বিষয়বস্তুতে চলুন

পাতা:ভারতী ১২৮৫.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী তা ১২৮৫ ) AASAASAASAASAASAASAASAASAAkkSkk ফের্ডিন ডে লেসেপ এবং স্বয়েজের খাল । o o bet -- শত বিহঙ্গের গান শুনিতে শুনিতে সরসী লহরী মাল গুণিতে গুণিতে বসি আছে দিক বালা হরিত বসনে শিশির মুকুতাময় হরিত আসনে । ওইরে তুষার-ক্ষেত্র বিস্তত উত্তরে তীব্র-শীত সমীরণ স্বনিছে অম্বরে । কুজাটি-বসনে ঢাকি সৰ্ব্ব কলেবর, অনন্ত তুষার শুভ্র বিছানার পর, এখনও দিক বালা ঘুমে অচেতন, এথনো দিবস সেথ মেলেনি নয়ন । ওই হোথা দিকৃদেবী বসিয়া হরষে ঘুরায় ঋতুর চক্ৰ মৃদুল পরশে । ফুরায়ে গিয়াছে এবে শীত-সমীরণ, বসন্ত পৃথিবী-তলে অৰ্পিবে চরণ । পাখীরে গাহিতে কহি অরণ্যের গান, মলয়ের সমীয়ণে করিয়া আহবান । বনদেবীদের কাছে কাননে কাননে কহিল ফুটাতে ফুল দিক দেবীগণে। বহিল মলয়-বায়ু কানন ঘিরিয়া, ! পাখির গাহিল গান কানন ভরিয়া । ফুল-বালা সাথে আসি বন-দেৰীগণ, কহে দিক দেবীদের বন্দিয়া চরণ। " "বসন্তের বিহঙ্গেরা খুলেছে মনের দ্বার, দেখিতে দেখিতে উতরিকু আসি ছুটিছে মলয়-বায়ু লুঠিতে স্ববাস-ভার। | সুনীল জলধি তীরে। مساحسيسيتات تكتيريميتيتيتيتيسيمه ফের্ডিন ডে লেসেপ এবং সুয়েজের খাল । | সামান্য সামান্য ঘটনা হইতে কত . डिॉबर्नौघ्र भ्रश्. द्rtश्itष्क्र्न्न खश्च एष्व---श्ाप्न{ জের খাল তাছার দৃষ্টান্ত-স্থল। এখন সকলের মুখেই তো স্বয়েজ-খালের কথা শুনা তবু মা আজিও অহি না পেয়ে বরষা জলে, | একটি কুসুম-কলি ফুটেনা কানন-তলে । ত্ৰিয়মান গাছ গুলি প্রখর তপন-করে, শুকায়ে পড়িছে পাতা, কুসুম বরিয়া পড়ে। ] এক দিন মেঘ যদি বরিষে বরষা-জল, বসন্তের ফুলভারে হাসিবে কানন তল ।” শুনি দিক বালীগণ কহিল “ যাইতে হবে । সাগর-বালিকাদের পাশে, । - চাহিব সলিল ধারা, সজল জলদ-রাশি নিরমান করিবার আশে । আয় তবে সজনির, সকলে মিলিয়। যাই , । অন্ধকার সাগরের তলে । শুকালে কুসুমদের জীবন সঁপিতে হবে ফোট ফোট বরিষার জলে ”-- “এস এস কবি আমিরাও যাই দেখিতে মুকুত শাল । দেখিবে কেমনে প্রবাস আলয়ে রয়েছে সাগর-বালা ।” দেখিতে দেখিতে জলদের রথ নামিয়া আসিল ধীরে । যায়—এবং বাস্তবিকও ইহার নিৰ্ম্মাণে ੋਂ বিহু শিল্পীদিগের শিল্পনৈপুণ্যের যে পন্থকাষ্ঠী প্রদর্শিত হইয়াছে তাহাতে আর লক্ষেয় । .*.*, * নাই। কিন্তু কি রূপে এই মহৎ ব্যাপারের