পাতা:ভারতী ১২৮৫.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ভারতী কা ১৯৮৫ ) গেটে ও তাহার প্রণয়িনীগণ।

য়াছিল। কিন্তু ষার্লোটের মন কেজনার হইতে গেটের প্রতি ধাবিত হয় নাই । ক্রমে ক্রমে তাছাদের বিবাহের সময় হুইয়া | আসিতেছে-গেটে দেখিলেন, তাহার হৃদয়েও প্রেম দিন দিন বদ্ধমূল হইয়া আসি তেছে—গেটে দেখিলেন এইবেল হইতেই দূরে পলায়ন করা সৎপরামর্শ। দূরে প্রস্থান করিলেন ও এই বিষয় লইয়া তাহার বিখ্যাত উপাখ্যান “যুব ওরার্থরের যন্ত্রণ ” লিথিয়া ফেলিলেন । সেখts শেষ হইল আর তাহার প্রেমও শেং-হইল। এখন তিনি আবার নূতন পথে যাইবার বল পাইলেন । নুতন পথে যাইতে র্তাহার বড় বিলম্ব হয় নাই । লিলি নামক এক ষোড়শবর্ষীয়া বালিকার ( আমাদের দেশে যুবতী ) সহিত ত{হার প্রণয় জন্মিল । সে বালিকার অনেক গুলি অনুরাগী বা বিবাহাকাঙ্খী ছিল। তাছাদের সকলকেই তাহার প্রেমে বন্দী করি | বার দিকে লিলির বিশেষ যত্ব ছিল, কিন্তু দৈব ক্রমে আপনি গেটের প্রেমে জড়াইয়া পড়িল –একধ সে নিজেই গেটের কাছে স্বীকার করিল। দেখিতে দেখিতে স্ট্রাহীদের প্রেম বাড়িয়া উঠিল ইহা বলা বাহুল্য। অবশেষে তাহদের অবস্থা এমন হইয়া উঠিল যে সুদূর বিচ্ছেদের কথা মনে করিতেও | কষ্ট হইত ; উভয়ের উভয়ের উপর এমন বিশ্বাস জন্মিয় গেল যে, অবশেষে তাহার। | বিবাহের বিষয়ে চিন্তা করিতে লাগিলেন। কিন্তু উভয়েরই কর্তৃপক্ষের তাহাতে অমত t श्हेल ठाद८*८ध tधक ऊन ब्रभशैौ भधान्ह इहैग्न ठेउग्न शंकरकई मशङ कब्बाईल । --- جمع جستاست- تتت প্রকার পরিবর্তন হইল। তখন সমস্ত হুত যত দিন কর্তৃপক্ষীয়ের गषड इन नाहे | তত দিম গেটে বড়ই যন্ত্রণ পাইয়াছিলেন, { কিন্তু সম্মত হইলে পর তাহার মনের নুতন নত্ব চলিয়া গেল । যখন লিলিকে হস্তপ্রাপ্য মনে করিলেন তখন লিলির উপর আর টান | থাকিবে কেন? লিলির নিকট হইতে বিদায় | না ইয়া তিনি আস্তে আস্তে ফ্যাঙ্কফোর্ট । ত্যাগ করিয়া চলিলেন । তিনি বলেন তিনি ! লিলিকে ভুলিতে পারেন কিনা—এবং লি । লির উপর বাস্তবিক তাহার কতখানি প্রেম | আছে, তাহাই পরীক্ষা করিবার জন্য তিনি বিদেশে যাইতেছেন। কিন্তু এই পরীক্ষার কথা যখনি তাহার মনে আসিয়াছে, তখনি বুঝা গিয়াছে বাস্তবিক তাহার প্রেম নাই । যদি তাহার প্রেমের তেমন গভীরতা থাকিত তবে কি পরীক্ষার কথা মনেই আসিত ? | কিছু দিন বিদেশে থাকিয় আবার তিনি । ফ্যাজুফোটে ফিরিয়া আসিলেন। ইতি | মধ্যে লিলির আত্মীয়বর্গ লিলির প্রেম বিনষ্ট করিবার জন্য যথাসাধ্য চেষ্টা করিতে ছিল—কিন্তু লিলি কহিল, সে গেটের জন্য । সমস্ত ভাগ করতে পারে—এমন কি,গেটে | যদি সম্মত হন, তবে সে তাহার সঙ্গে আমে-1 রিকায় যাইতে পারে। কি সৰ্ব্বনাশ-গেটে । তাহার বাড়ি ঘর ছাড়িয়া কোথা এক সাত ] সমুদ্র পার আমেরিকা—সেইখানে যাইবেন ! তাও কি হয় ? লিলি | করিতে পারে, কিন্তু গোট তাহার জন্য } | বড় একটা ত্যাগ স্বীকার করিতে সন্মত । নহেনী ত্যাগম্বীকার করা দূরে থাকুক, |