পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ভারতী মাঘ ১২৮৫ } সাহসী হইতে পারি। কাত্যায়নের সময় |সম্বন্ধে কেহই তেমন অভ্রান্ত প্রমাণ দেন । | নাই, (১) প্রত্যুত যিনিই কাত্যায়ন লইয় কিছু আন্দোলন করিয়াছেন কেবল স্বীয় অনুমানের আশ্রয় লইয়াই প্রায় তাহার পরিসমাপ্তি করিয়াছেন। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের বিশ্বাস পাণিনি কাত্যায়ন হইতে | অনেক পূর্বের লোক ; কেহ বলেন পাণিনি | সম্ভবতঃ খ্ৰীঃ পূঃ ৮০০ ও ৭০০ অক্টের মধ্য | বৰ্ত্তী সময়ে বর্তমান ছিলেন (১)। আমা | দের বিবেচনায় পাণিনি ইহা অপেক্ষাও ! অনেক পূর্বের লোক (২)। - কাতন্ত্রের কৃৎ-সুত্র প্রণয়ন জন্ত কাতন্ত্রের সহিত কাত্যায়নের জীবনগত সম্পর্ক থাকাতে তদীয় কালনিরূপণ সম্বন্ধে যেমন একটা প্রমাণ আবিস্কার হইয়াছে ; আমরা যত দূর জানি ; তাহ তে ইতি পূৰ্ব্বে ঈদৃশ কোন সটীক প্রমাণ আবিস্কৃত হয় নাই— অনেকেই কাত্যায়নের আবির্ভাব-কাল-নির্ণয় লইয়া বিশেষ সন্দিহান আছেন ; (২) তবে | (১) শ্ৰীযুক্ত মণিয়ারউ ইলিয়ম্স্ সাহেব বলেন “কাত্যায়ন সম্ভবতঃ পাণিনির এক | শত বৎসর পরে বিশ্বসংসারে অবতীর্ণ হই সুঃছিলেন । Indian Wisdom, p. 170. #g# বাবুও এই মত অধিক সঙ্গত বলিয়াছেন। “পাণিনি” নামক প্রস্তাব ১১৬ পৃষ্ঠা। | “যদিও কাত্যায়নের আবির্ভাব কাল সম্বন্ধে এ পর্য্যন্ত কোন বিশ্বাস্য প্রমাণ প্রাপ্ত হওয়া যায় নাই, তথাপি দৃঢ়ত সহকারে নির্দেশ করা যাইতে পারে যে, তিনি পাণিনির পরে ও পতঞ্জলির পূৰ্ব্বে বর্তমান ছিলেন।” পাণিনি নামক প্রস্তাব ১১৬ পৃষ্ঠা ! মোক্ষ মূলারও যে কাত্যায়নের আবির্ভাব সময় সম্বন্ধে সন্দিহান ছিলেন তাহা প্তাহার এই কথাতেই বুঝা যাইবে “যদি কাত্যায়ন ও دوب۔--سی: ، ۔۔ حبیبه تبxمسبوبہ بہ لائعح সে সম্বন্ধে যে যুক্তি দিয়াছেন তাহার সারাংশ । চারি সহস্র ব:ষ্টিকের মধ্যে আবার নু্যনতঃ । (২) শ্ৰীযুক্ত বাবু রজনীকান্ত গুপ্ত বলেন । দশ সহস্র বিশেষ স্থল পরিলক্ষিত হইয়া | থাকে । এক্ষণে জিজ্ঞাস্য এই ষে পাণিনির । গ্রন্থে এত দোষ বর্তমান রহিয়াছে অথচ সেই পারিনি পূৰ্ব্বকাল হইতে এখন পর্য্যস্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৈয়াকরণ বলিয়া গণ্য ; ইহার কারণ এই যে পাণিনি কাত্যায়ন হই, তে বহু পূৰ্ব্বের লোক। পাণিনি এত পূৰ্ব্বের লোক যে, তাহার সময় যে সকল বৈয়াকরণিক নিয়মাদি শুদ্ধ রূপে পরিগণিত ছিল কালে কাতায়নের সময়ে তাহাই অপ্রচলিত । منبع:مع - باید - عیت পাণিনির আবির্ভাবের সময় এক না হয়” । ] মোক্ষমূল্যরের “প্রাচীন সংস্কৃত সাহিত্য” ১৮৪ পৃষ্ঠা । (১) বাবু রজনীকান্ত গুপ্ত প্রণীত পা- | ণিনি নামক প্রস্তাব ৯১ পৃঃ । (২) বাবু রামদাস সেন মহাশয়ের মতেও পাণিনি, রজনী বাবুর নির্দিষ্ট কাল হইতে | অনেক পূৰ্ব্বে আবির্ভাব হইয়াছিলেন ; ৫ম ভাগ বান্ধব ৫ম সংখ্যা পাণিনি শীর্ষক গ্ৰ | স্তাব দেখ । বাবু রজনীকাত্ত গুপ্ত মহাশয়, পাণিনি যে কাত্যায়ন হইতে অনেক পূর্কের লোক- } عني এই—কাত্যায়ন পাণিনি প্রণীত ৩৯৯২ কিম্বা ৩৯৯৩ সূত্রের মধ্যে সাৰ্দ্ধ সহস্র অপেক্ষা : ও অধিক সূত্রে ভ্রম প্রদর্শন করিয়া স্বীয় } ক্ষমতার পরিচয় দিয়াছেন । এগুন্নিবন্ধন | চারি সহস্ৰ বৰ্ত্তিক বিরচিত হইয়াছে । এই ! $ 3. } -