r— | ভারতী মাঘ ১২৮৫) y o বৎসরে সমস্ত ভারতে বিশেষ প্রতিষ্ঠালাভ করিয়া কাশ্মীররাজ অভিমন্থার দেশে আসিয় তাহার আদেশে প্রচারিত হইবে আtশ্চর্য্য কি ? কুৎস্থত্র প্রণয়ন জন্য কাতন্ত্রের সহিত কাত্যায়নের যে জীবনগত সম্পর্ক আছে তাহ পর্য্যালোচনা করিলে কাত্যtয়ন যে গ্রীষ্টের জন্ম সময়ে জীবিত ছিলেন তৎসম্বন্ধে অণুমাত্রও সন্দেহ নাই। সুতরাং অভিমনু্যর রাজত্বকাল নিরূপণ সস্বন্ধে যে বোংলিঙ্ক বিষম ভ্ৰম করিয়াছেন তাহা একটুকু বিবেচনা করিলে সম্যক প্রতীতি হয় । কেননা যদি বোংলিঙ্কের মতানুযায়ী অভিমন্ত্র্যর রাজত্বকাল খ্ৰীঃ পূঃ শত বৎসর পূৰ্ব্বে হয় তবে পতঞ্জলীর মহাভাষ্য ইহার অনেক পূৰ্ব্বে রচিত হইয়াছে এবং কাত্যায়নের বার্তিক ইহাপেক্ষাও পূৰ্ব্বে বিরচিত হইয়াছে, অতএব যখন কাত্যায়ন কাতন্ত্রের কৃৎস্বত্র প্রণয়ন করেন তখন র্তাহার বয়ঃক্রম প্রায় ২০০ কি ২৫০ বৎসর হইয়াছিল, ইহা কি কেহ বিশ্বাস করিবেন ? গোল্ড কারের মত গ্রহণ করিয়া কেহ কেহ কাত্যায়ন এবং মহাভায়াকার পতঞ্জলিকে সমসাময়িক লোক বলিয়া নির্দেশ করিয়াছেন(১) এবং কেহবা কাত্যায়নকে পতঞ্জলির আচার্য্য বলিয়া থাকেন (২) এ উভয় কথাই আমাদের নিকট নিতান্ত (S) Chamber's বররুচিশীর্ষক প্রস্তাব। - (?) Chamber's Encyclopædia vol. vii. p. 232, “Panini.” Encyclopædia “ Katyana” এবং ঐতিহাসিক রহস্যের অযৌক্তিক বলিয়া বোধ হয় না। আমরা { উপরে বলিয়াছি কাতন্ত্রের কুৎস্বত্র প্রণয়ন । জন্ত কাতন্ত্রের সহিত কাত্যায়নের জীবন গত যে সম্বন্ধ আছে তাহাতে প্রমাণ হুই । তেছে, যে তিনি খ্ৰীষ্ট্রের জন্মের সমকালে জীবিত ছিলেন। আবার কাতন্ত্রের সহিত | ses : তাহার জীবনগত সম্বন্ধ থাকাতে ইহাও । বিলক্ষণ সপ্রমাণ হইতেছে যে তিনি খ্ৰীঃ } পূঃ প্রথম শতাব্দির প্রারম্ভে অথবা তাহা । অপেক্ষ কয়েক বৎসর পূৰ্ব্বে আবির্ভুত | হইয়াছিলেন। সুতরাং তিনি খ্ৰীঃ পূঃ প্রথম | শতান্ধির যে আরম্ভ হইতে শেষ পৰ্য্যস্ত জী-{ | | | | বিত ছিলেন তাহা একরূপ ঠিক হইল। য- } খন পতঞ্জলির মহাভাষ্য ৫০ কি ৬০ খ্ৰীষ্টাৰে | কাশ্মীররাজ অভিমন্ত্র্যর আদেশে তদেশে | প্রচারিত হয় তখন অবশু ঐ মহাভাষ্য ভাব্লতে খ্যাতিলাভ করিয়াছিল । আজ কাল মুদ্রাঘন্ত্রের প্রভাবে যদিচ কোন গ্রন্থের উৎকর্ষপকর্ষ এবৎসরেই সমুদায় স্থানে | নিৰ্ব্বাচিত হইতে পারে কিন্তু পূৰ্ব্বকালে । রত্নসম অমূল্য গ্রন্থও ৬০৭০ বৎসরের নুনে ? জনসমাজে সমালোচিত হইয় তাহার } উত্তমাধমতা সাধারণ্যে নিৰ্ব্বাচিত হইত না ; } t | o . | g | স্বতরাং পতঞ্জলির মহাভাষ্য যে অভিমন্থার } সময় অপেক্ষ নুনি করে ৮-৯ বৎসরের । পূর্কের গ্রন্থ তাহার সন্দেহ নাই। এবং { মহাভাষ্য কাত্যায়নের বার্ভিকের পরকীয় }; গ্রন্থ হইলেও যে খুঁীঃ পূঃ প্রথম শতাব্দির }, পরীদ্ধে রচিত হইয়াছে তাহার কোন ভুল ? নাই(১) সুতরাং কাত্যায়ন এবং পতঞ্জলি : (১) কাহারও কাহারও মতে পতঞ্জলি ! -
পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৬৫
অবয়ব