পাতা:ভারতী ১২৮৫.djvu/৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- ভারতী পোঁ ১২৮৫ ) نسخ--------------- মেকলের ভারতবর্ষ প্রবাস । মেকলের ভারতবর্ষ-প্রবাস। سیاسی ایرانیان به س মেকলে বেরূপে তাহার প্রবাস যাপন করিতেন তাহা তাহীর পত্রপাঠে অবগত হওয়া যায় । তিনি লিখিয়াছেন “মাসগুলো কেমন শীঘ্ৰ চলিয়া শীতকাল উপস্থিত, সকালে কুয়াসা—বনাতের কাপোড়--কড়াই ఫ్లో, হুৰ্তন আলু এই সকল এখানকার শীতের সাহসঙ্গিক জিনিস। আমার জীবনস্রোত এক প্রকার সমান বহিয। যাইতেছে। কোন সময় কি বষ্ট পড়ি আর আমার ছোট ভগিনীটির উত্তরোত্তর বয়োরদ্ধি—এই দুয়েতেই অf মীর দিবস গণনার সাহাষ্য হয় । বৎসরের এক ভাগ ও অপর ভাগের মধ্যে কিছুই প্রভেদ দেখিতে পাইতাম না । গ্রীক লাটিন গ্রন্থ অধ্যয়ন—প্রতির্ভোজন, কাজকৰ্ম্ম-একটা বই হাতে করিয়া সায়াহ্নে ; ভ্রমণ, রাত্রিভোজন-কফি পান, শয়ন, এতেই আমার একদিনের জীবন রত্তান্ত দেখিতে পাইলে । ” ... • যাইতেছে । আবার नक्लब ৮ মার্চ ১৮৩৭ “ এক্ষণে আমার কৰ্ম্মের ভীড় অত্যন্ত । কতক দিন থেকে আমি কাজকৰ্ম্মে ভারি ব্যস্ত রহিয়াছি। যাহা হোক আমার হস্তে যে গুরুভার নিহিত ছিল তাহা এক প্রকার শেষ হইয়াছে। অার এক মাসের মধ্যে আমাদের পীনাল কোড গবর্ণমেণ্টে প্রেরিত হুইবে । এই ফৌজদারী আইন শতকোটি - _1 - লোকের জন্য—ইহার স্বত্র সকল সমর্থন ও } ব্যাখ্যা করিয়া টীকা প্রস্তুত হইয়াছে । ইহার ভালমন্দ ঈশ্বরই জানেন যখন শুধু এই বই খানির প্রতি দৃষ্টি করি তখন ইহার বিশেষ কিছু গুণ দেখিতে পাই না, কিন্তু ইংরাজি । ফরাসিস কোড সকলের তুলনায় ইহাকে ] প্রাধান্য দিতে হয় । আমার শরীর পূর্ব l বৎ সুস্থ আছে—সময় দ্রুত বেগে চলিয়। যাইতেছে। এক দিন আর দিনের সঙ্গে এমন সমান যে আমার অভ্যাসক্রমে কোন সময় কোন বই পড়ি তাহ সেই বইয়ের মধ্যে পেনিসল দিয়া টুকিয় না রাখিলে কীলের গতি নিরূপণ করা অামার পক্ষে কঠিন হইত। অমুক ঘটনা কোন সময় হইয়াছে তাহ! জানিতে হইলে আমি ভাবিয়া দেখি সে দিন আমি কি বই পড়িতে ছিলাম—বইয়ের পাতা উল্টাইয়া তারিখ দেখিয়া দিন স্থির করি-তখন দেখিয়া অবাক হই যে আমি যাহা ছু-তিন মাসের । ঘটনা মনে করিতে ছিলাম তাহ হয়ত এক । বৎসর পূর্বে সংঘটিত হইয়াছে । ” . মেকলের ন্যায় পেটুক পাঠক কেহ } কুত্রাপি দৃষ্টি করে নাই। ভাগ্যে তিনি । গ্রন্থ-কীট ছিলেন তাই তিনি তাহার প্রবাস ! কাল কথঞ্চিৎ যাপন করিতে সক্ষম ইয়া | ছিলেন। তাহার না এদেশ পছন্দ হইত | না তিনি এ দেশের লোকেদের সঙ্গেই -