পাতা:ভারতী ১২৮৪.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ত}রতী ভ৷ ১২৮৪ } - - f ! কড়য়া কণী । Erዓ মত হইলে স্ত্রীকে স্বামীর নিকট প্রত্য |পণ করিতে হইবে। এই আদেশ লঙ্ঘন করিলে তৎক্ষণাৎ সেই অপরাধী পুরুষকে জাতি হইতে বহিষ্কৃত করা হয়, ইহা হইতে গুরুতর দণ্ড আছে কি না সন্দেহ। জাতির অভিপ্রায়ে যদি স্থির হুইল যে, পরস্ত্রী-গ্রহণের দণ্ড-স্বরূপ ৫”” টাকা দিয়া স্বামীর সম্মতি ক্রয় করিতে হুইবে তো অগত্য তাঁহাতেই তাহাকে সম্ভন্ট করিতে হয়। জাতির বিচারে নিতান্ত অসন্তুষ্ট হইলে উপায়াভাবে আদালতের শরণাপন্ন হইতে হয় । যে সকল কণবীর মধ্যে স্ত্রীজাতির সংখ্যা পুরুষ অপেক্ষ অম্প, তাহদের পুরুষদের বিবাহ লইয়া মহা গোলযোগ উপস্থিত হয়। এক একটি কন্যারত্ব পাইবার জন্য তাহাদের প্রভূত অর্থ ব্যয় করিতে হয়, ও অনেক বৎসর পর্যন্ত কাজে কাজেই অবিবাহিত থাকিতে হয়। এই সকল লোককে মিথ্যা প্রলোভন দেখাইয়া ফীদে : ফেলিয় তাহদের যথাসৰ্ব্বস্ব অপহরণ # করিবার আশয়ে কোন কোন প্রবঞ্চক এক এক কন্যা লইয়। তাহদের নিকট উপস্থিত হয় । কন্যা হয়ত অন্য জাতীয়–অথবা বিবাহিতা ও তাহার স্বামী জীবিত । বর ত কন্যার জন্য বুভুক্ষিত মৎস্যের ন্যায় তাকাইয়া আছেন—টোপ টপ করিয়া পড়িল কি অমনি তাহ কণ্ঠস্থ করিয়া আটু | কাইয়া পড়িলেন । ভবিষ্যতে কোন গোল| যোগ না হয় তজ্জন্য গ্রামের দুই এক জন ভদ্র লোক হয় ত জমীন হইল--তাছাদের আমাদের গ্রামে স্বাস চক্ষে ধূলি দিয়া ছল-বল-কৌশলে তাহারদিগকেও বশ করিতে হয় । বর কন্যাকৰ্ত্তার হাতে টাকা গণিয়া দিয়া মহা উল্লাসে বিবাহ করিলেন, পর দিন প্রাতে উঠিয় দেখেন সে কন্যা নাই—কন্যাকৰ্ত্তাও অন্তহিত হইয়াছে। খোজ খোজ খোজ–পরে | সন্ধান পাইলে হয় ত আদালতে এক মহা-মকদ্দমা আসিয়া উপস্থিত হয়। ইনি ত চক্ষু মন্দ্ৰিত করিয়া পরস্ত্রীর পণিগ্রহণ করিলেন—এদিকে সে স্ত্রীর যে ' যথার্থ স্বামী তাহার বাটতে হুলস্থল পড়িয়া গেল । তাহার স্ত্রী কোথায় পলায়ন করিল, এক গ্রাম হইতে গ্রামান্তর আন্থেমণ করিয়া প্রকৃত ব্যাপার অবগত হইলে তিনিও বিচারালয়ে উপস্থিত হইয়া কন্যাকৰ্ত্তার নামে অভিযোগ উপস্থিত করেন। সত্য নিরূপণ করিতে বিচার-পতির মাথ। ঘুরিয়া যায়। স্বামী চান তাহার স্ত্রী, উপ স্বামী, প্রতারক দল, সকলেরই সমুচিত শাস্তি হয় । স্ত্রী বলিতেছেন—আমার স্বামী আমাকে মা বোন বলিয়া সম্বোধন করত গৃহ হইতে বহিষ্কৃত করিয়া দিয়াছেন—আমার দোষ কি ? উপস্বামী বলিতেছেন—এই স্ত্রীর স্বামী বর্তমান ইহা আমার স্বপ্পেল্পও অগোচর, জানিতে পারিলে কি এত টাকা দিয়া কন্যা ক্রয় করিতাম। প্রতারকদল । বলিতেছে, আমরা ইহার কিছুই জানি না, | আমাদের সঙ্গে শত্রুত করিয়া আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়াছে—বর কন্য। আমরা কাহাকেও जॉनि नी-भांभब्र করিতেছিলাম, তথা