূর হইতে ঐ সকল স্থান দেখিলে বোধ হয় যেন কোন হরিদ্বর্ণ আবরণে আৱত রহিয়াছে। পুরাতন প্রা- { চীরে অথবা কোন জলমগ্ন কাষ্ঠের উপর যে ছাত্ল পড়ে, ইহাও এক প্রকার শৈবাল জাতীয় উদ্ভিদ—প্রস্তরময় পৰ্ব্বতপ্রদেশে অথবা শক্ত মাটির উপর ক্রমাগত জল পড়িলেও ঐ রূপ উদ্ভিদ জন্মিয়া । থাকে। বর্ষাকালে পুস্তক, চৰ্ম্মপান্ধুক | অব্যবহৃত বস্ত্র, ও তণ্ডলাদিতে যে এক প্রকার ছাত ধরে, তাহাও উদ্ভিদ পদার্থ। । এতদ্ভিন্ন আর এক প্রকার উদ্ভিদ আছে | যাগ রক্ষের স্থান বিশেষে উৎপন্ন হইয়া । অচিরকাল মধ্যে উহাকে নষ্ট করিয়া ফেলে। I কতক গুলি আবার গোল আলু দ্রাক্ষ ও | অন্যান্য ফলে উৎপন্ন হইয়। ঐ সমস্ত দ্রব্য নষ্ট করে। এমন কি কখন কখন ইহারা, জীবের শরীর পর্য্যন্ত আক্রমণ করিয়া থাকে। উদ্ভিদ-শরীরের পোষণোপযোগী | পদার্থ। উদ্ভিদগণের জীবন রক্ষার্থ জল ৷