___५****८ -T ভারতী, ফাল্গুন ১২৮৫ ) জীবরহস্যের কতক অংশ ভূপৃষ্ঠে, কতক ! ভূগর্ভে, কতক বা পৰ্ব্বতগহবরে এবং অপর কতকগুলি নদী অথবা সমুদ্রগর্ভে দৃষ্ট হইয়। থাকে। নদীর নিয়ভাগ কিম্বা পৰ্ব্বতের মধ্য দিয়া রেলের রাস্ত প্রস্তুত করিবার সময়ও ভূগর্ভের অনেক জীবরহস্য প্রকাশিত হইযুছে । এই সকল তলবত্মা এতই দীর্ঘ ও গভীর যে তন্মধ্যে সমুচ্চ মন্দির সংস্থাপন করিলেও তাচার অগ্রভাগ দৃষ্ট হয় না । ফলতঃ ঐ সকল স্থান খনন করিবার সময় কৰ্ম্ম কারকেরা যে সঞ্চল পশুপক্ষর অস্থি এবং মংস্য, কচ্ছপ, শস্কুক ও অপর কতক গুলি ক্ষুদ্র ক্ষুদ্র পতঙ্গের দেহাবশেষ প্রাপ্ত হয়, তস্থার জীবরহস্যের অনেক বিষয় আবিষ্কৃত হইয়াছে । জীবের দেহাবশেষ গুলি ভুগত্বের এতদূর নিয়ে অবস্থিত যে তা | দৃশ অপরিচিত স্থানে কোন ব্যক্তি কেতু : হল পরতন্ত্র হইয়। ঐ সকল বস্তু রাখিয়া iদবে, ইহা কখনই সম্ভব নহে । বরং পুরাকালে পৃথিবীতে যে ঐ সকল জীব বর্তমান fছু, তাংশ নিম্ন প্রদেশে উহাদের অবস্থানই তাগর, প্রমাণ। উল্লিখিত দেহাবশেষ ব্যতীত ভূপৃষ্ঠের অনতি নিয়ে, ধাতু, ! অস্থি ও প্রস্তরনিৰ্ম্মিত নানাবিধ অস্ত্র ও ! শিল্পৰ্যন্ত্র এবং মনুষ্যের বাবহারোপযোগী বিবিধ অলঙ্কার ও মৃণায় পাত্র দৃষ্ট হইয়া } থাকে । এতদ্বারা বুঝ। যাইতেছে যে ঐ স. ! কুল দ্রব্য কোমনা কোন সময়ে আমাদের | পূৰ্ব্বপুরুষ কর্তৃক বিনিৰ্ম্মিত ও ব্যবহৃত হইত। এই জন্তই খাত খনন করিবার সময় ও কোন কোন গৰ্ব্বত-গুচমিয়ধা ঐ সকল দ্রব্য
- - - ----- &-:ఎTLSo:_E
জীবরহস্য ।
------------ *
な数。 o ॐहूव পরিমাণে লক্ষিত হইয়া থাকে। সেই ; রূপ মৃদঙ্গার-খণিতেও ভূগর্ভস্থ নানা প্রকার | পদার্থের সন্ধান পাওয়া যায়। এই সকল | খণির মধ্যে কোন কোনটা আবার এতই । গভীর যে তিন চারি খানি বঁাশ উপযুপিরি বাধিয়া তন্মধ্যে নামাইয় দিলেও উহার তলদেশ স্পৃষ্ট হয় না। সুতরাং ঈদৃশ গভীরতম প্রদেশে উপনীত হইতে হইলে, কৰ্ম্মচারাদিগকে অনেক দূর পর্য্যন্ত মৃত্তিকারাশি | ভেদ করিয়া যাইতে হয়। তখন এই মৃত্তিকারাশি স্তরে স্তরে সজ্জীভূত বলিয়। প্রতীত | হয় । বস্তুত একখানি লোহিত ইষ্টকের उ-! পর অপর একখানি কৃষ্ণবর্ণের ইষ্টক এবং । তদুপরি অীর একখানি শ্বেতবর্ণের ইষ্টক এই ! রূপে পর্য্যায়ক্রমে রাখিয় দিলে যে রূপ j দেখায় পূৰ্ব্বোক্ত মৃত্তিকারাশির দৃশ্যও সেই রূপ । এই স্তর গুলি কোথাও কঠিন মৃত্তি- } কার হ্যায়, কোথাও বালুকাময়, কোথাও । কর্দমসদৃশ এবং কোথাও বা কর্করবৎ আকার ধারণ করে। এদেশে কূপ খনন করিবার } সময় মৃত্তিকামধ্যে এরূপ স্তৱ দেখিতে | পাওয়া যায়: এতদ্ভিন্ন স্বর্ণ, রৌপ্য ও } লৌহ প্রভৃতি ধাতুর খণিতেও পূৰ্ব্বোক্ত | স্তর দৃষ্টিগোচর হইয়া থাকে। সেইরূপ যে | সকল পৰ্ব্বতের পাশ্ব দেশ হইতে খড়িমাটি | ও মাৰ্ব্বল নামক প্রস্তর প্রাপ্ত হওয়া ৰায়, । সেই সকল স্থান খনন করিতে করিতেও | জীবরহস্যের অনেক বিষয় প্রকাশিত হই- } য়াছে। অনেক স্থলে আবার প্রকৃতি এ বিযয়ে আমাদিগের পথ প্রদর্শন করিয়া থা | কেন । সমুদ্র ও নদীতীরস্থ ক্ষুদ্র ক্ষুদ্র গিরি