পাতা:ভারতী ১২৮৫.djvu/৪৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8నని ছিন্ন মুকুল । (ভারতী, ফাঙ্কন ১২৮৫ | छादिब्रा थरशान कनकटक फ्राका प्रार्टाहेप्ङ লিখিলেন । ত্ৰেয়োদশ পরিচ্ছেদ—স্নেহের পুরস্কার। kাসিয়া অবধি প্রমোদ মাঝে মাঝে কনকের নিকট ১-২ টাকা করিয়া চাহিয়া পাঠাইতেন । যামিনীনাথ তাহাকে যেরূপ পাইয়া বসিয়াছিলেন তাহতে প্রমোদের আপন ব্যয়েরই অর্থ কুলাষ্টয়া ওঠা ভার হইত। ধনশালী বলিয়া প্রমোদের থ্যাতি আছে, সুতরাং তাহার ঘাড় ভাঙ্কিবার ইচ্ছায় যামিনীনাথ আজ থিয়াটারে চল, আজ হোটেলে খান দেও, আজ সারকস দেখিয়া আসি, এইরূপ ধরিয়া পড়িতেন, প্রমোদেরও ধনশালী বলিয়া মনে মনে একটু অহঙ্কার আছে,তিনিও সহজে সে নামটি খোয়াইতে চাহিতেন না । লজ্জার,খাতিরে যামিনী বাবুর কথাগুলি কাজেই রাখিতে হইত। সুশীলার নিকট হইতে প্রমোদ কলি কাতায় থাকিবীর যে খরচ পাইতেন এইরূপ ব্যয়ে তাহার সে অর্থে কুলাইয়া ওঠা ভার হইত। আজ হাতে টাকা নাই অথচ যামিনী ! আসিয়া বলিলেম থিয়েটার যাইতে হুইবে— আত্মাভিমানীদের না’ বলিতে তাপমান বোধ হয়—প্রমোদ আত্মাভিমানী, হাতে যে টাকা আছে লজ্জার অনুরোধে তাহাতে সেই দিনকার থিয়েটার দেখা চলে, কিন্তু পরে কলেজের মাহিনে চাই, অন্যান্য আবশ্যক করিয়া তাহার উপর ক্রুদ্ধ হইবেন । কি ক | রিয়া দিবে ? অথচ না দিলেই নয়, প্রমোদ খরচ চাই, সুশীলার নিকট চাহিলে আর অধিক টাকা পাইবার আশা নাই, কারণ - শীলার বিশ্বাস ছিল,বেশী টাকা হাতে পাইলেই ছেলেদের স্বভাব विशक्लिग्नां याग्न, श्তরাং তাহার নিকট প্রমোদ ঢাহিতে পারেন না, চাহিলে টাকা দেওয়া দূরে থাকুক বরং স্বশীলা প্রমোদের স্বভাবের প্রতি সন্দেহ রেন, প্রমোদ আবশ্যক হইলেই চুপে চুপে অগত্য কনককে পত্র লিখিতেন, কনক কষ্টে স্বষ্টে যে কোন প্রকারেই হউক প্রমোদকে টাকা পাঠাইত। কিন্তু সে টাকার জোগাড় করিতে কনকের যে কিরূপ মাথ৷ কাটা কুটি করিতে হইত, জানিলে হয়তে। প্রমোদেরও মায়া হইত, আপন খরচ বিষয়ে ***उl उिनि नादश्वान शहेtउग, दिछु ५०র্য্যস্ত কনক কখনো সে কষ্টের কথা প্রমো- - দকে বলে নাই । কনক মাসে যে ১৫ টাকা করিয়া হশীলার নিকট হইতে জলপান পাইত, সেই টাকাণ্ডল, না খাইয়া না কিছু | কিনিয়া যত্নে জমাইয়া ভ্রাতার জন্য পাঠাইত, ५२९ उाश', ড়ি রাত্রি ‘ পৰ্য্যস্ত জাগিয়া সেলাই করত: তাহ গোপনে বিক্রয় পূর্বক টাকা গুলি ভ্রাতাকে পাঠাইত । ২ণ২৫ টাকা বলিয়া যেন কনক কষ্টে স্বষ্টে ভাইকে তাছা জোগাইভ, কিন্তু এবার যে প্রমোদ হিতাহিত বিবেচনাশূন্য হইয়া একেবারে ২• শত টাকা চাহিয়া পঠাইয়াছেন, ইহা এখন কনক কোথা হইতে কেমল ক. ন টাকা না পাইলে তাহাকে জেলে |