পাতা:ভারতী ১৩১৮.djvu/১২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫শ বর্ষ, দ্বাদশ সংখ্যা বরপক্ষের বলিল-আচ্ছ হাজার না দাও ত পাঁচশো দাও।” . t “७:ए श्रृंभूमt 8 नग्न ।” ● * বিচক্ষণের গিয়া বরকর্ডাকে চোখ টিপিল বলিল “আর কাজ নাই, এ দাও ফসকাইল, এখন যথালাত করিয়া আগের সর্ত মতই রাজি হোন ।” তখন তাহারা উচ্চৈঃস্বরে বলিল “ আচ্ছ এস আমরা মিটিয়ে দিচ্চি ; মশায় ভদ্র লোকে ব জা হুমার ধৰ্ম্ম সয় না । আপনি ন হয় একটু ক্ষতি স্বীকার করে আগের সৰ্ব মতই বাজি হন । যা ওহে হরি কস্তাকে পাড়িতে বসিয়ে এসে ; বর বাবাজী পীড়িতে গিয়ে বসুন । চলছে বিশ্বেশ্বর-আর কেন ! বিশ্বেশ্বর নড়িল না । অটল কাঠের মত দাড়া ইয়া অটল কণ্ঠে বলিল “ আপনার আর আমায় পাত্র উঠিয়ে নিয়ে যান, এমন ঘটনার পরে ও যে এরূপ চণ্ডালদের হস্তে একটা কালিকাংক বিসর্জন দিতে পারে সে চ গুণেরও অধম। আপনার যান্‌ আমরা বিয়ে দেবনা ।" সকলে,হ তবুদ্ধি হইয়া পড়িল, বিশ্বেশ্বরের সকলেই জানে । নিতান্ত অপমানিত জ্ঞান করিয়ু বরপক্ষের আদালন কুৰিতে কঃিতে বাটা 'ইতে বর্গিত ইষ্টতে লাগিল। ষ্ঠি তাক ক্ষী রামন্তচু সান্নাল বললেন, “বিশ্বেশ্বৰ কি করলে ! বর্ণ, ফিরিয়ে আলি —নইলে ব্রাহ্মণ কতাব জাত যাবে ।"

  • জ্যত কেন যালে ? 影 অদ্য পাত্রের সঙ্গে }ববাহ দেন”

অনুরোধ করবেন না। ধে কথ: সেই কাজ তাঙ্ক। }}ة£}2;ي “আৰ পাত্র কষ্ট ? এত রাত্রে পাত্র কোথায় পালে ?” 源 অন্নপূর্ণার মন্দির । Y S 8? “বেশী দূরে খুঁজতে যেতে হবেন, নিকটেই আছে। সান্ন্যাল মহাশয় । আপনার ওপরে নিমন্ত্রিতদের ভার দিলাম, সব দেখুন গুমুন, নিবারণ, হরীশ ! তোমরাও যাও यां७ ! আমিই এ বিবাহের পাত্র।” • • সহসা সেখানে ফজ পতিত হইলেও কেহ এতদূর আশ্চৰ্য্য হইতন ! মণ্ডলদের আমোদ করা ঘুরিয়া গেল। সকলে সেখানে সমবেত কষ্টয়া ব্যাপার কি ব্যাপার কি বলিয়া গোল- " মাল বুধাইল । • •বিশ্বেশ্বর বলিল “ব্যাপার আর কিছুষ্ট নয়। কাজেই আমাকেই আপনাদের অভ্যর্থনা করতে হচ্চে, আপনার , শুভকার্যে যোগ দেন।" সকলে ক্ষণেক নীরব রছিল । তু এক জন মাতব্বর, অগ্রসর হইয়া বিশ্বেশ্বরকে অনেক সাধুবাদ দান করিতে লাগিল । বিশ্বেশ্বব তাঙ্গাদের সংক্ষেপে প্রণাম• করিয়া মালিমার নিকটে আসিয়া ডাকিল , অন্নপূর্ণ eিড় হইতে বাহির হইয়া আসিয়া বিশ্বেশ্বরের মস্ত কটা শিশুর মস্তকের মতন বক্ষে লইয়া চুম্বন করিলেন। দুষ্ট হস্তে নী ববে মস্তকে পিরি স্নেহাশষ বর্ষণ করিলেন । বিশ্বেশ্বর একবার জাহ্নবীর পদতলে মস্তক অবনত করিয়া ছাল্লাতলায় মাসিয়া দাড়াইল। সয়ালকে বলিল “তবে আমি বসতে পারি! সব ভার আপনার” । “সেজন্য তোমার ভাবনা নেই। আমরা সব ভার নিচ্চি—তুমি যু। ভাল বোঝ আমার পিতা নেই, কর ।" বিশ্বেশ্বর বরের যোড় তুলিয়া নীরবে পরিয়া লইল । বরাদনে গিয়া উপবিষ্ট হইলে,