পাতা:ভারতী ১৩১৮.djvu/১০৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

沙98° দিদি বলিয়া ডাকিবে ! জিজ্ঞাসা করিল “তোমার মা কই ! কালী কই ?” “কালীকে ম ঘুম পাড়াচ্চেন—সে কেবল দিদি দিদি করে কাদে, থামাতে পারা যায় না।” , “তুমিও যে বড় কঁদ সাবিত্র । কঁদলে কি আর তাকে ফিরে পাবে! ওতে কেবল মাকে কষ্ট দেওয়া হয় ।” সাবিত্রী নতমস্তকে ফুকরিয়া উঠিল “ আমি দিদিকে ছেড়ে যে কখনও থাকিনি ৷” “চিরদিনের সুদীকে ও লোকে ভুলে যায়, জগতের নিয়মই এই ৷” “আমি এত শীগগির কি করে ভুলব ? দিদির সঙ্গী কমল দিদি আজ এসেছিল, কতদিন সে দিদির সঙ্গছাড়া—তবু দিদির নাম করে কেঁদে কেঁদে অস্থিচৰ্ম্ম সার হয়ে গিয়েছে। সেও অার বেশী দিন বাচ বেনা। তাবা দিদিকে ভুলতে পারেনি, আমি কি করে ভুলব ?

  • কে এসেছিল ! নরেন ভাদুড়ীর স্ত্রী ? তার বুঝি খুব কষ্ট হয়েছে ? নরেন ভtaড়ীর

স্ত্রী ন সে ?” “আপনি জানেন বুঝি, তার স্বামী গুনেছি ভাল লোক নন -কমল দিদিকে খুব কষ্ট দেন। দিদি কেবল কমল দিদির নাম করে চোখের জল ফেলতেন, কমলা দিদিকে তিনি বড় ভাল বাসতেন ।” বিশ্বেশ্বরের অনেক ‘ দিনের কথা মনে পড়িল। কমলার সহিত বিবাহের জষ্ঠ সঙ্গীর সেই দৌত্য কাৰ্য্য। আবার হৃদয়ে একটা আঘাত লাগিল । छाङ्दी कक्रध्नरिव्र श्रांनिब्र! डांकिप्लन “দ্যবিত্ৰী ! কার সঙ্গে কথা ক'চস্ মা ?” खांब्रशै। 銀 ফাগুন, ১৩১৮ সাবিত্রী ফিরিয়া বলিল “বিশু দাদা ” “বশ্বেশ্বর ! এস বাবা” । বিশ্বেধর নীরবে তাছাকে প্রণাম করিয়া একটু বগিল। জাহ্লবীর সমক্ষে তাছার যেন শ্বাস বন্ধ হইয়া আসিত । বেশীক্ষণ বসিতে পারিল না । বিদায় লইয়া উঠিঙ্গ পড়িল । অতি প্রত্যুষে চাদপুর অভিমুখে চলিল । প্রতিভ্রমণের পূৰ্ব্বেই নরেন্দ্রকে ধরিতে হইবে। अ5ि:ब्र छमिनाtब्रम्न क्षणग्नशैंन भाषा%भग्न অট্টালিকা চক্ষের সম্মুখে পড়িল । বিশ্বেশ্বর চক্ষু নত করিয়া গেটের নিকটে পৌছিল । বাহিরের উস্তানেই এক ধান বেঞ্চের উপরে নরেন্দ্র ভাদুড়া বসিয়া প্রাতঃসমীর সেবন করিতেছেন। মুখখান অতি বিষণ্ণ যেন পীড়িত। বিশ্বেশ্বর গিয়া সম্মুখে দাড়াইল । জমিদার সবিস্ময়ে জিজ্ঞাসা করিল “কে আপনি মশায় ?” “আমার নাম বিশ্বেখর মৈত্ৰেয় । পুরে আমার বাড়ী ।”

  • মশায়কে দেখেছি দেখেছি বোধহচ্চে, বমন ৷”

“দেখ বেন তার আর আশ্চর্য্য কি— আপনি মহংপুরে প্রায়ই হাওয়া থেতে বেতেন আমি অতি সামান্ত লোক কখনও চোখে बश्९ পড়েছি বোধহয় ।” .নরেঞ্জ একটু চঞ্চল ভাবে নড়িয়া বসিল । বলিল “মশায়ের কি প্রয়োজন ? “প্রয়োজন আছে একটু নিস্কনে বলতে stझे ।” “এ ত নিৰ্বজন স্থানই । কি বলতে চান বলতে পারেন ।” 影 विप्चत्रव्र छूमिका ត្រុំ মাত্র ন!