পাতা:ভারতী ১২৮৪.djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8: উদ্ভিদের বল্কল ও পত্র প্রভৃতির কোষ সমূহে যে এক প্রকার বর্ণক পদার্থ আছে { তাহার গুণেই বৃক্ষ লতাদির বর্ণ হরিং হয়। সেই বর্ণক পদার্থকে পত্ৰহরিৎ বা হরিতায়ক J বলে। সূৰ্য্যালোক-প্রভাবেষ্ট উক্ত পদার্থ হরিদ্বর্ণ দেখায়। এই নিমিত্ত যে সকল উদ্ভিদ অন্ধকারে উৎপন্ন হয় তাহীদের বর্ণ কখনই হরিৎ হয় না। এই জনাই মৃতিকনিহিত মূল সকল শ্বেতবর্ণ হইয়া থাকে। পূৰ্ব্বোক্ত হরিৎ পদার্থ, কোষগুলির অভ্যস্তরে থাকে। ঐ কোষের পাশ্ব দেশ কাচের नाग्न স্বচ্ছ; ঐ স্বচ্ছ প্রদেশ হইতে সূৰ্য্যালোক প্রতিফলিত হয় বলিয়া অধিকাংশ | ব্লক্ষের পত্র চিকুণ ও উজ্জ্বল দেখায় । | উদ্ভিদগণের শ্রেণীবিভাগ। আমরা { চতুর্দিকে যে সকল উদ্ভিদ দেখিতে পাই তাহারা পরস্পর নিতান্ত বিসদৃশ বা নিঃস ! अर्क नरश्। প্রত্যুত উহাদের মধ্যে কতক | গুলির সহিত অপর কতকগুলির এরূপ { সোসাদৃশ্য আছে যে তাহাদিগকে এক { জাতীয় বলিয়া নির্দেশ করা যাইতে পারে। | কিন্তু এক জাতীয় বলিয়া তাহারা পরস্পর { সম্পূর্ণ সমান নহে। বিশেষ অনুসন্ধান করিয়া দেখিলে একজাতীয় বা একশ্রেণী{ ভুক্ত দুইটি বৃক্ষের মধ্যেও প্রভেদ লক্ষিত j इञ्च । खैरे निबिख छद्धिनुर्बल्लांज्ञा कउक } গুলি বিশেষ বিশেষ লক্ষণ অবলম্বন করিয়া { উদ্ভিদকে নানা শ্রেণীতে বিভক্ত করি |

& - डालन । বিভক্ত। পুষ্পগ্রস্থ ও পুষ্পহীন । এই ফুই । સૌર পরস্পর প্রভেদ অত্যন্ত গুরুতয় । দুয়ের কিছুই নাই। স্বতরাং ইহাদের পুষ্পে

  1. উদ্ভিদগণ প্রথমতঃ দুইটি প্রধান শ্রেণীতে হইয়া থাকে। |

(खाब्रडी চৈ ১২৮৪ পুষ্প প্রস্থ উদ্ভিদ জাতির যে সকল লক্ষণ | নির্দিষ্ট আছে তন্মধ্যে পুপই সর্বপ্রধান। | এই পুষ্প হইতেই বীজ উৎপন্ন হয় এবং | এই বীজ মধ্যে ভাবী উদ্ভিদের অঙ্কুর,জণের ন্যায় অবস্থিতি করে । পুপহীন বৃক্ষে এই ধীজ ও লক্ষিত হয় না । কিন্তু বীজের পরিবর্তে ইহাদের মধ্যে এক প্রকার স্মক্ষম (ಇ আছে তাছাই পরিবৰ্দ্ধিত হইয়া ব্লক্ষে | পরিণত হয় । পুপহীন যথা—শুষনির শাক ও পান । জীবগণ প্রতিনিয়ত নিশ্বাস দ্বারা যে বায়ু দূষিত করে,উদ্ভিদগণ সেই বায়ু সংশে+ ধিত করিয়া পুনরায় জীবের প্রশ্বাস-যোগ্য | করিয়া থাকে। আবার অধিকাংশ প্লাণীর উদ্ভিদ বা উদ্ভিজ্য পদার্থ প্রধান আহার | ও আশ্রয় স্থান। এতদ্ভিন্ন ভূপৃষ্ঠে রক্ষ | लडानि थांकां८उहे लेिबाउांcश ठछूब्रि | অধিক জুর্যোত্তাপ লাগিতে পায় না এবং ] রাত্রিকালেও পৃথিবী সহসা শীতল হয় না। ] রক্ষ লতাদির দ্বারা তাপোলামের ব্যাঘাত | হয় বলিয়াই এইরূপ ঘটিয়া থাকে। এদিকে | ৱক্ষ লতাদি থাকাতেই ভূপতিত বৃষ্টির জল । বাপাকারে শীঘ্র শীঘ্ৰ উপরে উঠিতে পায় | न । भब्रिtभद्रब थरे खेड़िन श्रेष्ठ भांमबभग | নানাবিধ ঔষধ ও শিল্প কার্য্যের উপকরণ ।