পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতী মাঘ ১২৮৫) কাতন্ত্র জীবনী । | কেননা নন্দ গ্রেসিদ্ধ চন্দ্রগুপ্তের অব্যব| হিত পূৰ্ব্বে মগধ রাজ্যের সিংহাসনে আরূঢ় | ছিলেন, ভারত ইতিহাস অনুসারে চন্দ্রগুপ্ত খ্ৰীঃ পূঃ ৩১৫ অব্দে মগধ সিংহাসনে আরোহণ করেন। এই জন্যই মোক্ষমূলর কাতায়নকে খ্ৰীঃ পূঃ চতুর্থ শতাব্দির পরাদ্ধের লোক | বলিয়া নির্দেশ করিয়াছেন(১) । অধ্যাপক বোংলিঙ্ক, প্রায় উক্ত মতের অনুকরণ করিয়াছেন(২) । কিন্তু আমরা তাহদের সিদ্ধাস্তুের উপর নির্ভর করিয়াই সস্তুষ্ট থাকিতে পারি না। এমন কি তাহারা যে “কথা সরিৎসাগরের” উপল্ল্যাসের প্রতি বিশ্বাস ক রিয়া উক্ত সিদ্ধান্তে উপনীত হইয়াছেন সেই উপন্যাসই আমাদের নিকট নিতত্তে আবিশ্বাস্য বলিয়া প্রতীতি হইতেছে । কেননা, আমরা পূৰ্ব্বেই বলিয়াছি সৰ্ব্বধৰ্ম্ম। শালিবাহনকে সুশিক্ষিত করিবার জন্য কাতন্ত্র (সন্ধি, চতুষ্টয় ও আখ্যাত) খ্রীষ্টের জন্মের অব্যবহিত পূৰ্ব্বে প্রণয়ন করিয়াছেন। কাত্যায়ন কাতন্ত্রে কৃৎ প্রকরণে অভাব দেখিয়াই কুৎস্থত্র বিরচন করেন, ইহা অব শুই স্বীকার করিতে হইবে যখন কাতন্ত্র সাধারণ্যে কথঞ্চিৎ প্রচরন্দ্রপ হইয়াছিল এবং তাহাতে কৃৎসূত্রের অভাব লক্ষিত হইয়াছিল তখনি কাত্যায়ন সেই অভাব দূরীকরণ জন্য কাতন্ত্রের কৃৎস্বত্র প্রণয়ন সাহিত্যের ইতিহাস’ নামক গ্রন্থ ২৪২– २8७ श्रृंश्लेो । - - («) Vide Otto Boethlingk's Pánini p. xiv.-xviii. - (১) মোক্ষমূলার কৃত “প্রাচীন সংস্কৃত করেন। যদি কাত্যায়ন সৰ্ব্ববৰ্ম্মার কাতন্ত্র প্রণয়নের মূনকল্পে ১০১৫ বৎসর পরেও কিম্বা তদপেক্ষ ২০৩০ বৎসরের পূৰ্ব্বের লোক কখনি হইতে পারেন না । সুতরাং আমরা মোক্ষমূলার অথবা বোৎলিঙ্কের যুক্তির উপর কি প্রকারে আস্থাবান হইব । । এবং কথাসরিৎসাগরের উপন্যাসের উপর নির্ভর করিয়া প্রায় সীদ্ধদ্ধিশত বৎসরের পূৰ্ব্বকালীন মহারাজ নন্দের মন্ত্ৰী বলিয়াই । তাহাকে কি প্রকারে স্বীকার করা যাইতে পারে ? আমরা বেস্ বলিতে পারি কাত্য মুন মুনি ছিলেন বলিয়াই প্রায় ৩৫০ বৎ- } সরের পূর্ববৰ্ত্ত নন্দের মন্ত্রিত্ব পদে নিযুক্ত | থাকিয়া পরে ৩৫০ বয়ঃক্রম সময়ে কাতন্ত্রের কৃৎস্বত্র প্রণয়ন করিয়াছেন—একথা এখন r কেহই সম্ভবপর বলিয়া জ্ঞান করিবেন না। ] এখন যদি আমরা কাত্যায়নের আবির্ভাব { কাল খ্ৰীঃ পূঃ প্রথম শতাব্দির প্রারম্ভ কিম্বা { তাহ অপেক্ষ কয়েক বৎসর পূর্ব সময় { বলিয়া নির্দেশ করি, বোধ হয়, তাহা হইলে { নিতান্ত ভ্রমে পতিত হইব না । অনেকে আপত্তি করিতে পারেন যে,{ যখন রাজতরঙ্গিণীতে লিখিত আছে "অভি{ ! মন্ত্র্য, চন্দ্র এবং অন্যান্য ব্যাকরণ প্রত্বে: تستعتنقتنا ------ কৃৎস্বত্র প্রণয়ন করিয়া থাকেন তবে তিনি | প্রায় স্ত্রীষ্টের জন্মের সমকালে যে কৃৎস্বত্র । প্রণয়ন করিয়াছেন ইহা স্পষ্ট দেখিতে | পাওয়া যায়। মনে কর, কাত্যায়ন নিতান্ত ! বৃদ্ধ বয়সে ৮০৷৯০ fক ১০০ বৎসর বয়সে } ও যদি কাতন্ত্রের কুৎস্থত্র প্রণয়ন করিয় { থাকেন তবে তিনি খ্ৰীঃ পূঃ প্রথম শতাব্বি |