পাতা:ভারতী ১২৮৫.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী আঃ ১২৮৫) মেকলের ভারতবর্ষ প্রবাস । . २७१ ! ণ্যের অভার বোধ হইল। Virgil এর শেষ ছয় সর্গ যাহ। তিনি সম্পূর্ণ সংশোধন করিয়া উঠিতে পারেন নাই, তাহা প্রথম ছয় সর্গ অপেক্ষ ভাল লাগিল, কবি যখন ইতালি প্রদেশে বিচরণ করেন, তখন তাহাকে আমার বেস ভাল লাগে। র্তাহার দেশবর্ণন—ৰ্তাহার জাতীয় অনুরাগ,–কথায় কথায় স্বদেশের গুণগান—তাহার ইতিবৃত্ত পুরাবৃত্তের সমালোচন এই সকল সমধিক প্রশংসনীয়। এই বিষয়ে তিনি অনেক #To Sir Walter Scott কে আমার মনে উদিত করিয়া দিতেন, যদিও তাহাদের উভয়ের প্রকৃতিগত সাদৃশু অল্পই । টাসোর জেরুজলম আমার পূর্বাপেক্ষা অনেক ভাল লাগিল। আরিয়ষ্ঠে খুবই ভাল লাগিল। আর দান্তে কে প্রথমেও যেমন এখনও তেমনি মনে করি অর্থাৎ তিনি মিলটন অপেক্ষ শ্রেষ্ঠ করি—হোমরের সহিত সমান সমান যান, কেবল সেক্স [. ক্ষ ছাড়াইয়া অনেক এগিয়ে গিয়েছেন। 象 কলিকাতা পৌঁছিয়াই আমি হিরডো টস পড়িতে আরম্ভ করি। তুমি তার অনুবাদ কর না কেন ?—তুমি তা ধেস করতে পার যে, আর তার ভাল অনুবাদ ! অমেক আসল রচনার সঙ্গে সমকক্ষ হইতে পারে। আমার ইচ্ছা যে তুমি এ বিষয়ট একবার ভেবে দেখ। এই কাজে প্রত্যহ ১৫ মিনিট ব্যয় করিলে ইহা ৫ বৎসরে নিঃশে. হলঙ্কমক করা যাইতে পারে। ক্ষণে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় লইয়া | বিব্রত রহিয়াছ, তোমার যেরূপ বিদ্যাবুদ্ধি, তাহাতে সে সকল শোভা পার মা !" " আমি আমার কৰ্ম্মকাজ আরম্ভ করি | য়াছি। প্রমাণ-শাস্ত্র বিষয়ে আমার যে | ক্ষুদ্র বই রচিত হইতেছে ; তাহ দেখিলে { ইংলণ্ডের জজদের চক্ষু স্থির হয়। এতে আমার অনেক পরামর্শ দাতা জুটিয়াছে। । একজন মন্দ্রিাজী আমাকে আইন শাস্ত্রের } উপর একটা প্রস্তাব লিখিয়া পঠাইয়াছে। । এই বুদ্ধিমান লোকটা লেখেন “এ দেশে ৷ মিথ্য সাক্ষ্য দিবার কুরীতি প্রচলিত অাছে, -- মহাশয়ের তাহ অবিদিত নাই। জজ । কোন কথা বিশ্বাস করিবেন। ভাবিয়া উ- | ঠিতে পারেন না । মহাশয় যদি লোকদিগকে সত্য সাক্ষ দেওয়াইতে পারেন তাঙ্গ । হইলে মহাশয়ের নাম চিরস্থায়ী হইবে ও | কোম্পানি বাহাদুরের শ্ৰীবৃদ্ধি হইবে । মামু- | ষকে কেমন করে সত্য সাক্ষ্য দেওয়াইতে | হয় তার উপায় আমি জানি--আপনার নাম ও কোম্পানির লাভের জন্ত তাহ আমি । মহাশয়ের নিকট নিবেদন করিতেছি । যে ব্যক্তি মিথ্য সাক্ষা দিবে মহাশয় তা-" | विड श्व। हेशब्र प्लेका७नि अज्राख ८कोङ्છૂમિ હરે হর ডান পায়ের বুড় আঙ্গুল কাটয়া ফে- } লিবেন, তার মহাশয়ের কীৰ্ত্তি প্রসারিত { হইবে"-ইহা কি আইনজ্ঞতার পরাকাষ্ঠী নয় ? o | এই খানে থামা যাক্ । ইংলণ্ড চিঠি { লিখতে গেলে মনে হয় যেন আমার কলম ীি আর থামতে চায় না । , * , ,