পাতা:ভারতী ১২৮৫.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-T-T-I-T-= سیسی۔بی۔سی۔بی۔..... ভারতী বৈ ১২৮৫) শিশুর মত মুখরিত করিয়া আত্মরক্ষণে একেবারে বিমুখ হইলেন। ভুবন-বিজেতা | জুলিয়স জির আজ আশৈশব ভাল { বাসার এই অস্বাভাবিক প্রতিদান দেখিয়া অভিমানে এতদূর অভিভূত হইয়া পড়িলেন যে আত্মরক্ষণ সময়েও তিনি স্ত্রীলোকের মত অঞ্চলাৰ্বত হইয়া ধরাশায়ী হইলেন! অভিমান একটি অমিশ্র মনের ভাব নহে। তন্ন তন্ন করিয়া দেখিতে গেলে উপলব্ধি হুইবে যে,দুঃখ ঔদাস্য এবং ঈষৎ রাগ—এই তিনটি স্বতন্ত্র ভাব একত্রিত হইয়া অভিমানে পরিণত হয় । যে রাগ অগ্নিময় এবং প্রতিবিধান করিতে তৎপর,আমরা সে রাগের কথা বলিতেছি না, কিন্তু মেঘদূতের "স্নিগ্ধ বিদ্যুতের"ন্যায় এক প্রকার কোমলতর রাগের কথা আমরা বলিতেছি । কিন্তু এই কোমলতর রাগ অবস্থা ও প্রকৃতি বিশেষে পরিশেষে প্রকৃত রাগে পরিণত হইতে পারে। অভিমানে দুঃখের ভাগটিই সমধিক—এবং তাহাই সস্তাবিত। আমি যাহাকে আমার হৃদয়-সৰ্ব্বস্ব জ্ঞান করি, র্যাহার উপর আমার সকল সুখ, সকল শাস্তির আশা নির্ভর করে এবং যিনিও আমার প্রেমে লীন হইয়া সেই সুখের অাশাকে আমার হৃদয়ে বদ্ধমূল করিয়া তুলেন, তিনিই যদি সহসা আবার সেই বজ্রপ্রতিষ্ঠ আশাতরুকে একেবারে উন্মলিত করেন, তাহ অপেক্ষ আর পৃথিবীতে কি অধিক যাতনা আছে ? প্রত্যাখ্যাত শকুন্তলা, নির্বালিত সীতা ও অপমানিত ডেসডিমোনায় দুঃখ ভাবিয়া দেখিলে |८रून् भाशय झनै न जीश्ड इग्न ? | কিন্তু আমরা পূৰ্ব্বেই বলিয়াছি সেই দুঃখের } | ঈষৎ অভিমান-স্থলে ইহা প্রায়ই দেখা ജ്. - - * f. a' -

সঙ্গে সঙ্গে একটি ঔরস্যের ভাব আছে। ] ইহাও অভিমানের একটি বিশেষ লক্ষণ। ] | যায় যে,শতসহস্র অপর লোকের সঙ্গে জমি যতটুকু আত্মীয়তা করিতে সক্ষম, অামার স্নেহ বা প্রণয়ের পাত্রের উপর অভিমান । হইলে তাহার শতাংশের একাংশও করিতে সক্ষম নহি। এমন কি, আমি হয় ত সেই শতসহস্র অপর লোকের সঙ্গে হাসিতে । পারিব, গপ করিতে পারিব, কিন্তু সেই ৷ স্থলে আমার অভিমানের পাত্রের আগমনে । আমার হাসি শুখাইয়া যাইবে, গল্প ওষ্ঠেই i বিলীন হইবে এবং আমোদ বিষাদে পরি- | ণত হইবে। যিনি সকল অপেক্ষ আমার । আপনার, অভিমানের সময় তাহাকেই | সকল অপেক্ষ পর বলিয়া মনে হইবে। ] ইহা কেবল হৃদয়ের গভীর স্নেহ বা প্রণয়ের বিপরীত প্রতিক্রিয় মাত্র। হৃদয় যাহাতে | যত ঘোর ঘনিষ্ট ভাবে সংলগ্ন হয়, তাহার । প্রকৃত বা কম্পিত বিরূপাচরণে র্তাহ if इहैण्ड झनग्न ठउ शश्व eउिइड हईय़ा 1 আইসে । এই জমাই প্রত্যাখ্যান-কালে । শকুন্তলা হয়ন্তকে “আৰ্য্যপুত্র” বলিয়া সম্বো ধন করিতে করিতে থমকিয় “পোরব | বলিয়া সম্বোধন করিলেন, এই জন্যই নি । বর্বাসিত জানকী রামকে লক্ষ্য করিয়া 1 লক্ষণকে বলিলেন “এক্ষণে তোমাদের সেই রাজার নিকট এই প্রার্থনা করি, জাম্বি } এই রূপে পরিত্যক্ত হইলেও যেন ভিমি: তাপসনিৰ্ব্বিশেষে আমার তত্ত্বাবধান ক । SSS SBBSS S S S