পাতা:ভারতী ১৩১৮.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫শ বর্ষ, দ্বিতীয় সংখ্যা । রংৎ, সুন্দর খোদিত মূৰ্ত্তি ও অন্তান্ত দৃষ্ঠাবলী বিরাজমান আছে। অনেকগুলি হুদীর্ঘ চত্বর, প্রাচীর, ইদারার নিকট স্নান করিবার স্থদুখ প্রস্তর বেদিক, এমন কি বুজকগণের বস্ত্রাদি কাঢ়িবার জন্ত ব্যবহৃত gরহৎ প্রস্তর গণ্ডাদির প্রচুর চিহ্ন পৰ্য্যস্ত বর্ধপান আছে। खiद्रश्चाि স্তুপে প্রাপ্ত जिोकिल ধ্বজ }, চয়ন— প্রাচীন নগর ভারহাট । ፶boፃ কিছু কালের জন্য ভারহাট গ্রাম একটা ব্রাহ্মণকে জায়গীর দেওয়া হয়, তখন হইতে লুটপাট বন্ধ হয়। ১৮৭৩ খ্ৰীষ্টাব্দে জেনারেল কণিংহাম নাগোর রাজ্য দিয়া গমন কালে পথে প্রাচীন ভারহাটের অস্তিত্বের পরিচয় পাইয়া, সেখানে গিয়া যাহা দেখিলেন, তাহাতে বিশেষ দুঃখিত ও বিক্ষিত হইলেন। হয়। এই বিশাল গরিমাময় স্থানের এfক দুর্দশ। উtহার ক্ষুফার্টিয়া জল আসিল । পরীক্ষার পর তিনি জানিতে পারলেন, যে সেখানে একটী পুরাতন छु” ७ विशब्र झ्शि। झ्हे তিনবার তিনি এই স্তপের পার্শ্বৱৰ্ত্তী স্থান সমূহ খনন করাইয়াছিলেন । পণনের পর অনেক মূৰ্ত্তি অনেক উৎকীর্ণ শিলাখণ্ড, স্তন্ত ও তোরণাদির ধ্বংসাবশেষ দেখিতে পান। পালি ভাষায় প্লোদিত, কত শত শিলালিপি ; অনেক সদ্ধাশ্ব, দূরবীক্ষণ, অমুবীক্ষ৭, দিক্‌দৰ্শন প্রভৃতি নানাবিধ জ্যোতির্ষিক খঞ্জ ; পশু, পক্ষী, ফুল ফুলে সুশোভিত বৃক্ষ, গহনা তৈজসপত্রাদিয় শত শত প্রতিরূপ, এবং গৌতম যুদ্ধের জীৱনী সম্বন্ধেও বহু দৃশ্ব খোদিত অবস্থায় পাওয়া গিয়াছিল। এই সকল দেখিলে বৌদ্ধধৰ্ম্ম সংক্রান্ত নিয়মাদির একট! সুস্পষ্ট আগুtষ পাওয়া যায়। খননের পর সিদ্ধান্ত হইল, যে ইহার ব্যাস ৩৮ ফুট, ও পরিধি ২১৩ ফুট । বৌদ্ধধর্মের অনুষ্ঠান কাৰ্য্য সকল মূৰ্ত্তিরাপে তোরণে ও স্তঃ সকলের উপর থোপিত আছে । খননের পর অনেক যক্ষ, যক্ষিনী দেবতা,নাগরাজ ও মায়াদেবীর বিচিত্র সুন্দর মুঞ্জি অক্ষত অবস্থায় পাওয়া গিয়:ছে। কনিংহাম সাহেব এই সকল দ্রব্য কলিকাতায় পাঠাইয়া দেঙ্গ, উন্থ। এখন যাদুঘরের শোভা সম্পাদন করিতেছে । প্রাচীন শিলালিপি ও মুদ্রাদি হইতে কনিংহাম সাহেব এই সিদ্ধান্তে উপনীত হইলেন যে, ভার হাটের স্তুপ মুনাধিক ২১৫ বৎসরের পুরাতন। তিনি এ সম্বন্ধে এক সচিত্র হবুহৎ গ্রন্থ রচনা করিয়া গিয়ttছন । প্রথমাবস্থায় ভারহttটর নিকট শ্রুঘ্ন দেশের মাজধানী শুঘ, নামক নগর প্রতিষ্ঠিত ছিল অধুনা যমুনা তীরে একটী ক্ষুদ্র পল্লীরূপে তাহ