পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেকলের ভারতবর্ষ প্রবাস । |or (ভারতী অ ১২৮৫ ভিনি যে আত্মোন্নতির প্রতি যত্নশীল ছিলেন | সে কেবল আপনার জন্য নয়, কিন্তু পিত্তা ও ভগিনীদিগের সত্তোষ সাধন তাহাঁর এক প্রধান উদ্দেশ্য ছিল । তিনি এক স্থানে স্পষ্টই বলিয়াছেন—“পৃথিবীতে আমার নাম হুইবে—লোকে আমাকে মান্য করিবে-এ অক্তিলাষ জামায় অহঙ্কারের - সহিত তত সজিস্ট নয় যত তোমাদের ভাল| বাসার সঙ্গে জড়িত, আমার মান সন্ত্রমের অভিলাষও এইরূপে এক কোমল ভাব ধারণ করিয়াছে । আমার প্রিয় মাতা আীমাকে যেরূপ স্নেহ করিতেন--তিনি ছেলেবেলা অবধি আমার অত্যুন্নতির প্রতি যেরূপ মনোযোগ দিতেন, তাহা হইতেই আমার এই ভাবের উৎপত্তি। আমি যাহাদের ভালবাসি তাহারা যাহাতে মুখে থাকে, | বাল্য কাল হইতে আমার তাহাই ইচ্ছা, এই | ইচ্ছা ও আমার যশোলিপসা—এই দুই ভাব এরূপ সম্মিলিত হইয়াছে যে সে দৃঢ়বন্ধন কখন ছিন্ন হইবার নহে " . এই বিষয়ে মেকলেকে আরো বলিতে দেওয়া যাক, তিনি নিজের ভাব নিজে ঘেরূপ ব্যক্ত করিতে পরিবেন আমরা বাহির হইতে তেমন পারিব না। দাস ব্যবসায়ের faelorț5th argţ şi Wilberforcea? | মৃত্যু উপলক্ষে তিনি তাহার ভগিনী হানাকে i লিখিতেছেন| stw Wilberforce গিয়াছেন । শেষ পর্য্যস্ত র্তাহার জ্ঞান জাজ্বল্যমান, তাহার চিত্ত প্রফুল্প ছিল, যাতনায় নিতান্ত অবসন্ন না হইলে আর তাহার প্রফুল্পত নষ্ট হয় - z -o-o-o-o- - - · $ নাই। মৃত্যুশয্যায় তিনি যে সকল কথা বলিলেন তাছাতে বোধ হইল তাহার অনেক দিন বাচিবার সাধ ছিল। যে ব্যক্তির সংসা- | রের আকর্ষণ এত অলপ, যাহার পরলোকে । এরূপ দৃঢ় বিশ্বাস, যাহার অর্থনাশ, শরীরক্ষয় হইয়াছে তাহার ওরূপ হওয়া আশ্চৰ্য্য বলিতে হইবে। এ কি প্রলোভন বল দেখি, যাছা আমাদের বর্তমান এত প্রকার যন্ত্রণা সত্ত্বে, ভবিষ্যৎ সুখের আশা সত্ত্বেও আমাদিগকে জীবনের প্রতি এত অfসক্ত করে ! . আমি তাহাকে যথার্থ ভালবাসিতাম—অর্থাৎ লোকের মধ্যে.যেমল সচরাচর ভালবাসা হয়,–কিন্তু সে কতটুকু ? পৃথিবী একজন লোককে ছারাইয়া কতটুকু শোক করে ? বড় বড় বিদ্বান সাধু পুরুষ ইহলোক হইতে অপস্থত হইয়া যে অভাব রাখিয়া যান তাহা কত শীঘ্র পূরণ হয়। আমি ভাবিতেঞ্ছিলাম আমার কোন পরিচিত লোক মরিয়া फूएन आभाव डाव কি রূপ হয় ? অামাদের নিজের স্বার্থপরতা দেখিয়া শেখা উচিত অন্যেরা আমাদের জন্য কত কাল শোক ‘করিবে। যদি কল্যই আমার মৃত্যু হয়, তবে যাহাদের সঙ্গে আমি, একত্রে প্রতি সপ্তাহে পানভোজন করিয়া ; থাকি তাহারা আমার অভাবে একটী | স্বস্বাদু সামগ্ৰীও অনাস্বাঙ্গে ফেলিয় রাখিবে না--স্যাম্পেন পান করিতে করিতে , কোন ললনাকে লক্ষ্য করিয়া একট হাসিও কম হাসিবে না । অন্যের প্রতি আমারও ভাব ঐরূপ । শেলীর সে সুন্দর কবিতা- ; গুলি কি ? !