পাতা:ভারতী ১২৮৫.djvu/৫৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f ভারতী চৈত্র ১২৮৫ ) কাতজোবী। জঘম্য যুগে ভারতে আর কেহ জন্ম গ্রহণ করিয়াছেন কি না সন্দেহ কিন্তু এই দেবতুল্য মহোদয়কেও কোন কোন শফরীপ্রকৃতি লোক নিন্দ করিতে ক্রট করেন নাই। হলায়ুধ নামক লক্ষণসেনের জনৈক প্রিয় মন্ত্রী কাতন্ত্রগণের (ধাতুপাঠের) এক খান টীকা প্রণয়ন করেন। তিনি ঐ গণটীকার এক স্থলে দুর্গসিংহ, সৰ্ব্ববৰ্ম্ম এবং কাতন্ত্রের প্রায় সকল টাকাকারকেই নিন্দ করিয়াছেন। দুর্গসিংহ সম্বন্ধে বলিয়াছেন “ আচাৰ্য্য দুর্গসিংহ সততই প্ৰলাপ वi GJ বলিয়াছেন ( २२) । ” श्ञांछूटूथब्र ন্যায় একজন প্রসিদ্ধ মহাত্মাও যে নীচ প্রবৃত্তির আয়ত্ত হইতে অব্যাহতি পাইলেন না ইহা অতীব আশ্চৰ্য্য। আমরা জানি যে হলায়ুধ সংস্কৃত সাহিত্য-জগতে সুপরিচিত ও তিনি একজন স্থপণ্ডিত— বলিতে পারি না কেন তঁtহার এবশুপ্রকার মতিচ্ছন্ন হইয়া ছিল। তবে কথা এই তিনি আজীবনই প্রায় গোঁড়াধিপতি লক্ষণ sসনের অতি প্রিয় পাত্র মন্ত্রী ছিলেন বলিয়া লোকুসমাজে অতিশয় সম্মানিত ছিলেন । লোকে তাহাকে প্রায় দেবতাবৎ জ্ঞান করিত ( ২৩ ) । বোধ হয় ( ২২ ) অচির্য্যে। দুর্গসিংহঃ প্রলপতি সততং বুদ্ধিহীনন্ত্রিনেত্রঃ । (হলীয়ুধ ) । (২৩) গুরোর্বচঃ সত্যমসত্যমন্যদ, গঙ্গাজলং পেয়মপেয়মন্যৎ । শস্তুেt: পদং লেবামসেব্যমন্যৎ হলায়ুধঃ পাত্রমপ ক্ৰমন্যুৎ। এই জন্যই তিনি আপনাকে হিমালয় । হইতেও উচ্চতর জ্ঞান করিতেন, পৃথি বীর অন্যান্য সকল লোকই তাহার নিকট | তুচ্ছ ছিল সুতরাং তিনি দুর্গসিংহ প্রভূতিকে যে অপদার্থ জ্ঞান করিবেন তাহা । ও বিস্ময়কর নহে। কিন্তু তাই বলিয়াই ; তাহার কথাকে বেদবাক্য বলিয়া স্বীকার | করিতে পারি না। আমাদের বিবেচনায় । মহাসাগরের সহিত যেমন চঞ্চল প্রকৃতি । ক্ষুদ্র স্রোতঃস্বতীর তুলন। হইতে পারে না, | সেইরূপ বিদ্যা বিষয়ে দুর্গসিংহের সহিতও | হলাযুধের তুলনা হইতে পারে না। এমন | কি হলাযুদ্ধ কাতন্ত্র সম্বন্ধীয় যে যে গ্রন্থকা রকে উপহাস করিয়াছেন তাহারা কেহও । র্তাহ অপেক্ষ বিদ্যা বুদ্ধিতে বড় নিকুট হইবেন না। সুতরাং হলাযুদ্ধ তাহাদিগকে { কেবল জনসমাজে { আপনাকেই হাস্যাম্পদ ও পরনিন্দারূপ | অযথা লিনা করিয়। দোষে কলঙ্কিত করিয়া গিয়াছেন। কাহারও কাহারও মতে কাতন্ত্রপরিশিষ্ট প্রণেতা স্ট্রপতিদত্ত "গুরু দ্বারা যদুক্ত হই- { য়াছে।” (গুরুণা যদুক্তং) ইত্যাদি বচন দ্বারা | দুর্গসিংহের শিষত্ব স্বীকার করিয়াছেন। } তিনি কোন স্থলে একথা বলিয়াছেন তাহ { আমরা এপর্যাস্তু অনুসন্ধান করিয়া লা পীইলেও একথায় সৰ্ব্বাংশে সন্দিহান হইতে, পারি ; কেন মা তাহার লিখাতে এমন } কোন প্রমাণ পাই নাই যদ্বারা উহাকে | দুর্গসিংহের সমসাময়িক লোক বলিয়া । স্বীকার করা যায়। প্রভূত তিনি মাঘ | ভারবি প্রভৃতি দুর্গসিংহের পরকীয় भहाजां SSTTSTSAASAASAASAASAAAS § ..ч. o २