পাতা:ভারতী ১২৮৫.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতিজ্ঞ জ্বলিছে প্রাণে, এখনো পিতার শেষ কথা গুলি, বাজিছে যেন সে কানে । “কোথা যাও যুব ? যেওনা যেওন, গহন কানন ঘোর, সাজের অর্ণধার, ঢাকিছে ধরণী, এস গে৷ কুটিরে মোর ” “ক্ষম গো আমায়, কুটার স্বামী ! বিরাম অtলয় চাইন আমি, যে কাজের তরে, ছেড়েছি অলিয়, সে কাজ পালিব আগে”— “শুন গে পথিক, যেওনাকো অার, অতিথির তরে মুক্ত এদুয়ার। দেখেছ চাহিয়া, ছেয়েছে জলদ, পশ্চিম গগন ভাগে ". কতমা ঝটিকা, বহিয়া গিয়াছে, মাথার উপর দিয়া, প্রতিজ্ঞ পালিতে চলেছে তবুও, যুবক নির্ভীক হিয়া । 敬 চলেছে-গছন গিরিনদী মরু কোন বাধা নাহি মানি । বুকেতে রয়েছে ছুরিক লুকানো হৃদয়ে শপথৰাণী। ধীরে ধীরে ধীরে খুলিল দুয়ার, পথিক দেখিল চেয়ে-- করুণার যেন প্রতিমার মত । একটি রূপসী মেয়ে । এলো থেলো চুলে, বনফুল মালা দেহে এলেttথলে বাস নয়নে মমতা, অধরে মাথানে কেমন সরল হাস । বালিকার পিতা রয়েছে বসিয়া কুশের আসন পরি— সন্ত্রমে আসন দিলেন পাতিয়া পথিকে যতন করি । , দিবসের পর যেতেছে দিবস, যেতেছে বরষ মাস আজিও কেন সে কানন কুটীরে পথিক করিছে বাস ? কিকর যুবক, ছড়ি একুটীর— সময় যেতেছে চলি, যেকাজের তরে ছেড়েছ অলয় সেকাজ যেগুন ভুল ! | ভারতী শ্ৰী:১২৮৫) প্রতিশোধ । ১৬৭ দেশে দেশে ভ্ৰমি, তবুওত আজি, “গভীর আঁধারে নাহি পাই পথ, পেলে না সন্ধান তার । শুনগো কুটার স্বামী 蛾 খুলে দাও দ্বার আজিকার মত এখনো সে বুকে ছুরিকা লুকানো, এসেছি অতিথি আমি !" দিবসের পর যেতেছে দিবয়, : যেতেছে বক্স মায়, , ,