৩৫৭ বর্ষ, দ্বিতীয় সংখ্যা । চয়ন—লীনার কাহিনী । ১৬৫ 够 লীনার কাহিনী । ( A. Kaempfen-ax ratň झहेर७ ) লীনা, বেতিনার প্রতি । ३..., २७ न८७षङ्ग ॰v१० আমাদের বাড়ীতে নুতন লোক আসিয়াছে। as রবিবারে, মেক্স (Metz) সৈন্তদলের झशुक्लङ २6 छन बन्।ो 446न আসিয়া দেখিছে। ইছারা সকলেই সেনানায়ক। spদর এই ক্ষুদ্র নগরের তিনটি পন্থিশালাই করানী দৈনিকে ভরিয়া গিয়াছে, কেবল ফরাসী গেননায়কদিগকে বাসিন্দাদিগের গৃহে স্থান দেয়া হইতেছে। আমার কাকা একটা পত্র পাষ্টয়াছেন, তাহাতে লেখা আছে :–তুমি কাপেন গণিয়েকে তোমার একটা কামগ্ৰtয় রাখিবে, এবং সরকারী খরচে তাহার আচারাদির ব্যবস্থা করিলে। আমার কাকা একটু বিৰক্ত হইলেন ; কিন্তু না বলিবার জে৷ নাই –সবকারের হুকুম । অপরাহু সময়ে কপ্তেন আমাদের এখানে আসিলেন । লোকটার বয়স প্রার ত্রিশ বৎসর, বেশ লম্বা, পোলা-খালা মুপের ভাব, মুহী ন হইলেও প্রিয়দর্শন। সাহসী পুরুষ, তাহাতে সন্দেছ মাত্র নাই ; চ'থের দৃষ্ট খুব মৃদ্ধ হইলেও, তাহান্তে সংকল্পের দৃঢ়ত বিলক্ষণ প্রকাশ পায়। অত্যন্ত বিষণ্ণ ; আমার মনে হয়, এ বিষ্ণুত তাহার, স্বভাৰসিদ্ধ নহে , স্বদেশের উর্দশা, নিজের বন্দী-অবস্থা, এই ভীষণ যুদ্ধে उँझाब ८ख्न आउँौग्नश्छरनग्न भूष्ट्रा-यरे সমস্তষ্ট ৰোধ হয় ইহার কারণ। আমাদের ঝি লুইস বুঢ়ী আর আমি—আমরা এই ক্রাণী কপ্তেনের জন্য, আমাদের নীলর à कमब्रांप्ले সজ্জিত করিয়া রাথিলাম। এই কাম্রাট হইতে নদী ও বৃহৎ ময়দানের দৃপ্ত দেখিতে পাওয়া যায়। আমার কাকার ইচ্ছা ছিল— • • ब्रांखांम थां८ब्रज्ञ कांभूब्रांप्लेi ईशंग्न छछ निमिहे হয় ; কিন্তু সে কাম্রাট ‘অন্ধকেরে ও রাস্তাটাও পথিক-শৃষ্ঠ । এই কাম্রায় থাকিলে বেচার কাপ্তেনের বিষন্নতা আরও বৃদ্ধি হইবার সম্ভাবনা । ফরাপীদিগের প্রতি কাকার অত্যন্ত বিদ্বেষ থাকিলেও, তাহার অন্তঃকরণটা দয়ালু ; তাই এই কথাটা তিনি সহজেই বুঝিলেন ; এবং আমাদের ইচ্ছামত আমরা কাথেনের জন্ত কামুর নির্দিষ্ট করিলাম। • কপ্তেন কামূৰায় আসিয়াই, তাড়াতাড়ি কাম্রার চারিদিক্ট। একনজরে দেখিয়া লইলেন এবং আমাদিগকে ধন্যবাদ করিলেন। আমি তাহাকে বলিলাম, তাহার যদি ইচ্ছা হয়, একাকীই অtহার করিতে পারেন । তিনি উত্তব করিলেন ;–“আমি আপনাদিগকে কিছুমাত্র কষ্ট দিতে চাহি না ; তবে যদি কোন বাধা না থাকে, তবে আমি আপনাদের সহিত একসঙ্গে সায়হ্নি-ভোজন ও ४नभ-८उँछन করিতে ইচ্ছা করি। তাহার পর, তিনি গৃহ হইতে বাহির হইয় গেলেন ; আবার নৈশভোজনের সময় ফিরিয়া আসিলেন। আমাদের সহিত এই তাছার প্রথম আহার ; জাহারটা নিস্তন্ধভাবেই সম্পন্ন হইল। আমাদের অতিথির সঙ্গে আমাদের সামান্তরকমের দুইচারিটা কথা হইল মাত্র। ভোজন শেষ হইবামাত্র তিনি
পাতা:ভারতী ১৩১৮.djvu/১৮৮
অবয়ব