পাতা:ভারতী ১২৮৫.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. . . . . . . . তুকারাম ! (ভারতী বৈ ১২৮৫ তুকারাম भशंबाझे. দেশের এক জন সাধু পুরুষ ও প্রখ্যাত কবি। তিনি ১৫১০ 1শকাদে (খৃষ্টাদ ১৭৮৮) পূর্ণ নগরীর জন তিদুর দেহু নামক গ্রামে জন্মগ্রহণ করেন । তুকারাম সেই সময়কার লোক, যে সময়ে মহারাষ্টের জনপদ অনেক কাল মুসল . | মানদের আধিপত্যে অবসন্ন থাকিয়া স্বাধীনতা প্রত্যাহরণের জন্য সহসা উত্তেজিত হইয় উঠে ও যবন-অধিকারের ভিতরে এরূপ রাজ্য প্রতিষ্ঠিত করে যাহাতে শতাবীর মধ্যে মোগল সিংহাসন সমূলে কম্পমান হুইয়া ভগ্ন দশা প্রাপ্ত হয়। তুকারাম মহারাষ্ট্রাধিপতি শিবাজীর সমকালবৰ্ত্তী লোক—যে দুই শত বৎসর মহারাষ্টীয়গণ স্বাধীন রাজা উপভোগ করিয়াছিল, তাহার প্রারম্ভ কালের ধৰ্ম্ম ও নীতির ভাব তুকারাম ও শিবাজীর গুরু রামদাস এই দুই কবির জীবনে প্রতিফলিত দেখা যায় । তুকারাম জাতিতে শূদ্র ও ব্যবসায়ে বনিক ছিলেন। তাহার পিতা মাত বংশীযুক্ৰমে পগুরপুরের দেব বিঠোবা বা বিছ্‌ ঠলের পরম ভক্ত ছিলেন ও তথায় তাহার - मfनाहे ठीर्थंকরিতে যাইতেন । এইরূপ - জনশ্রুতি যেবিশ্বস্তর নামে তাহার কোন এক পূৰ্বপুরুষ বয়ঃপ্রাপ্ত হইলে তাহারমাতা ঠা{ হকে চিরন্তন প্রধাহসারে পগুরপুরে তীর্থ {যাত্রা করিবার উপদেশ দেন। সেই উপদেশ ক্রমে বিশ্বস্তুর মাসের মধ্যে দুই বার তথায় భొజుళో*? تحت نفتح تحتم তুকারাম। .

  • o-oooooowo

.* $..***

  • ... "

যাত্রা করিতে ব্ৰতী হইলেন। এইরূপে ১৬ } বার তীর্থ দর্শন করিবার পর একদা রাত্রিতে | তাহার স্বপ্ন হয়—ষে বিঠোবা দেব ও রুকাই ! দেবীর স্বয়ন্ত মূৰ্ত্তি দেহু গ্রামের এক আত্র বনে নিহিত আছে—তুমি গিয়া তাহ উদ্ধার } কর—আর তোমার পগুরপুরে তীর্থ পর্যটনে যাইতে হইবে না। পরে বিশ্বম্ভর তাহ উদ্ধার করিয়া দেহু গ্রামে ইন্দ্রায়নী নদী তীরে এক ক্ষুদ্র মন্দির প্রস্তুত করিয়া যথাবিধি সেই মূর্তৃিদ্বয় প্রতিষ্ঠা করেন । সেই অবধি বি- } ঠোব-দেব বিশ্বস্তুরের কুল-দেবতা হইলেন। তুকারাম, বহেলাজীর তিন পুত্রের মধ্যে মধ্যম পুত্র । তাহার মাতার নাম কণকাই । বহেলা দীর বৃদ্ধাবস্থায় তিনি তাহার জ্যেষ্ঠ | পুত্র সাও জীকে সংসারের ভার অর্পণ করি | বার প্রস্তাব করেন কিন্তু সাওী এক জন | ভগবদ্ভুক্ত পুরুষ, সংসারে বীতরাগ, কী- ; জেই তুকারামের উপরেই কৰ্ম্মকাজের সমস্ত ভার ন্যস্ত হইল। তখন র্তাহীর বয়ঃক্রয় ! ১৩ বৎসর-কতক কাল পর্য্যন্ত তিনি -. সাংসারিক ব্যাপারে ব্যাপৃত থাকিয় পিতা- ! মাতার সন্তোষ সাধন করিলেন। তাছার দুই পত্নী ছিল--রখুমাই ও জীজাই, কনিষ্ঠ । পত্নীর স্বভাব কিছু কর্কশ ছিল ও তিনি } তাহার স্বামীর বৈরাগ্য ভাবের উপর কিছু | বিরক্ত ছিলেন। কথিত আছে যে এক { দিন তুকারাম কতকগুলি ইক্ষুদণ্ড উপহার } পাইয়াছিলেন। আখের গোছা ঘরে জা هو بجلست مجتميميتسببتيست" ويعني