পাতা:ভারতী ১২৮৫.djvu/৫১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অগুসরণ-প্ৰেম । (ভারতী, ফাঙ্কন ১২৮৫ ক্রমশঃ জলদ ছাইল আকাশ অশনি সরোষে জলি, মাথার উপর দিয়া তরণীর অভিশাপ গেল বলি ! নাবিকেরা এবে বিধাতারে তবে ডাকিল কাতর স্বরে, তরণী হইতে কোলাহল ধ্বনি উঠিল আকাশ পরে : একটি লহরী উঠেনি সাগরে একটু বহেনি বায়--- তড়িত-চরণে অশনি কেবল দিক হোতে দিকে ধfয় ! সহসা ত্ৰুকুট উঠিল সাগর পবন উঠিল জাগি, শতেক উরমি মাতিয়া উঠিল, সহস! কিসের লাগি । সাগরের অতি দুরত্ত শিশুরা কহিয়া অফুট বাণী, উলটি পালটি খেলিতে লাগিল লইয়। তরণী খানি । দারুণ উল্লাসে সফেন সাগর অধীর হইল হেন— ভাঙ্গে-বিভোলা মহেশের মত নাচিতে লাগিল যেন ? তরণীর পরে একেল অটল দাড়ায়ে বীর আমার, শুনি ঝটিকার প্রলয়ের গীত বাৰিছে হৃদয় তার । দেখিতে দেখিতে ডুবিল তরণী ডুবিল নাবিক যারাযুঝি বুঝি বীর সাগরের সাথে হুইল চেতন হার ! আকাশ হুইতে নামিয়া, ছুইয়ু অধীর জলধি জল, পদ তলে আসি করিতে লাগিল উরমির কোলাহল । , অধীর পবনে ছড়ায়ে পড়িল কেশ পাশ চাঞ্জি ধায়-- সাগরের কালে ঢালিতে তখন লাগিযু গীতের ধার }